০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ০৯:১৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


বৃহত্তর নোয়াখালী সোসাইটি নির্বাচনের প্রস্তুতি
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৯-০৭-২০২২
বৃহত্তর নোয়াখালী সোসাইটি নির্বাচনের প্রস্তুতি সদস্যপদ গ্রহণের সময় কর্মকর্তাবৃন্দ


করোনা মহামারীর কারণে প্রবাসে অনেক সংগঠনের নির্বাচন কন্ধ হয়ে যায়। যার মধ্যে বৃহত্তর নোয়াখালী সোসাইটি অন্যতম। প্রবাসে বৃহত্তর নোয়াখালী সোসাইটি একটি আদর্শিক এবং অনুকরণীয় সংগঠন। বিশেষ করে সাবেক সভাপতি আব্দুর রব মিয়া, বর্তমান সভাপতি নাজমুল হাসান মানিক এবং সাধারণ সম্পাদক জাহিদ মিন্টুর নেতৃত্বাধীন কমিটি এই সংগঠনকে অনুকরণীয় সংগঠনে পরিণত করেছেন। তাদের যোগ্য নেতৃত্বে বাংলাদেশি অধ্যুষিত ব্রæকলিনে এই সংগঠনের দুটো নিজস্ব ভবন রয়েছে। প্রবাসে বৃহত্তর নোয়াখালী সোসাইটির চেয়েও বড় আঞ্চলিক সংগঠন রয়েছে কিন্তু যোগ্য নেতৃত্বের অভাবে তাদের কোনো ভবন এখনো পর্যন্ত নেই। কিন্তু জাহিদ মিন্টু এই অসাধ্য সাধন করেছেন। সেই বৃহত্তর নোয়াখালী সোসাইটির নির্বাচনী পালে হাওয়া লেগেছে। করোনার পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় বৃহত্তর নোয়াখালী সোসাইটির কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে। গত ৩০ জুন ছিলো বৃহত্তর নোয়াখালী সোসাইটির সদস্য পদ গ্রহণের শেষ সময়। নোয়াখালী সোসাইটির নিজস্ব ভবনে এই সদস্য পদ গ্রহণ করা হয়। এই সময় উপস্থিত ছিলেন বৃহত্তর নোয়াখালী সোসাইটির সভাপতি নাজমুল হাসান মানিক, সাবেক সভাপতি আব্দুর রব মিয়া, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হাজী মফিজুর রহমান, উপদেষ্টা পরিষদের সদস্য মাইন উদ্দিন মাহবুব, বর্তমান সাধারণ সম্পাদক জাহিদ মিন্টু, সাবেক সাধারণ সম্পাদক তাজু মিয়া, কোষাধ্যক্ষ মহিউদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইউছুপ জসীম, সালেহ আহমেদ রুবেল, গোলাম কিবরিয়া মিরণসহ ট্রাস্টি বোর্ড, উপদেষ্টা পরিষদ এবং কার্যকরি কমিটির অন্যান্য সদস্যরা।

সাধারণ সম্পাদক জাহিদ মিন্টু জানান, সব মিলিয়ে বৃহত্তর নোয়াখালী সোসাইটির সদস্য সংখ্যা প্রায় ২৩ শত। এর মধ্যে লাইফ মেম্বার রয়েছেন প্রায় ১৫শ। এরাই আগামী নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। ইতিমধ্যে নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া চলছে। আগামী কয়েক দিনের মধ্যেই নির্বাচন কমিশনের নাম ঘোষণা করা হবে। বৃহত্তর নোয়াখালী সোসাইটির সাধারণ সভা অনুষ্ঠিত হবে আগামী ২০ আগস্ট এবং নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৬ অক্টোবর। ইতিমধ্যেই হল ফাইনাল করা হয়েছে। নির্বাচন কমিশনের নাম ঘোষণার পরপরই নির্বাচনী প্রক্রিয়া শুরু হবে।


শেয়ার করুন