০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ০৯:৫৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


নিউইয়র্কের কনস্যুলেট থেকে সরানো হলো মুজিবের ছবি
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৭-০৮-২০২৪
নিউইয়র্কের কনস্যুলেট থেকে সরানো হলো মুজিবের ছবি শেখ মুজিবুর রহমানের ছবি নামানো হচ্ছে


নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট থেকে সরানো হয়েছে শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার ছবি। জানা গেছে, গত ৫ আগস্ট বিকেলে কনস্যুলেট অফিস থেকে ছবি সরানো হয়। বিকেল থেকেই বিক্ষুদ্ধ লোকজন কনস্যুলেট অফিসের সামনে জড়ো হয় এবং এক পর্যায়ে কনস্যুলেটে তারা ঢুকতে চেষ্টা করেন। এই সময় কনসাল জেনারেল নাজমুল হুদা অফিসে ছিলেন না। তিনি অফিসে এসে পরিস্থিতি দেখে তিনজনকে ঢুকতে অনুমতি দেন। কিন্তু কে শুনে কার কথা। ঐ সময় ৩০-৪৯ জনের মত ভিতরে ঢুকে পড়েন এবং বিএনপি সমর্থকদের চাপাচাপিতে শেখ মুজিবের ছবি সরিয়ে দিতে বাধ্য হন তারা। সেই সাথে বিদায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিও। হলওয়ে থেকে এই দুই জনের ছবি সরানোর পর তারা কনসাল জেনারেলের রুমের গিয়েও ছবি দেখতে পান এবং সেই ছবি নামানোর অনুরোধ করেন। প্রথমে রাজি না থাকলেও এক পর্যায়ে ছবি নামাতে বাধ্য হন। ছবি নামানো শেষ করে বিএনপির সমর্থকরা বলেন, এখন আর তাদের ছবি আমরা কনস্যুলেট অফিসে দেখতে চাই না। তাদের ছবি আবার লাগানো হলে অবশ্যই পরিস্থিতির জন্য কনসাল জেনারেল দায়ী থাকবেন।

অন্যদিকে কন্স্যুলেট অফিসে নিয়োগপ্রাপ্ত একজন আওয়ামী লীগের কট্টর সমর্থক আসিফকে সাতদিনের ছুটি দেয়া হয়েছে।

শেয়ার করুন