২৯ মার্চ ২০১২, শুক্রবার, ০২:১৮:৩৪ অপরাহ্ন


মুন্সীগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশনের জমজমাট বনভোজন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৩-০৭-২০২২
মুন্সীগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশনের  জমজমাট বনভোজন


প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন মুন্সীগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বার্ষিক বনভোজন জমজমাট আয়োজনে গত ৩ জুলাই নিউজার্সির প্রকৃতিক সৌন্দর্যের লীলাভূমি মারসার কাউন্টি পার্কে অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে নিউইয়র্কের বিভিন্ন স্পট থেকে বাস ছাড়াও শতাধিক প্রাইভেটকারযোগে মুন্সীগঞ্জ বিক্রমপুরবাসী পিকনিক স্পটে রওয়ানা দেন। এ ছাড়া বনভোজনে কমিউনিটির সর্বস্তরের শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। লোকজন পিকনিক স্পটে পৌঁছার সাথে সাথেই সকালের নাশতা পরিবেশন করা হয়। এর কিছুক্ষণ পরেই তরমুজ এবং হটডগ পরিবেশন করা হয়।

নাশতা শেষে আমন্ত্রিত অতিথি এবং মুন্সীগঞ্জ বিক্রমপুরের গণ্যমান্য ব্যক্তিদের দিয়ে বেলুন উড়িয়ে বনভোজনের উদ্বোধন করা হয়। এই সময় উপস্থিত ছিলেন নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটের সাবেক ফার্স্ট সেক্রেটারি শামীম হোসেন, বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনে সভাপতি প্রার্থী মোহাম্মদ আব্দুর রব মিয়া, বৃহত্তর নোয়াখালী সোসাইটির সভাপতি নাজমুল হাসান মানিক, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক ও মুন্সীগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশনের উপদেষ্টা রুহুল আমিন সিদ্দিকী, বাংলাদেশ সোসাইটির সাবেক সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান, স্মার্ট স্টাফের প্রেসিডেন্ট ও সিইও দুলাল বেহেদু, প্রাইম মাল্টি সার্ভিসের প্রেসিডেন্ট শাহীন এম রেজা, সংগঠনের সভাপতি আব্দুর রব বাবুল, সাধারণ সম্পাদক মোহাম্মদ নওশেদ হোসেন,

বনভোজনের আহ্বায়ক জয়নাল আবেদীন আমান, প্রধান সমন্বয়কারী সাদী মিন্টু, সদস্য সচিব মাসুম বেপারী, যুগ্ম আহ্বায়ক ফেরদৌস ওয়াহিদ, মোহাম্মদ মঈন, মৃদুল হোসেন রতন, যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ জহিরুল ইসলাম, তারেক হাসান খান, আল আমিন শিকদার,সহ-সভাপতি মোহাম্মদ বিল্লাল, মুকুল খান, মোহাম্মদ সোহরাব হোসেন, কোষাধ্যক্ষ আবুল খায়ের আজাদ, সহ-কোষাধ্যক্ষ অধ্যক্ষ শেখ সিরাজ, সাংস্কৃতিক সম্পাদক করিম হাওলাদার, কার্যকরি সদস্য মিঠু হামিদ, শেখ উজ্জ¦ল, আব্দুল কাদের, মোখলেসুর রহমান, অফসার উদ্দীন মৃধা, গাজী মোয়াজ্জেম হোসেন, মোহাম্মদ আইয়ুব, মোহাম্মদ হেলাল (উডসাইড), তুষার আহমদ, আরমান হোসেন, টমাস আহমেদ, রতন হাওলাদার, বাংলাদেশ সোসাইটির সাবেক সমাজকল্যাণ সম্পাদক কাজী তোফায়েল ইসলাম, বাংলাদেশ সোসাইটির সাবেক সাহিত্য সম্পাদক ওয়াহিদ কাজী এলিন, খলিল বিরিয়ানি হাউজের স্বত্বাধিকারী মোহাম্ম খলিলুর রহমান।

খলিল বিরিয়ানির সুস্বাদু খাবার দিয়ে মধ্যাহ্নভোজ করানো হয়। খাওয়া-দাওয়ার পর ছেলেমেয়েদের দৌড় প্রতিযোগিতা, মহিলাদের আকর্ষণীয় পিলো খেলা, বিবাহিত এবং অবিবাহিতদের মধ্যে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক করিম হাওলাদার। সংগীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় শিল্প রোকসানা মির্জা। আকর্ষণীয় র‌্যাফেল ড্র’র সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ নওশেদ হোসেন, সাদী মিন্টু, ফেরদৌস ওয়াহিদ ও তারেক হাসান। র‌্যাফেল ড্রতে ১২টি পুরস্কার দেয়া হয়। প্রথম পুরস্কার স্বর্ণের গহনা, জিতে নেন নওরীন হোসেন। সাধারণ সম্পাদকের কন্যা রাইস জেতে নেন দ্বিতীয় পুরস্কার আইন ফোন প্রো ম্যাক্স। হেলাল জিতে নেন তৃতীয় পুরস্কার ঢাকা নিউইয়র্ক- ঢাকা রিটার্ন টিকেট। মোহাম্মদ আজিজসহ অন্যান্য পুরস্কারও অতিথিরা জিতে নেন।

সভাপতি এবং সাধারণ সম্পাদক বনভোজনে আগত সকল আমন্ত্রিত অতিথি, মুন্সীগঞ্জ বিক্রমপুরবাসীকে ধন্যবাদ জানিয়ে বনভোজনের সমাপ্তি ঘোষণা করেন। 

শেয়ার করুন