২৬ এপ্রিল ২০১২, শুক্রবার, ০৫:৫৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম :


জেএফকে এয়ারপোর্টে কর্মরত বাংলাদেশিদের গেট টুগেদার
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৪-০৮-২০২২
জেএফকে এয়ারপোর্টে কর্মরত  বাংলাদেশিদের গেট টুগেদার


নিউইয়র্কের জ্যামাইকাস্থ একটি রেস্টুরেন্টের মিলনায়তনে গত ২৮ জুলাই সন্ধ্যায়  অ্যাডভোকেট  জামাল আহমেদ জনির সভাপতিত্বে  নিউইয়র্কের কেনেডি এয়ারপোর্টে  (জেএফকে) কর্মরত বাংলাদেশিদের এক গেট টুগেদার  এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রাণবন্ত  আলোচনায় অংশগ্রহণ  করেন মীর নুর নবী, অ্যাডভোকেট ওয়াহিদুর  রহমান,  মির্জা গিয়াস  উদ্দিন মজুমদার,  মোহাম্মদ এস শিকদার,  বিকাশ বড়–য়া,  এম এ গফুর খান, তানজিদা বেগম  ইউসুফ, এম আলমগীর, মোহাম্মদ তাহের  ভুইয়া এবং মেহতাব উদ্দিন প্রমুখ।

আলোচনায় বক্তাদের মতামতের ভিত্তিতে কেনেডি এয়ারপোর্টে কর্মরত বাংলাদেশিদের কল্যাণার্থে জেএফকে বাংলাদেশি ওয়েলফেয়ার  অ্যাসোসিয়েশন নামে একটি সংগঠন প্রতিষ্ঠার সিদ্ধান্ত গৃহীত  হয়। এ ছাড়াও সভায় একটি উপদেষ্টা পরিষদ  ও আহŸায়ক  কমিটি গঠিত হয়। উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন- প্রধান  উপদেষ্টা অ্যাডভোকেট  জামাল  আহমেদ  জনি, উপদেষ্টা অ্যাডভোকেট ওয়াহিদুর  রহমান,  মোহাম্মদ মাহতাব উদ্দিন,  মোহাম্মদ তাহের ভুইয়া, জুবায়ের  আহমেদ  রানা,  মোহাম্মদ তাবেবুর রহমান,  সৈয়দ  জিয়াউস  সামস।

আহŸায়ক কমিটির সদস্যরা হলেন-  আহŸায়ক  মীর নুর  নবী, যুগ্ম  আহŸায়ক  মোহাম্মদ কামাল উদ্দিন,  মির্জা  গিয়াস  উদ্দিন  মজুমদার, সদস্য  সচিব  এম এ গফুর  খান,  সহকারি সদস্য  সচিব   মামুনুর  রহমান  মজুমদার,   সদস্য মোহাম্মদ রফিকুল  ইসলাম,  মোহাম্মদ এস  শিকদার  ইউসুফ, এম আলমগীর  বিকাশ  বড়–য়া, মোহাম্মদ সাওয়ার  জাহান,  সাহেদ  রহমান, গোলাম  সাওয়ার,  সাইফুজ  জামান, শাহ  মোহাম্মদ সাখাওয়াত, মোহাম্মদ শরিফ  উদ্দিন,   জামাল  উদ্দিন  চৌধুরী,  খাজা আহমেদ, মোহাম্মদ সাহেদ আহমেদ, সানজিত  কুমার, সামসুল  আলম, মোহাম্মদ আলী, তানজিদা  বেগম,  সোনিয়া  সুলতানা,  নিরঞ্জন মজুমদার, এহসানুল  করিম,  জিয়াউর   রহমান, মাহবুব  উল্লাহ মিয়া এবং রনি সাহা। সম্পূর্ণ   আয়োজনটি  স্পন্সর  করেন  মীর নুর নবী।


শেয়ার করুন