১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ০৮:২৬:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ইমাম নিহতের ঘটনায় টার্নারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন ম্যানহাটনে মুসলিম মহিলাকে ছুরিকাঘাত, আলবার্টকে ১১ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহত, প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ ট্রাম্পের কড়াকড়িতে অভিবাসী শ্রমিক কমলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শ্রমিকদের বেকারত্ব বেড়েছে ওয়াশিংটনের ন‍্যাশনাল প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে সভা মধ্যবর্তী নির্বাচন পরিচালনার নিয়ম বদলাতে মরিয়া ট্রাম্প জামায়াতের সাথে মার্কিন প্রতিনিধিদের বৈঠক নিয়ে নানা গুঞ্জন এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি বাংলাদেশ গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায় বাংলাদেশের সঙ্গেও ক্রিকেটে ভারতীদের ভূ-রাজনীতি


নিউইয়র্ক বাংলাদেশি-আমেরিকান লায়ন্স ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৪-০৬-২০২৫
নিউইয়র্ক বাংলাদেশি-আমেরিকান লায়ন্স ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল ঘোষণা করছেন অ্যাটর্নি মঈন চৌধুরী


নিউইয়র্ক বাংলাদেশি-আমেরিকান লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০-আর২-এর ২০২৫-২০২৬ কার্যকরি পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। গত ২৭ মে জ্যাকসন হাইটসের ৭৪ স্ট্রিটস্থ সানাই রেস্টুরেন্টের পার্টি হলে আয়োজিত এই নির্বাচনে পাঁচজন নির্বাচন কমিশনারের মধ্যে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন অ্যাটর্নি মঈন চৌধুরী, নির্বাচন কমিশনারা হলেন এম মতিউর রহমান, রেজা রশিদ, আব্দুর রহিম হাওলাদার ও আমেনা নেওয়াজ।

সন্ধ্যা থেকে নির্বাচন কার্যক্রম শুরু হয়ে চলে রাত ১০টা পর্যন্ত। এরপর শুরু হয় ভোট গণনা। রাত প্রায় ১২টায় ফলাফল ঘোষণা করা হয়। এবারের নির্বাচনে নিউইয়র্ক বাংলাদেশি-আমেরিকান লায়ন্স ক্লাবের ২০২৫-২০২৬ কার্যকরি পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন জে এফ এম রাসেল, তিনি সর্বমোট ভোট পেয়েছেন ৮৫টি। সাধারণ সম্পাদক নির্চাচিত হয়েছেন মো. মশিউর রহমান মজুমদার, তিনি মোট ভোট পেয়েছেন ৯১টি। মাসুদ রানা তপন এবারের ভোটে বিনা প্রতিদ্বন্দ্বীতায় ট্রেজারার নির্বাচিত হয়েছেন। ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট হয়েছেন এ কে এম আব্দুর রশিদ। তার প্রাপ্ত ভোটের সংখ্যা ৭৯টি। 

দুইজন ভাইস প্রেসিডেন্ট হলেন- হালিম আব্দুল্লাহ (কামরুল মজুমদার) ও মো. রুহুল আমিন, কামরুল মজুমদারের মোটপ্রাপ্ত ভোটের সংখ্যা ৬০টি এবং রুহুল আমিন পেয়েছেন ৯২টি ভোট।

এবারে ভোটাররা ১১ জন ডিরেক্টর নির্বাচন করেছেন। অ্যালফাবেটিক্যালি তাদের নাম ও প্রাপ্ত ভোটের সংখ্যা যথাক্রমে- এ টি এম হেলালুর রহমান, মোটপ্রাপ্ত ভোট ৮৮টি। এ এস এম উদ্দিন (পিন্টু), মোটপ্রাপ্ত ভোট ১০০টি। ডেইজি ইয়াসমিন, মোটপ্রাপ্ত ভোট ৭৩টি। কামরুল হাসান, মোটপ্রাপ্ত ভোট ৬৯টি। মোহাম্মদ এ জামান, মোটপ্রাপ্ত ভোট ৬৬টি। মোহাম্মদ হোসেন জাকির, মোটপ্রাপ্ত ভোট ৫৮টি। মোহাম্মদ এ কাশেম, মোটপ্রাপ্ত ভোট ৫৩টি। মো. জেড রহমান (আকাশ রহমান), মোটপ্রাপ্ত ভোট ৪৬টি। মো. মফিজুর রহমান, মোটপ্রাপ্ত ভোট ৭৫টি। মোহাম্মদ আহসানুল হক (বাবুল) মোটপ্রাপ্ত ভোট ৫১টি ও মো. মনিরুল ইসলাম, মোটপ্রাপ্ত ভোট ৬৫টি।

নির্বাচনে উপস্থিত ছিলেন- লায়ন ডিস্ট্রিক্ট ২০-২আরের গভর্নর (ইলেক্ট) আসেফ বারী টুটুল ও ভাইস গভর্নর শাহ নেওয়াজ। উভয়েই বিজয়ীদের অভিনন্দন জানান।

শেয়ার করুন