২৬ অক্টোবর ২০২৫, রবিবার, ০৯:১৯:৪০ পূর্বাহ্ন


শান্তি ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তোলা’র ডাক দিয়েছেন সাবেক এ প্রধানমন্ত্রী
‘ আর ধবংস প্রতিশোধ প্রতিহিংসা নয়- খালেদা জিয়া
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৭-০৮-২০২৪
‘ আর ধবংস প্রতিশোধ প্রতিহিংসা নয়- খালেদা জিয়া


‘ আর ধবংস, প্রতিশোধ, প্রতিহিংসা নয়, শান্তি ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তোলা’র ডাক দিয়েছেন খালেদা জিয়া। দীর্ঘ সাড়ে ৬ বছর কারাভোগ থেকে মুক্তি লাভের পর বুধবার বিকালে নয়া পল্টনের বিশাল সমাবেশে ভার্চুয়ালি বিএনপি চেয়ারপারসন এই ডাক দেন।

তিনি বলেন, ‘‘ আসুন আমরা তরুনদের হাত শক্তিশালী করি। আর ধবংস নং, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা শান্তি ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলি।”

বেলা পৌনে তিনটায় নয়া পল্টনে বিএনপির এই সমাবেশ হয়। এতে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে স্কাইপেতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মুহুর্র মুহুর্র করতালির মধ্য বক্তব্য রাখেন।

তার বক্তব্যের শেষ হওয়ার পর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এভারকেয়ার কেয়ার হাসপাতাল থেকে বক্তব্য  রাখবেন বলে ঘোষণা দেয় মঞ্চ থেকে। মুহুর্তে বাঁধ ভাঙা করতালির মধ্যে নেতা-কর্মীরা হাত তুলে তাদে্র প্রাণপ্রিয় নেত্রীর জন্য বড় পর্দায় চোখ রাখে।

হাসপাতালের কেবন থেকে বিএনপি চেয়ারপারসনের জীবন্ত ছবি ভেসে উঠলে নেতা-কর্মীদের উচ্ছাসে গোটা নয়া পল্টনে মুখরিত হয়ে উঠে।

নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়ে খালেদা জিয়া বলেন, ‘‘ আল্লাহর প্রতি শুকবিয়া আদায় করছি। আমি কারবন্দি অবস্থায় আপনারা আমার কারামুক্তি ও রোগমুক্তির জন্য সংগ্রাম করেছেন, দোয়া করেছেন সেজন্য আমি আপনাদের সকলকে ধন্যাবাদ জানাচ্ছি। দীর্ঘ আন্দোলন-সংগ্রাম-ত্যাগের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদী অবৈধ সরকারের কাছ  ধেকে আমরা মুক্তি পেয়েছি।”

‘‘ আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই, আমাদের বীর সন্তানদের যারা মরণপণ সংগ্রাম করে এই অসম্ভবকে সম্ভব করেছে। শতশত শহীদদের জানাই শ্রদ্ধা।”

সাবেক প্রধানমন্ত্রী বলেন, ‘‘ এই বিজয় আমাদের  নতুন সংগ্রামে নিয়ে এসেছে। দীর্ঘদিনের নজিরবিহীন দুর্ণীতি ও গণতন্ত্রের স্তুপ থেকে আমি দীর্ঘদিন গণতন্ত্র স্তুপের মধ্য থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ।”

‘‘ ছাত্র-তরুণরা আমাদের ভবিষ্যৎ। তরুণরা যে স্বপ্ন বুকের রক্ত ঢেলে দিয়েছে সেই স্বপ্ন বাস্তবায়নে প্রত্ত্যেককে মেধা, যোগ্যতা ও জ্ঞানভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে, শোষণহীন সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। সকল ধর্মের বর্ণের, গ্রোত্রের  অধিকার নিশ্চিত করতে হবে, শান্তি, সমৃদ্ধি, আধুনিক বাংলাদেশ নির্মাণে আসুন আমরা তরুণদের হাত শক্তিশালী করি।”

বিএনপির সমাবেশে সভাপতিত্ব করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।



    

শেয়ার করুন