০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ০২:২৭:১৫ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


বিজয় দিবসে মানিক মিয়ায় ‘সার্বজনীন কনসার্ট’
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১১-১২-২০২৪
বিজয় দিবসে মানিক মিয়ায় ‘সার্বজনীন কনসার্ট’ বাংলাদেশের জাতীয় পতাকা


গত ১০ ডিসেম্বর মঙ্গলবার সকালে গুলশানে উদয় টাওয়ারে এক সংবাদ সম্মেলনে সার্বজনীন কনসার্টের আয়োজক সংগঠন ‘সবার আগে বাংলাদেশ’ এর আহ্বায়ক সাবেক ছাত্র নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এই ঘোষণা দেন, যিনি বিএনপির যুগ্ম মহাসচিবও।

তিনি বলেন, গত ১৫ থেকে ১৬ বছর বাংলাদেশের মানুষ বিজয় দিবস উদযাপন করতে পারেনি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নানা অত্যাচার, অনাচারের মুখে পড়তে হয়েছে। তাই জাতিকে একত্রিত করার মধ্য দিয়ে এবারের বিজয় দিবস পালনের উদ্যোগ নেয়া হয়েছে। বিজয় দিবসে আমরা নতুন প্রত্যাশা নিয়ে, নতুনভাবে বাংলাদেশের জনগণ ও নতুন প্রজন্মের কাছে হাজির হব। ১৬ ডিসেম্বর বিকেল ৩টা থেকে মানিক মিয়া এভিনিউতে এই কনসার্ট অনুষ্ঠিত হবে।

সার্বজনীন কনসার্টে এককভাবে গাইবেন, শিল্পী সৈয়দ আব্দুল হাদী, খুরশিদ আলম, কনকচাঁপা, বেবী নাজনীন, মনির খান, কণা, ইমরান, প্রীতম, মৌসুমী ও জেফার। কনসার্টে ব্যান্ড দল- নগরবাউল, ডিফারেন্ট টাচ, আর্ক, সোলস, শিরোনামহীন, আর্টসেল, অ্যাভয়েড রাফা ও সোনার বাংলা সার্কাস সংগীত পরিবেশন করবে। আয়োজকরা জানান, এই কনসার্টে কোনো শিল্পী আনা হবে না।

সবার আগে বাংলাদেশ’ সংগঠনটি দেশীয় সংস্কৃতি রক্ষার প্রত্যয় নিয়ে মঙ্গলবার এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আত্মপ্রকাশ ঘটে। এ্যানি বলেন, সবার আগে বাংলাদেশ একটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। আমরা দেশীয় কৃষ্টি ও সংস্কৃতিকে প্রাধান্য দিয়ে দেশের তরুণ, ছাত্র, যুবশক্তিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছি। আমাদের বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি ধরে রাখতে হবে। বাংলাদেশ স্বাধীন হয়েছে দিল্লির আনুগত্য করার জন্য নয়। আমরা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি তুলে ধরতে চাই এই উদ্দেশ্য নিয়ে আমাদের যাত্রা শুরু করলাম।

সংবাদ সম্মেলনে বিএনপির রশিদুজ্জামান মিল্লাত, সুলতান সালাউদ্দিন টুকু, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানি, যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, মিডিয়া সেলের আতিকুর রহমান রুমন, জাহিদুল ইসলাম রনি, এহসান মাহমুদ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন