টানা ২৪ বছর একটি অনুষ্ঠানের আয়োজন করা চাট্টিখানি কথা নয়। তা-ও আবার বাংলাদেশের চলচ্চিত্র, টিভি এবং সংগীতাঙ্গনের শিল্পীদের এনে। বাংলাদেশ থেকে দুই ডজনের বেশি শিল্পী এনে আটলান্টিকের এপারে অনুষ্ঠান করা অত্যন্ত ব্যয়বহুল এবং কষ্টসাধ্যও বটে। আর সেই কাজটি টানা ২৪ বছর ধরে করে যাচ্ছেন শোটাইম মিউজিকের প্রেসিডেন্ট আলমগীর খান আলম। যদি তার পাশে ছায়ার মতো সহযোগিতায় রয়েছেন-গোল্ডেন এজ হোম কেয়ার, তার বন্ধু নূরুল আজিমসহ আরো কয়েকজন সুহৃদ। হাত বাড়িয়েছেন শুভাকাঙ্ক্ষীরা। যে কারণে অসাধ্যকে সাধন করেছেন আলমগীর খান আলম। তারই ধারাবাহিকতায় ঢালিউড অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজক করা হয় শনিবার সন্ধ্যায় নিউইয়র্কের কুইন্স থিয়েটার অডিটোরিয়ামে। অনুষ্ঠানে দেশ এবং বিদেশে বাংলা সংস্কৃতির বিভিন্ন শাখায় অবদান রাখা শিল্পীদের মূল্যায়ন করে এই অনুষ্ঠানে সম্মাননা তুলে দেওয়া হয়।
নিউইয়র্কের শোটাইম মিউজিকের স্বত্বাধিকারী আলমগীর খান আলম মঞ্চে এক এক করে ২৭ জন ভাগ্যবান শিল্পী-কলাকুশলীর নাম ঘোষণা করেন। বাংলাদেশি কণ্ঠশিল্পী অভিনেতা-অভিনেত্রী ছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে যুক্তরাষ্ট্র প্রবাসী উদীয়মান শিল্পী-কলাকুশলী ও ব্যবসায়ী পেয়েছেন বেশ কয়েকটি পুরস্কার। সেরা অভিনেত্রী ওয়েব দীঘি (গাইয়ান), সেরা অভিনেতা ওয়েব ফিল্ম মামনুন ইমন (মায়া), সেরা নাট্য অভিনেত্রী সাফা কবির (বেড নং ৩), সেরা নাট্য অভিনেতা জিয়াউল হক পলাশ (শেষমেশ), সেরা ওটিটি ওয়েব সিরিজ জিয়াউল ফারুক অপূর্ব (গোলাম মামুন), লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড অমিত হাসান, সেরা উপস্থাপক নীল হুরের জাহান, সেরা লোক গায়ক বিন্দু কণা, সেরা লোক গায়ক অনন্যা ইয়াসমীন অঙ্কন, শ্রেষ্ঠ লালন গায়ক লায়লা। বিশেষ পুরস্কার সংগীত প্রতীক হাসান, বিশেষ পুরস্কার সংগীত সেলিম চৌধুরী, সেরা অভিনেত্রী ২০২৪ থিয়েটার এবং মিডিয়া জেরিন কাশফি রুমা, বিশেষ পুরস্কার বিষয়বস্তু নির্মাতা রবিন রাফান, মেগা সিরিয়ালের সেরা অভিনেত্রী লামিমা লাম (ব্যাচেলর পয়েন্ট), সেরা নাট্য অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া, সেরা গায়ক ইউএসএ শামীম সিদ্দিকী, লিমন চৌধুরী, জারিন মাইশা, বিশেষ পুরস্কার প্রিসিলা (ইউটিউব সুপারস্টার), বছরের সেরা উদ্যোক্তা পুরস্কার শাহ নেওয়াজ, নারী উদ্যোক্তা পুরস্কার ড. শাহজাদী পারভিন, শাহীন হোসেন, নারী উদ্যোক্তা পুরস্কার মুনমুন হাসিনা বারী, ঢালিউড উদ্যোক্তা পুরস্কার নুরুল আমিন বাবু, নুরুল আজিম ও মো. খলিলুর রহমান। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে চলে নাচ ও গান। সংগীত পরিবেশন করেন পুরস্কারপ্রাপ্ত শিল্পী-কলাকুশলীরা।
গোল্ডেন এজ হোম কেয়ার ২৪তম ঢালিউড অ্যাওয়ার্ডস পাওয়ার্ড বাই রিভারটেল, স্পন্সর ওয়াশিংটন ইউনিভার্সিটি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ও আবাসন ব্যবসায়ী ও সিইও বিগ আপেল হোম কেয়ার নুরুল আজিম, ঢাকা জেলা অ্যাসোসিয়েশন ইউএসের সভাপতি দুলাল বেহেদু ও ব্যবসায়ী নুরুল আমিন বাবু, অ্যাটর্নি মঈন চৌধুরী, শাহ জে. চৌধুরী।
ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড পেলন অভিনেত্রী জেরিন কাশফী রুমা
থিয়েটার অ্যান্ড মিডিয়া ক্যাটাগরিতে মিশরীয় নাট্যকার তাওফিক আল হাকিমের সুলতানুজ জান্নাম নাটক অবলম্বনে সময় সাংস্কৃতিক গোষ্ঠীর শেষ সংলাপ নাটকের মহাতারেমা চরিত্রে অসামান্য অভিনয় এবং সামগ্রিক থিয়েটারে অবদানের জন্য অভিনেত্রী অ্যাওয়ার্ড লাভ করেন মঞ্চের বেগম সাহেবাখ্যাত অভিনেত্রী জেরিন কাশফী রুমা। রুমা বলেন, কৃতজ্ঞতা শোটাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলমকে। বিপুলসংখ্যক দেশ বিদেশের শিল্পীদের উপস্থিতিতে অভিনেত্রী রুমার হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেন অভিনেতা, মডেল ও গায়ক জিয়াউল ফারুক অপূর্ব।
১৯৯০ সাল থেকে নিয়মিত দেশ বিদেশে ২০-এর অধিক নাটকের অন্যতম প্রধান চরিত্রাভিনেত্রী এবং প্রায় পাঁচ শতাধিক রজনীর অভিনয় শিল্পী জেরিন কাশফী রুমা বহির্বিশ্বে এরকম বিশাল প্ল্যাটফর্ম থেকে মঞ্চাভিনয়ের এ স্বীকৃতির অ্যাওয়ার্ড পেয়ে গর্বিত এবং আনন্দিত। অ্যাওয়ার্ডপ্রাপ্তির অনুভূতি জানিয়ে তিনি বলেন, অভিনয় জীবনে আমার এ অর্জন এক অর্থে সব থিয়েটার কর্মীরই অর্জন। মিডিয়ার সব শাখার পাশাপাশি থিয়েটার শাখাকে এরকম অ্যাওয়ার্ড ক্যাটাগরির আয়োজনে অন্তর্ভুক্তি করা, আমাকে মনোনয়ন দেওয়া এবং সম্মানিত জুরি সদস্যদের বিবেচনায় নির্বাচিত করায় আয়োজক সংস্থা পরিবারের সকল সদস্য এবং শোটাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলমের প্রতি আমার গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আনন্দের এই মুহূর্তকে হৃদয়ে ধারণ করে আসামিতে আমার সোলো পারফরম্যান্স উপমহাদেশের আনপ্যারালাল ক্লাসিক্যাল শিল্পীর জীবন আশ্রিত নাটক ‘মাই নেম ইজ গহরজান’-এর প্রাক-প্রস্তুতি শুরু করছি।