১৮ মে ২০১২, শনিবার, ৬:৪৪:২৩ পূর্বাহ্ন


জেবিবিএ ও প্রিমিয়ারের খাবার বিতরণ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৭-০৫-২০২২
জেবিবিএ ও প্রিমিয়ারের খাবার বিতরণ জেবিবিএ ও প্রিমিয়ামের খাবার বিতরণ


জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন এবং প্রিমিয়াম গ্রুপ আসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। জেবিবিএ এবং প্রিমিয়াম গ্রুপের উদ্যোগে দুস্থ মানুষের মধ্যে খাদ্য বিতরণ করেছে। গত ২০ মে বাদ জুমা জ্যাকসন হাইটসে এই খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জ্যাকসন হাইটসের অ্যাসেম্বলিম্যান শেখর কৃষ্ণনান। এই সময় আরো উপস্থিত ছিলেন জ্যাকসন হাইটস বিজনেস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হারুণ ভুইয়া, সাধারণ সম্পাদক ও মূলধারার রাজনীতিবিদ ফাহাদ সোলায়মান, ভাইস প্রেসিডেন্ট ও প্রিমিয়াম গ্রুপের স্বত্বাধিকারী বাবু খান, সাবেক সভাপতি ও প্রতিষ্ঠাতা সদস্য এবং উপদেষ্টা মোহাম্মদ পিয়ার, সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল, জ্যাকসন হাইটস এলাকাবাসীর প্রতিষ্ঠাতা সভাপতি ও জেবিবিএ’র উপদেষ্টা মীর নিজামুল হক প্রমুখ।

অ্যাসেম্বলিম্যান শেখর কৃষ্ণনান বলেন, জেবিবিএ এবং প্রিমিয়াম গ্রুপের এই উত্যোগ সত্যিই প্রশংসনীয়। তিনি জেবিবিএ’র কর্মকর্তা এবং প্রিমিয়ামের বাবু খান ধন্যবাদ জানিয়ে বলেন, এই মুহূর্তে আমরা সবাই কঠিন সময় অতিক্রম করছি। এই সময় দুস্থ এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত। তিনি বলেন, আমি বাংলাদেশি এবং দক্ষিণ এশিয়ান কমিউনিটির পাশে সব সময় আছি। আপনাদের যে কোনো প্রয়োজনে আমাকে আপনাদের পাশে পাবেন।

বাবু খান বলেন, আমাদের এই ধারা অব্যাহত থাকবে। তিনি বলেন, প্রতি শুক্রবারে বাদ জুমা আমরা এখানে ২০০ প্যাকেট খাবার বিতরণ করবো। তিনি বলেন, আমরা কমিউনিটিতে ব্যবসা করি, সুতরাং কমিউনিটির পাশে দাঁড়ানো আমাদের উচিত। যে কারণে আমার এই উদ্যোগ। আমাকে সহযোগিতা করছে জেবিবিএ।

হারুণ ভুইয়া বলেন, জেবিবিএ সব সময় বাংলাদেশি কমিউনিটির পাশে রয়েছে এবং আগামীতেও থাকবে।

ফাহাদ সোলায়মান অনুষ্ঠানকে সফল এবং সার্থক করার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, মানুষ মানুষের জন্য- এই স্লোগানকে ধারণ করেই আমরা মানব কল্যাণের ব্রত নিয়েছি।

শেয়ার করুন