০৯ নভেম্বর ২০১২, শনিবার, ৬:২৭:১৭ অপরাহ্ন


বিসিবি’র নতুন কোচ ফিল সিমন্স
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১৬-১০-২০২৪
বিসিবি’র নতুন কোচ ফিল সিমন্স ফিল সিমন্স


হাতুরাসিংহের ভাল মন্দ সব দিকটাই দেখা শেষ বাংলাদেশের। এবার বিদায়। তার স্থানে নেয়া হয়েছে ক্যারিবিয় অলরাউন্ডার ফিল সিমন্স। ওয়েস্টইন্ডিজের হয়ে ২৬ টেস্ট, ১৪৩ একদিনের ম্যাচ খেলা সিমন্স মূলত ছিলেন ওপেনার। এছাড়াও পেস বল করতে অভ্যস্ত ছিলেন তিনি। 

কোচিং ক্যারিয়ারটাও একেবারে মন্দ না। আজ যে আফগানিস্তান পারফরমেন্সের হাওয়ায় উড়ছে তার অধিকাংশ কাজটা সিমন্সই করে দিয়েছেন। এর আগে প্রথম শুরু করে জিম্বাবুয়ে দিয়ে। মাঝে নিজ দেশ ওয়েস্টইন্ডিজেরও কোচ ছিলেন তিনি। ছিলেন আয়ারল্যান্ডসহ বিভিন্ন ফ্রাঞ্জাইজিরও। 

১৯৮৭ সন থেকে ১৯৯৯ সন পর্যন্ত দাপটের সঙ্গে খেলেছেন এ দীর্ঘকায় খেলোয়াড়। কোচিংয়ে জিম্বাবুয়ে ও আফগানিস্তানের দায়িত্ব নিয়ে ছোট দলগুলোকে কিভাবে বড় দলের বিরুদ্ধে লড়াইয়ের মন্ত্রে উজ্জীবিত করতে হয় এটা তার ভাল জানা। সর্বোপরি সিমন্স একজন দয়িত্বশীল মানুষ। হাতুরাসিংহের ব্যাক্তিত্বের সঙ্গে তার ব্যাপক পার্থক্য। হাতুরাসিংহের পছন্দ অপছন্দ এবং সিনিয়র জুনিয়রদের মধ্যে একটা দ্বিধা বিভক্তি করে রাখতেন। যা ছিল দলের জন্য ক্ষতির কারণ। সিমন্স সেটাতে অভ্যস্ত নন, যতটা তার ক্যারিয়ার বিশ্লেষণে দেখা যায়। 

হাতুরাসিংহের এটা ছিল দ্বিতীয় দফার কোচিংয়ের দায়িত্ব গ্রহণ। প্রথম দফার মতো বাংলাদেশে চান্দিকা হাথুরুসিংহের দ্বিতীয় অধ্যায়ও শেষ হলো মেয়াদ পূর্ণ হওয়ার আগেই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ শুরু হওয়ার মাত্র পাঁচ দিন আগে জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব থেকে এই শ্রীলঙ্কানকে অব্যাহতি দিল বিসিবি।

গত ১৫ অক্টোবর মঙ্গলবার সভাপতি ফারুক আহমেদ বিসিবিতে সংবাদ সম্মেলনে বলেন, কিছু ব্যাপার নিয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়ে বরখাস্ত করা হয়েছে হাথুরুসিংহেকে। নতুন কোচ হিসেবে ফিল সিমন্সের নাম ঘোষণা করেন বিসিবি প্রধান। ক্যারিবিয়ান এই কোচের সঙ্গে আপাতত আগামী চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত চুক্তি বিসিবির। বিসিবি সভাপতি জানান, মূলত অসদাচরণের জন্যই হাথুরুসিংহেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

“আমাদের বর্তমান কোচের ব্যাপারে দু-তিনটি ঘটনা ঘটেছে, যা আসলে খুব পীড়াদায়ক ছিল আমার জন্য, সাবেক ক্রিকেটার হিসেবে। দলের জন্যও খুব ভালো ব্যাপার ছিল না আর কী। সেদিক বিবেচনা করে তাকে আমরা শোকজ নোটিশ অ্যান্ড সাসপেনশন ফ্রম ডিউটি অ্যাজ হেড কোচ আজকে সার্ভ করেছি। এই প্রক্রিয়াগুলো খুব সহজ নয়, আইনী ব্যাপার থাকে। হাথুরুর সাসপেনশন হলো ৪৮ ঘণ্টার একটা নোটিশ দিয়েছি। মিসকান্ডেক্ট-এর কারণে যখন একটা কোচের বা কারও চাকরি যায়, তখন কিন্তু খুব একটা প্রয়োজন পড়ে না নোটিশ দেওয়ার। তবে যেহেতু তিনি শুধু আমাদের কোচই নন, একজ আন্তর্জাতিক ব্যক্তি এবং এটা দেশের সীমানার বাইরে যাবে, এজন্য আমরা নিজেদের দেশের ও আন্তর্জাতিক নিয়ম অনুসরণ করতে চাই। এজন্য ৪৮ ঘণ্টার নোটিশ দিয়েছি। ইমিডিয়েট ক্ষেত্রে আমরা তাকে সাসপেন্ড করেছি, তার পর টার্মিনেশন হবে।” 

বিসিবি প্রধান পরে আরও বিস্তারিত উল্লেখ করে জানান, “মিসকন্ডাক্ট উইথ আ প্লেয়ার অ্যান্ড মিসকন্ডাক্ট অ্যাজ আ এমপ্লয়ি,” দুই কারণেই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে হাথুরুসিংহেকে নিয়ে।

নতুন কোচ সিমন্স ক্রিকেট বিশ্বে পরিচিত নাম। দুই দফায় ওয়েস্ট ইন্ডিজের কোচ ছিলেন তিনি, তার কোচিংয়েই ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় করে ক্যারিবিয়ানরা। এর আগে-পরে মিলিয়ে জিম্বাবুয়ে, আয়ারল্যান্ডের প্রধান কোচ ছিলেন তিনি, ব্যাটিং কোচ ছিলেন আফগানিস্তান দলের। এছাড়াও নানা সময়ে বিভিন্ন দলের পরামর্শক ও বিশেষজ্ঞ কোচ হিসেবে কাজ করেছেন, ফ্র্যাঞ্চাইজি লিগগুলোয় প্রধান কোচসহ নানা ভূমিকা পালন করেছেন। তার নতুন চ্যালেঞ্জ এবার বাংলাদেশে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ দিয়েই শুরু হচ্ছে ৬১ বছর বয়সী এই কোচের দায়িত্ব।

শেয়ার করুন