০৩ মে ২০১২, শুক্রবার, ১০:০৮:২২ পূর্বাহ্ন


বাংলাদেশের তেলের বাজারে অস্থিরতা
নতুন করে আবারও ভোজ্য তেলের দাম বৃদ্ধি
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ০৫-০৫-২০২২
নতুন করে আবারও ভোজ্য তেলের দাম বৃদ্ধি


দেশে আবারও সয়াবিন তেলের দাম বৃদ্ধি করা হয়েছে। খুচরা বাজারে সয়াবিন তেলের দাম লিটার প্রতি ১৮০ টাকা ও বোতলজাত দেল সয়াবিন ১৯৮ টাকা এবং পাম অয়েল সুপার ১৭২ টাকা হারে নির্ধারণ করা হয়েছে। নতুন এ দাম আগামীকাল শুক্রবার (৬ মে থেকে) থেকে কার্যকর করা হয়েছে। 

আজ ৫ মে বৃহস্পতিবার বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এক সভা করে এ দাম নির্ধারণ করে। সভা শেষে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পাচ লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৯৮৫ টাকা নির্ধারন করা হয়েছে। এ ছাড়া পাম সুপার তেলের দাম ১৭২ টাকা নির্ধারিত হয়েছে। 

এদিকে রোজার মধ্যে গত ২০ মার্চ  তেলের দাম ভোক্তা পর্যায়ে কমিয়ে ১৬০ টাকা নির্ধারণ করেছিল সরকার। সে সঙ্হে ৫ লিটার বোতলের দাম ৩৫ টাকা কমিয়ে ১৬০ টাকা করা হয়েছিল। এবং খোলা সয়াবিন ৪ টাকা কমিেিয় ১৩৬ নির্ধারন করেছিল।

তবে ঈদের কদিন আগ থেকেই গুঞ্জন ওঠে দাম বাড়ানোর। ফলে গুদামজাতকারীরা বিভিন্নস্থানে তেল আটকে রেখে কৃত্রিম সঙ্কট তৈরীর চেষ্টা করে।  বাংলাদেশের তেলের বাজারে এক ধরনের অস্থিরতা দেখা যায়। হটাৎ এমন কিভাবে হলো সেটা ঠাহর করা না গেলেও এ দাম বৃদ্ধি যে ওই হটাৎ উধাও’র সঙ্গে যোগসাজোগ ছিল, সেটাই অনুমান করা যাচ্ছে। 


শেয়ার করুন