০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ০৯:০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


মামুলি স্কোর করেও যুদ্ধ করে হেরেছে আফগানিস্তান
সালেক সুফী,অস্ট্রেলিয়া থেকে
  • আপডেট করা হয়েছে : ২৩-১০-২০২২
মামুলি স্কোর করেও যুদ্ধ করে হেরেছে আফগানিস্তান নিজের পঞ্চম উইকেট লাভের পর বল দেখিয়ে গ্যালারী থেকে আসা অভিনন্দনের জবাব দিচ্ছেন স্যাম কুরান/ছবি সংগৃহীত


ইংল্যান্ড: ১১৩/৫ ১৮.১ ওভার  ( লিয়াম লিভিংস্টোন ২৯) 

আফগানিস্তান:  ১১২ অল আউট ( ইব্রাহিম জর্দান ৩২, উসমান জানি ৩০, স্যাম কুরান ৫/১০, বেন স্টোকস ২/১৯, মার্ক উড ২/১৯) 

ফল: ইংল্যান্ড ৫ উইকেটে জয়ী 

প্লেয়ার অফ দি ম্যাচ: স্যাম কুরান 

সবাই জানে এবারের টি ২০ বিশ্ব কাপে ইংল্যান্ড সব ধরণের রসদ নিয়ে সবচেয়ে শক্তিশালী দল। পক্ষান্তরে আফগানিস্তান কয়েকজন বিশ্বসেরা প্রতিভার সমন্বয়ে গোড়া নবীন দল। ইংল্যান্ড দলের গতিময় শক্তিশালী  বোলিং আবার তুখোড় ফিল্ডিংয়ের মোকাবিলায় ১১২ রানের মামুলী সংগ্রহ করেও দারুন লড়াই করেছে আফগানরা। এই স্কোর পেরুতেই ওদের খেলতে হয়েছে ১৮.১ ওভার। খোয়াতে হয়েছে প্রথম সারির ৫ ব্যাটসম্যানকে।  

দুই দলের পার্থক্য নিয়ে বিন্দু মাত্র সন্দেহের অবকাশ ছিল না। ইংল্যান্ড দলের ৫ বলার উড , স্টোকস ,কুরান , ওকস ,রাশিদ এই মুহূর্তে টি ২০ ক্রিকেটে সেরাদের দলে। উড ক্রমাগত ১৪৫-১৫০ কিলোমিটার বেগে বল করে থাকে, কুরান গতির সাথে দুইদিকে বল সুইং করে, স্টোকস বিশ্ব ক্রিকেটে অন্যতম সেরা চৌকষ খেলোয়াড়।  ওদের মোকাবিলায় পেসি উইকেটে ব্যাট করা সহজ ছিল না। তদুপরি লিভিংস্টোন, মঈন ,বাটলার বিশ্বমানের ক্যাচ ধরে আফগানদের ভরাডুবি ঘটিয়েছে। কুয়ান সঠিক সময়ে বল করতে এসে প্রথম ইংরেজ বলার হিসাবে ১০ /৫)  টি ২০ বিশ্ব কাপে ৫ উইকেট নিয়েছে। আফগানিস্তান ১১২ রানে অল আউট হয় শেষ স্পেলে কুরানের বিধ্বংসী বোলিংয়ে। ১০৯ /৫ থেকে মাত্র ৩ রান করে ৫ উইকেট হারায় মড়ক ধরা আফগানিস্তান। 

আশা করা হয়েছিল হেসে খেলে জয় পাবে ইংল্যান্ড। কিন্তু আফগান যোদ্ধা সহজে হার মানেনি। মামুলি স্কোর নিয়েও যুদ্ধ করেছে। নিয়মিত বিরতিতে বাটলার ,হেলস ,মালান ,স্টোকস ,ব্রুকস ফায়ার গাছে তাঁবুতে এই স্কোর উৎরাতেই। অপেক্ষা করতে হয়েছে ১৮.১ ওভার পর্যন্ত।

খেলা থেকে দৃশ্যমান হয়েছে ইংলিশ বোলিং ফিল্ডিং সকল দলকে ভোগাবে। অন্যদিকে আফগান দল কিন্তু একটি দুটি অঘটন ঘটাবে এই বিশ্বকাপে।


শেয়ার করুন