গত ১৪ জুলাই রোববার জমজমাট ও বর্ণিল আয়েজনে প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন প্রবাসী মতলব সমিতি ইনকের বার্ষিক বনভোজন লং আইল্যান্ডের বেথপেইজ স্টেট পার্কের ছায়াঘেরা সুন্দর শ্যামল পরিবেশে অনুষ্ঠিত হয়। প্রায় ৬০০ মতলববাসী মিলনমেলায় অংশগ্রহণ করেন। বেলা ১১টায় বেলুন উড়িয়ে বনভোজন উদ্বোধন করেন সমিতির উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী নাজমুল এ ফারুক। এ সময় উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী আহসান আহমেদ মেহেদী, এম এ জামান, মো. মানিক মিয়া, মো. ফারুক হোসেন মজুমদার, আজম কাদরি ও কে আলম, প্রতিষ্ঠাতা সদস্য কবির রতন, আদিম মুক্তাদির সাহাদাত, মো. ফয়েজ উল্ল্যাহ প্রধান, প্রতিষ্ঠাতা সভাপতি শাকিলা মিয়া, ওবায়েদুর রহমান লিটন, সমিতির সভাপতি মো. রবিউল আলম, সাধারণ সম্পাদক মো. নাজির উদ্দিন পাটোয়ারী (সোহেল), সহ-সভাপতি মো. ফারুক হোসেন পাটোয়ারী, ভবতোষ সাহা, রাবেয়া বসরী, মো. তৌহিদুল ইসলাম মানিক, মো. শফিকুল ইসলাম, বনভোজন উদযাপন উপকমিটির আহ্বায়ক মো. এমদাদুল হক, সদস্য সচিব মো. কামরুল আমিন সুমন প্রমুখ।
বনভোজনে বিশেষ অতিথি ছিলেন কমিউনিটির পরিচিত মুখ মোহাম্মদ আলী, মো. সেলিম, শাহ গ্রুপের চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী শাহ জে চৌধুরী, সাংবাদিক এবং লেখক আকবর হায়দার কিরন, শিশুসাহিত্যিক হুমায়ুন কবির ঢালী, কমিউনিটি অ্যাকটিভিস্ট মিয়া মো. দুলাল, মো. আমান উল্লাহ, রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের সভাপতি মো. ফখরুল ইসলাম মাছুম, সাধারণ সম্পাদক নুরে আলম মনির।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রবাসী মতলব সমিতির সহ-সাধারণ সম্পাদক মিয়া ফয়েজ, মো. জয়নাল আবেদীন, সরোয়ার হোসেন ফারুক, কোষাধ্যাক্ষ মো. জাহিদুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া তপন, দফতর সম্পাদক তারেক মাহবুব, ক্রীডা সম্পাদক তপন সাহা, সাহিত্য সম্পাদক আবু সালেক সুমন, মহিলা সম্পাদিকা সাহিদা খানম, সহ-মহিলা সম্পাদিকা মানছুরা আক্তার, কার্যনির্বাহী সদস্য আলী আযম, বিল্লাল মৃধা, মো. কবির হোসেন প্রমুখ।
বনভোজনে শিশু বাচ্চাদের (পাঁচ বছরের নিচে) অঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে খেলার পর্ব শুরু হয়। ছেলেদের তিনটি, মেয়েদের তিনটি, পুরুষদের ফুটবল এবং মহিলাদের বালিশ খেলার মাধ্যমে খেলাধুলার পর্ব শেষ হয়। এরপর জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্ট থেকে নেওয়া মুখরোচক খাবারের মাধ্যমে দুপুরের খাবার পরিবেশন করা হয়। পরিশেষে প্রতি বছরের মতো বনভোজন উপলক্ষে প্রকাশিত ম্যাগাজিন ‘হৃদয়ে মতলব’ নবম সংস্করণ উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন শিশুসাহিত্যিক হুমায়ুন কবির ঢালী। বনভোজনে জমকালো এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে মতলববাসীকে মাতিয়ে তোলেন প্রবাসের জনপ্রিয় শিল্পী শাহ মাহবুব, মুকুল, বাংলাদেশ থেকে আগত জাতীয় শিল্পী ঝর্না, বিদেশি শিল্পী তেরেসা প্রমুখ। শুরু হয় পুরস্কার বিতরণ। লটারির প্রথম পুরস্কার নগদ ১ হাজার ডলার, সৌজন্যে শাহ নেওয়াজ, প্রেসিডেন্ট ও সিইও, গোল্ডেন হোম অ্যান্ড কেয়ারসহ অত্যন্ত মূল্যবান ও আকর্ষণীয় ১০টি পুরস্কার বিতরণ করা হয়। বনভোজন সফল করার জন্য যারা আর্থিক, পারশ্রমিক এবং বিভিন্ন উপহার দিয়ে সহযোগিতা করেছেন, প্রবাসী মতলব সমিতি তাদের কাছে কৃতজ্ঞ।