প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন বৃহত্তর কুমিল্লা সমিতি যুক্তরাষ্ট্র ইনকের ইফতার ও দোয়া মাহফিল ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয় বাংলাদেশি অধ্যুষিত ব্রুকলিনের রাঁধুনি রেস্টুরেন্ট। ইফতার ও দোয়া মাহফিলে কুমিল্লাবাসীসহ প্রবাসের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ। সবার সরব উপস্থিতিতে ইফতার মাহফিল সৌহার্দ্য সম্প্রীতির এক অনন্য নজির উপস্থাপিত হয়।
গত ১৬ মার্চ অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডাক্তার মোহাম্মদ ইনামূল হক এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ এ ছিদ্দিক পাটোয়ারী। ইফতার ও দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ইউনুস সরকার, আহ্বায়ক হাজি মোহাম্মদ নুরুল ইসলাম, সদস্য সচিব আব্দুল হান্নান ভূঁইয়া, প্রধান সমন্বয়কারী হাজি মো. ঈসমাইল মিয়া। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলাম মাছুম। সার্বিক সহযোগিতায় ছিলেন মোহাম্মদ মামুন মিয়াজী, বাসেদ ভূঁইয়া, সোহেল গাজী, নাজমুল হাসান মামুন, মিয়া মোঃ দুলাল, আবুল খায়ের আখন্দ, সালাহউদ্দিন জাহিদ, মো. আলমগীর হোসেনসহ কার্যকর কমিটির সদস্যবৃন্দ। বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন- মোহাম্মদ শামসুদ্দিন শামীম, মো. আমিন খান জাকির, মোহাম্মদ আক্তার হোসেন, রেজাউল করিম, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজুল ইসলাম সরকার, রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরে আলম মনির, মোহাম্মদ মোবারক হোসেন, মোহাম্মদ আজাদ, মোহাম্মদ কামাল প্রমুখ।
ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন সভাপতি ডা. ইনামুল হক এবং সাধারণ সম্পাদক এ সিদ্দিক পাটোয়ারি।