১৩ সেপ্টেম্বর ২০২৫, শনিবার, ০১:৪৬:৩৮ পূর্বাহ্ন


চট্টগ্রাম সমিতির চূড়ান্ত প্রার্থী তালিকা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৯-০৯-২০২৪
চট্টগ্রাম সমিতির চূড়ান্ত প্রার্থী তালিকা


প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন চট্টগ্রাম জেলা সমিতির নির্বাচন আগামী ১৯ অক্টোবর। নির্বাচনের তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ সেপ্টেম্বর এবং চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে আগামী ২১ সেপ্টেম্বর। এবারের নির্বাচনে সর্বমোট ভোটার সংখ্যা ২ হাজার ৮৯৪ জন। সাধারণ ভোটার ২ হাজার ৬৬৩ জন এবং লাইফ মেম্বার ২৩৩ জন। নির্বাচন কমিশনের সদস্য শাহাব উদ্দিন সাগন জানিয়েছেন, ইভয় প্যানেলের প্রার্থীদের সাথে আমাদের বৈঠক হয়েছে। তারা কিছু অভিযোগ করেছেন। আমরা সেগুলো সুন্দরভাবে সমাধান করেছি। সেই অনুযায়ী বলা যায়, প্রার্থী তালিকা চূড়ান্ত। সেই প্রার্থী তালিকা হচ্ছে-

তাহের-আরিফ প্যানেল 

সভাপতি মোঃ আবু তাহের , সিনিয়র সহ সভাপতি মোঃ আলি নুর, সহ সভাপতি ফরিদ আহমেদ চৌধুরী তারেক, সহ সভাপতি হাজী মোহাম্মদ টি আলম, সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ কলিম উল্লাহ, সহ সাধারণ সম্পাদক মোঃ নওশাদ কামাল, সাংগঠনিক সম্পাদক মোঃ তানিম মহসিন, কোষাধ্যক্ষ মোঃ শফিকুল আলম, সহকারী কোষাধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিন, দপ্তর সম্পাদক অজয় প্রসাদ তালুকদার, সহকারী দপ্তর সম্পাদক ইমরুল কায়সার, শিক্ষা ও সাংস্কৃতিক মোহাম্মদ এনামুল হক চৌধুরী, সমাজ কল্যান সম্পাদক মোহাঃ আক্তার হোছাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ জাবের শফি, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ ঈসা, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ নাসির চৌধুরী, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ পল্লব রায়, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ মহিম উদ্দিন ।

মাকসুদ-মাসুদ প্যানেল

সভাপতি মাকসুদুল হক চৌধুরী, সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ মুক্তাদির বিল্লাহ, সহ সভাপতি আলী আকবর বাপ্পী, সহ সভাপতি মোঃ আইয়ুব আনসারী, সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদ এইচ সিরাজী, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন মিয়া, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফরহাদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ সুমন উদ্দিন, সহকারী কোষাধ্যক্ষ তমাল কান্তি চৌধুরী, দপ্তর সম্পাদক শিমুল বড়ুয়া, সহকারী দপ্তর সম্পাদক মোহাম্মদ জে আবেদীন (আতিক), শিক্ষা ও সাংস্কৃতিক সুশান্ত দত্ত, সমাজ কল্যাণ সম্পাদক আক্তার উল আজম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ এ ওয়াদুদ, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ জে আজম (জাহেদ), কার্যনির্বাহী সদস্য নুরুস সাফা, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ শওকত আলী, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ শাহা আলম।

স্বতন্ত্র সাধারণ সম্পাদক প্রার্থী মুহাম্মদ মহিউদ্দিন চৌধুরী।

শেয়ার করুন