১৭ মে ২০১২, শুক্রবার, ১০:৪৭:৪৯ অপরাহ্ন


অন্তত ১৪ জন নিহত
সীতাকুন্ডের বিষ্ফোরনে আতংক বিরাজ করছে
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৫-০৬-২০২২
সীতাকুন্ডের বিষ্ফোরনে আতংক বিরাজ করছে বিএম ডিপোতে আগুন লাগার পর ভয়াবহ বিষ্ফোরণ/ছবি সংগৃহীত


বাংলাদেশের চট্টগ্রামের সীতাকুন্ডে আগুন নিয়ন্ত্রনে আনতে হিমশিম খাচ্ছে ফায়ারসার্ভিস। শনিার রাত দশটার দিকে বিএম ডিপোতে আগুন লাগার পর ভয়াবহ বিষ্ফোরণের ঘটনা  ঘটেছে। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ১৪ জনের মৃত্যুর খবর, হাসপাতল সুত্র থেকে নিয়ে পুলিশ জানিয়েছে। এছাড়াও হাসপাতালে অন্তত ৬০ থেকে ৭০ জনের মত আহতদের ভর্তি করা হয়েছে। যাদের মধ্যেও গুরুতর আহত হওয়া রয়েছেন।  


বিএম ডিপোতে আগুন/ছবি সংগৃহীত  

বিষ্ফোরনে ভয়াবহ শব্দে প্রায় চারকিলোমিটার আশপাশের বাড়ী ঘরের জানালার কাচ ভেঙ্গে যেতে গেছে বলে স্থানীয় সুত্রে জানা গেছে। এতে পুরো এলাকায় মানুষের মধ্যে আতংক বিরাজ করছে। একই সঙ্গে ওই সময় নিজ এলাকা ছেড়ে নিরাপদ স্থানে যেতেও দেখা গেছে। জানা গেছে, শনিবার রাত দশটার দিকে প্রথম সোনাইছড়ি ইউনিয়নে অবস্থিত বিএম ডিপোতে আগুনের সুত্রপাত হয়। সেখান থেকেই বিষ্ফোরন সহ যাবতীয় ঘটনার সুচনা। 

এদিকে বিস্ফোরনের শব্দ পায় চার কিলোমিটার দুরত্ব থেকেও শোনা গেছে। 


শেয়ার করুন