ধর্মীয় আবহে ভাবগম্ভীর পরিবেশে সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রবাসের মাদার সংগঠন হিসাবে পরিচিত বাংলাদেশ সোসাইটির উদ্যোগে প্রবাসে জন্ম নেয়া এবং বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে ক্বেরাত প্রতিযোগিতা এবং সেই সঙ্গে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি গত ৯ মার্চ উড হ্যাভেনের জয়া হল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। ইফতার ও দোয়া মাহফিলে নারী-পুরুষ, যুবক ও নতুন প্রজন্মের উপস্থিতিতে পুরো অডিটোরিয়াম কানায় কানায় ভরে যায়। চেয়ার টেবিল না থাকায় অনেককে দাঁড়িয়ে থেকে ইফতার করতে দেখা যায়। লোকজনের উপস্থিত খেসরাতও দিতে হয়েছে আয়োজকদের। ইফতার ছিলো না পর্যাপ্ত। ইফতার পায়নি অনেকে। ইফতারের মানও ছিলো নিম্নমানের। ইফতার না পেয়ে কেউ কেউ বাসায় এসে ইফতার করেছেন। তার মধ্যে কার্যকরি কমিটির সদস্যও ছিলো। তবে এ নিয়ে প্রকাশ্যে কারো ক্ষোভ ছিল না। ক্ষোভ ছিল কেন এই রেস্টুরেন্টে বাংলাদেশ সোসাইটির ইফতার।
বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম ও সেক্রেটারি মোহাম্মদ আলীসহ অন্য কর্মকর্তারা অতিথিদের বরণ করে নেন। অনুষ্ঠানে সোসাইটির সাবেক কর্মকর্তাসহ বিশেষ অতিথিদের মঞ্চে পরিচয় করিয়ে দেওয়া হয়। সভপতি আতাউর রহমান সেলিম সবার খোঁজ খবর নেন। অনুষ্ঠানের সাজ, পরিবেশনা ও মূল পরিকল্পনা সুন্দর কাজের পিছনে প্রধান কারিগর সোসাইটির জনসংযোগ ও প্রচার সম্পাদক রিজু মোহাম্মদের নাম বারবার উচ্চারিত হয়।
ইফতারের পূর্বে অনুষ্ঠান পরিচালনা করেন সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী। অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটের কন্সাল জেনারেল নাজমুল হুদা, সাবেক সভাপতি ড: মাইনুল ইসলাম মিয়া, ডা. ওয়াদুদ ভুইয়া, নার্গিস আহমদ, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম হাওলাদার, রুহুল আমিন সিদ্দীকী, উপদেষ্টা আজিমুর রহমান বুরহান ও ওয়াসী চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান, আহ্বায়ক কামরুজ্জামান কামরুল, প্রধান সমন্বয়কারী এ বি সিদ্দিক পাটোয়ারি। ইফতার অনুষ্ঠানের পূর্বে কেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন সমাজ কল্যাণ সম্পাদক জামিল আনসারী। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিচারক শেখ রফিক আহমদ রেফায়ী, ইব্রাহিম কামারা, হাফীজ আবু তাহের ও মাওলানা মোহাম্মদ শহীদুল্লাহ। বিজয়ীরা হলো- তুহিন মোজাহিদুল ইসলাম, ওয়ালী রাহিম, আব্দুর রহমান সালেহ। মেয়েদের মধ্যে ইয়াহিয়া মিজদাদ, মোশরাকী আলম, মেহের মারিয়াম মোনওয়ারা। এ সময় মঞ্চে উপবিষ্ট ছিলেন গ্র্যান্ড স্পনসর, গোল্ডেন এজ হোম কেয়ারের প্রেসিডেন্ট ও সাপ্তাহিক আজকালের সম্পাদক শাহ নেওয়াজ, কনসাল জেনারেল নজমুল হুদা, সাবেক সভাপতি আব্দুর রব মিয়া, রিয়েল এস্টেট ব্যবসায়ী নুরুল আজিম, ডা. এনামুল হক, রিয়েল এস্টেট ব্যবসায়ী নাঈম টুটুল, বিশিষ্ট ব্যবসায়ী নওশাদ হায়দার। ক্বেরাত প্রতিযোগিতা পরিচালনা করেন মোহাম্মদ শহিদুল্লাহ। জানা যায়, তিন বরো থেকে ১১৫ জনের ওপরে অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায়। অনুষ্ঠানের এক পর্যায়ে সেক্রেটারি মোহাম্মদ আলী বর্তমান কমিটির সবাইকে পরিচয় করিয়ে দেন। শুধু তাই নয় সাবেক কর্মকর্তাদেরও পরিচয় করিয়ে দেওয়া হয়। সাবেক সভাপতি হিসাবে মঞ্চে উপস্থিত ছিলেন ডা. মইনুল ইসলাম মিয়া, নার্গিস আহমদ, ডা. ওয়াদুদ ভুইয়া, আক্তার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক রাব্বী মোহাম্মদ খোকন, বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তা তপন জামান, কাজী শাখাওয়াত হোসেন আজম, কাজী তোফায়েল ইসলাম, কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম ভূইয়া রুমি, শাহ মিজানুর রহমান, নির্বাচন কমিশনের সদস্য মোহাম্মদ হাকিম মিয়া, ইউনুস সরকার, সৈয়দ এমকে জামান, সাবেক সহ-সভাপতি ফারুক চৌধুরী, সন্দ্বীপ সোসাইটির সভাপতি ফিরোজ আহমেদ, রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের সাবেক সভাপকি মামুুন মিয়াজি, আতিকুল ইসলাম জাকির, শাহনাজ লিপি, মাইনুল উদ্দীন মাহবুব, সাবেক কোষাধ্যক্ষ নওশাদ হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশনের বদরুল হাকিম গ্রুপের সভপতি বদরুল হোসেন খান, সাধারণ সম্পাদক রোকন হাকিম, সাবেক সভাপতি বদরুন নাহার খান মিতা, ময়নুল হক চৌধুরী হেলাল, বিয়ানীবাজার সমিতির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদত রেজাউল আলম অপু, জসীম ভুইয়া, জেবিবিএর সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়মান, আইন বিশেষজ্ঞ মজিবর রহমান, রুমানা আহমেদ, সাজ্জাদ হোসাইন, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার, ট্রাস্টি বোর্ডের সদস্য মোস্তফা কামাল পাশা বাবুল, সফি তালুকদার, সোসাইটির সাবেক কর্মকর্তা ফারহানা চৌধুরী, নিউইয়র্ক স্টেট সিনেটর জন লু, অ্যাসেম্বলিওমান জেনিফার রাজকুমার, নূরে আলম জিকো, মাওলানা আবুল কালাম, বিশিষ্ট ব্যবসায়ী দুলাল বেহেদু, মাওলানা রশীদ আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ খলিলুর রহমান, চৌধুরী সালেহ, মেয়র অফিসের প্রতিনিধি মীর বাশার, প্রফেসর মুন্না, ইঞ্জিনিয়ার আব্দুল খালেক, জাবেদ উদ্দিন, জাহাঙ্গীর সরোয়ার্দী, সাবেক কর্মকর্তা কাজী আজহারুল হক মিলন, শিল্পী রানো নেওয়াজ, সাংস্কৃতিক সম্পাদক অনিক রাজ, রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের উপদেষ্টা আমিন খান জাকির, সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য আব্দুল হাসিম হাসনু, এম এ বাতিন, সাবেক কর্মকর্তা সালামত উল্যাহ, গোলাম এম হায়দার মুকুট, সাবেক কর্মকর্তা সারওয়ার খান বাবু, আক্তার হোসেন, একেএম রফিকুল ইসলাম ডালিম প্রমুখ।
সংগঠনের সভপতি আতাউর রহমান সেলিম সমাপনী বক্তব্যে সবার উপস্থিতির জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে সমাপ্ত ঘোষণা করেন এবং ভুলত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করেন।