৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ১০:১৫:২৫ অপরাহ্ন


বাংলাদেশে হত্যাকাণ্ড তদন্তে ইউএন ফ্যাক্ট ফাইন্ডিং টিম
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১৮-০৯-২০২৪
বাংলাদেশে হত্যাকাণ্ড তদন্তে ইউএন ফ্যাক্ট ফাইন্ডিং টিম বাংলাদেশ ও জাতিসংঘের পতাকা


গত জুলাই-আগস্টে ঘটে যাওয়া ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলন দমনে হত্যাযজ্ঞসহ বিদায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলে গুম, হত্যা, বর্বরোচিত নির্যাতন এবং মানবাধিকার লঙ্ঘনের লোমহষর্ক ঘটনাগুলো তদন্তে জাতিসংঘের একটি পূর্ণাঙ্গ টিম বাংলাদেশে কাজ শুরু করে দিয়েছে। রোববার (১৫ সেপ্টেম্বর) রাতে ৮ সদস্যের ওই টিমের দুইজন গুরুত্বপূর্ণ সদস্য বাংলাদেশে এসে পৌঁছানোর পর বাকিরা এসে যোগ দেবেন। ঢাকা ও জেনেভার একাধিক কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

জাতিসংঘ এ দল মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) থেকে আনুষ্ঠানিক তদন্তকাজ শুরু করে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, আগামী চার সপ্তাহ অর্থাৎ প্রায় এক মাস তারা বাংলাদেশের বিভিন্ন ঘটনাস্থলসহ সার্বিক বিষয় সরেজমিনে ঘুরে দেখবেন। নির্মমতার শিকার ব্যক্তি, ভুক্তভোগীদের স্বজন ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য গ্রহণ করবেন। সেই সঙ্গে বিভিন্ন ঘটনার আদ্যোপান্ত বিশ্লেষণ তথা যথাসম্ভব ঘটনার আলামত সংগ্রহ করবেন। কাজের প্রয়োজনে বাংলাদেশে তাদের অবস্থানকাল আরো দীর্ঘ হতে পারে বলে আভাস মিলেছে। এ সফরকালে জাতিসংঘ টিম অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বশীল প্রতিনিধি, ছাত্র-জনতার প্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বর্তমান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, দেশীয় অপরাধ বিশেষজ্ঞ এবং আইনজ্ঞদের সঙ্গে নিয়মিত আলোচনা করবেন।

তদন্ত টিম খতিয়ে দেখবে ছাত্র-জনতার আন্দোলন কতটা নৃশংসভাবে দমনের চেষ্টা করেছিল আওয়ামী লীগ সরকার। গত জুলাই ও আগস্টের শুরুর দিকে বাংলাদেশে ঘটে যাওয়া মানবতাবিরোধী অপরাধ, বিচারবহির্ভূত হত্যাকা-সহ ১৫ ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তের ম্যান্ডেড রয়েছে জাতিসংঘ টিমের। আগামী নভেম্বরের শেষের দিকে বাংলাদেশের আপদকালীন সরকার এবং জাতিসংঘ মহাসচিবের কাছে তারা তদন্ত রিপোর্ট জমা করবেন। পরবর্তীতে রিপোর্টটি জনসমক্ষে প্রকাশ করা হবে।

এর আগে জাতিসংঘের প্রাথমিক তথ্যানুন্ধান টিম বাংলাদেশ ঘুরে গেছে। এবার পূর্ণাঙ্গ টিম কাজ শুরু করছে। জাতিসংঘ মানবাধিকারবিষয়ক হাইকমিশনের রিপোর্ট মতে, গত ১৬ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত বিক্ষোভ ও পরবর্তী সহিংসতায় প্রায় হজার খানেক ছাত্র-জনতা প্রাণ হারিয়েছেন। 

তথ্য-প্রমাণ জমা দেওয়ার আহ্বান

বাংলাদেশ সফর করছে জাতিসংঘের একটি ফ্যাক্ট ফাইন্ডিং দল। দলটি এই সময়ে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের তথ্য-প্রমাণ জমা দেওয়ার আহ্বান জানিয়েছে। জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং দল সত্য উদঘাটন, দায়দায়িত্ব চিহ্নিতকরণ, মানবাধিকার লঙ্ঘনের মূল কারণ বিশ্লেষণ এবং অতীতের মানবাধিকার লঙ্ঘনসমূহ ও সেগুলোর পুনরাবৃত্তি রোধে বাংলাদেশের জন্য সুনির্দিষ্ট সুপারিশ করার জন্য দায়িত্বপ্রাফত। জাতিসংঘ ঢাকা অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞফিততে বলা হয়েছে, ১ জুলাই থেকে ১৫ আগস্ট সময়ের মধ্যে বিক্ষোভের প্রেক্ষাপটে মানবাধিকার লঙ্ঘন এবং ক্ষমতার অপব্যবহার সম্পর্কিত প্রাথমিক তথ্য প্রদানের জন্য সব ব্যক্তি, গোষ্ঠী ও সংস্থাকে আমন্ত্রণ জানানো হয়েছে।

দলটি সেসব তথ্যের জন্য অনুরোধ করছে, যা বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া যাবে না এবং প্রকাশিত বা প্রচারিত হয়নি। তথ্য-প্রমাণগুলো OHCHR-FFTB-Submissions@un.org এই ই-মেইলে পাঠানোর জন্য অনুরোধ করেছে জাতিসংঘের সেই দল। তদন্ত দল ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা, আইনপ্রয়োগকারী সংস্থার কর্মকর্তা, চিকিৎসা পেশাজীবী এবং ঘটনার প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকার গ্রহণেরও পরিকল্পনা করেছেন।

ফ্যাক্ট-ফাইন্ডিং দলের তদন্ত কোনো অপরাধ অনুসন্ধান বা আইনি তদন্ত নয়। এটি যে কোনো জাতীয় ফৌজদারি বিচার প্রক্রিয়া থেকে স্বাধীনভাবে পরিচালিত। এই তথ্য অনুসন্ধান প্রক্রিয়াটি কঠোরভাবে গোপনীয়। তদন্ত চলাকালে দলের সদস্যরা কোনো গণমাধ্যমে সাক্ষাৎকার দেবেন না। তারা সবাইকে তথ্য অনুসন্ধান প্রক্রিয়ার গোপনীয়তার প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য বিনীত অনুরোধ করেছেন বলেও উল্লেখ করা হয়েছে সংবাদ বিজ্ঞফিততে।

বিজ্ঞফিততে বলা হয়েছে, ঘটনাস্থলে পরিচালিত পরীক্ষানিরীক্ষা ও উপাত্ত বিশ্লেষণের পর জাতিসংঘের মানবাধিকার কার্যালয় তদন্তের প্রধান ফলাফল, উপসংহার ও সুপারিশসহ একটি বিস্তারিত মানবাধিকার প্রতিবেদন প্রকাশ করবে।

শেয়ার করুন