৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ০৯:২৯:৪৭ অপরাহ্ন


স্বেচ্ছাসেবক দলের সভায় নেতৃবৃন্দ
সময়ক্ষেপণ না করে দ্রুত নির্বাচন দাবি
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৩-১১-২০২৪
সময়ক্ষেপণ না করে দ্রুত নির্বাচন দাবি র‌্যালিতে অংশগ্রহণকারীরা


জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৭ নভেম্বর বৃহস্পতিবার নিউইয়র্কে অনুষ্ঠিত সমাবেশ থেকে গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয় বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারপারসন, স্বাধীনতার ঘোষক ও শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। বক্তারা উল্লেখ করেন, একদলীয় শাসনের কবল থেকে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমানের সাহসী নেতৃত্বে পঁচাত্তরের ৭ নভেম্বর বাংলাদেশ তার স্বাধীনতা-সাবভৌমত্ব অটুট রাখতে সচেষ্ট হয়। জিয়াউর রহমানের মতো বীর সন্তানরা জন্মেছিলেন বলেই বাংলাদেশ নামক একটি ভূখ- পেয়েছি আমরা। বক্তারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানান সময়ক্ষেপণ না করে দ্রুত নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রির সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের।

নিউইয়র্ক স্টেট স্বেচ্ছাসেবক দলের এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য আব্দুল লতিফ সম্রাট। তিনি বলেন, ছাত্র-জনতার বিপ্লবের ফসল পরিপূর্ণভাবে উপভোগের স্বার্থেই অবিলম্বে বাংলাদেশে জনগণের নির্বাচিত সরকার দরকার। 

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির অপর সদস্য ও মূলধারার রাজনীতিক গিয়াস আহমেদ। তিনি বলেন, পঁচাত্তরের ৭ নভেম্বরের চেতনায় দেশ ও প্রবাসে বাংলাদেশি জাতীয়তাবাদের চেতনা লালনকারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরির জন্য। ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরাচারের পতন ঘটলেও তার প্রেতাত্মা এখনো প্রশাসনে বহাল রয়েছে। তাই চোখ-কান খোলা রাখতে হবে যে কোনো ষড়যন্ত্র রুখে দিয়ে গণতান্ত্রিক সমাজব্যবস্থার প্রত্যাশা পূরণের জন্য। তিনি আরো বলেন, অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠায় প্রবাসী বাংলাদেশিদেরও ভূমিকা রয়েছে। তাই তিনি এই সরকারে প্রবাস থেকে উপদেষ্টা নিয়োগের আহ্বান জানান। এছাড়াও আগামী জাতীয় সংসদ নির্বাচনেরও প্রবাসীদের কোটা দাবি করেন।

বিশেষ বক্তা ছিলেন নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব ফয়েজ চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহকারী আন্তর্জাতিক সম্পাদক সাইফুর খান হারুন, যুক্তরাষ্ট্র শ্রমিকদলের সভাপতি জাহাঙ্গীর এম আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক খোরশেদ আলম। অনুষ্ঠান পরিচালনা করেন বাদল মির্জা, তবীর হোসেন ও আনোয়ার হোসেন টিপু।

সাইফুর খান হারুণ বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, সংস্কারের নামে সময়ক্ষেপণের কোনো সুযোগ নেই। আপনারা সময়ক্ষেপণ না করে দ্রুত নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন।

এ সময় বক্তারা বিএনপির দুঃসময়ের কান্ডারি যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি, বর্তমানে কেন্দ্রীয় সদস্য আব্দুল লতিফ সম্রাটকে সামনের নির্বাচনে নড়াইল-১ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নের আহ্বান জানান হাই কমান্ডের প্রতি। গিয়াস আহমদকে দোহার থেকে মনোনয়ন দেওয়ার আহ্বান জানানো হয়।

সমাবেশে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর হাসাইন, কাজী আমিনুল ইসলাম স্বপ্ন, জহির খান, আনোয়ার হোসেন, এহতেশামুল হক ফূয়াদ, ইব্রাহিম, ফখরুল ইসলাম, বেলায়েত হোসেন, তানভীর চৌধুরী, রাজু আহমেদ, আনোয়ারুল্লাহ স্বপন, হাবিবুর রহমান, কবীর হোসেন, মোহাম্মদ রাশেল, খায়রুল আলম, কায়সার নাঈম, হাবিব রহমান, নাজিম উদ্দিন, নূরুল আহমেদ মোমস্তফা কামাল।

অনুষ্ঠানকে সফল এবং স্বার্থক করার জন্য সভাপতি খোরশেদ আলম সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোাষণা করেন।

শেয়ার করুন