৩০ এপ্রিল ২০১২, মঙ্গলবার, ১১:২০:২১ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে এবার বন্দুকধারীর গুলিতে তিন আইনশৃংলাবাহিনীর সদস্য নিহত ‘বিশেষ চাহিদা সম্পন্নদের প্রতিভা বিকাশে কোন ধরনের প্রতিবন্ধকতা রাখা যাবে না’ সরকার ও বেসরকারি উদ্যোগে দরিদ্রমুক্ত দেশ গড়ে উঠবে - আসাদুজ্জামান খান কামাল ৭০ শতাংশ মৃত্যু অসংক্রামক রোগে, বাজেটে বরাদ্দ বৃদ্ধির দাবি ‘বিদেশে দেশবিরোধী অপপ্রচারকারীদের বিরুদ্ধে স্থানীয় আইনে ব্যবস্থা নিন’ ভূল স্বীকার করে সরে দাড়ানোয় একজনের বহিস্কারাদেশ প্রত্যাহার বাফেলোতে সন্ত্রাসীদের গুলিতে দুই বাংলাদেশী নিহত ‘শেরে বাংলা আপাদমস্তক একজন পারফেক্ট বাঙালি ছিলেন’ বিএনপির বহিস্কৃতদের জন্য সুখবর! মে দিবসে নয়পল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ


ওয়াশিংটন বিএনপির উদ্যোগে দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
ওয়াশিংটন প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১৫-০৯-২০২২
ওয়াশিংটন বিএনপির উদ্যোগে দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন ওয়াশিংটন বিএনপির সভায় মঞ্চে নেতৃবৃন্দ


ওয়াশিংটন ডিসি বিএনপির উদ্যোগে দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় ভার্জিনিয়ায় অবস্থিত সুফিয়া ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির অডিটোরিয়ামে এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিএনপির ওয়াশিংটন ডিসি শাখার সভাপতি হাফিজ খান সোহায়েল সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ সালেহ মনসুর পরশের সঞ্চালনায় অনুষ্ঠানে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে মোনাজাত পরিচালনা করেন মোহাম্মাদ শফিক মোল্লাহ্। এসময় শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রুহের মাগফিরাত এবং মাদার অব ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি  কামনায় দোয়া করা হয়।

বাংলাদেশের জাতীয় সংগীত এবং বিএনপির দলীয় সংগীত পরিবেশনার পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিএনপির ওয়াশিংটন ডিসি শাখার যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তুহিন স্বাগত বক্তব্যের পর অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি ওয়াশিংটন ডিসি শাখার পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক মীর নাজিউর রহমান নিক্সন, মানবাধিকার সম্পাদক মো. মহসিন মিয়া, ভার্জিনিয়া বিএনপির সদস্য মো. কায়ুম, সাংগঠনিক সম্পাদক দেওয়ান মইনুদ্দিন বিপ্লব, ভার্জিনিয়া বিএনপির সদস্য সচিব তোফায়েল আহমেদ, ওয়াশিংটন ডিসি শাখার সহ-সভাপতি মখলেসুর রহমান লিটন, মজনু মিয়া, কাজী এম রহমান, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, ভার্জিনিয়া শাখা বিএনপির আহ্বায়ক জহির খান ও ওয়াশিংটন ডিসি বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন।

সভাপতির বক্তব্যে হাফিজ খান সোহায়েল বলেন, বাংলাদেশি জাতীয়তাবাদ, ১৯ দফা কর্মসূচি, স্বনির্ভর অর্থনীতি, বহুদলীয় গণতন্ত্র, বাক, ব্যক্তি, সংবাদপত্রের স্বাধীনতা, উন্নয়ন-উৎপাদনের রাজনীতি, ছাত্র-যুব-নারী-কৃষক-শ্রমিক-ব্যবসায়ীদের কল্যাণে বাস্তবভিত্তিক কর্মসূচির কারণেই শহিদ জিয়া জনগণের হৃদয়ের মণিকোঠায় স্থান করে নিয়েছেন। সে কারণেই আওয়ামী লীগ শহিদ জিয়াকে ভয় পায়, সহ্য করতে পারে না তাঁর আকাশচুম্বী জনপ্রিয়তাকে। বর্তমান আওয়ামী দুঃশাসন, গুম, খুন , দুর্নীতি থেকে বাংলাদেশের জনগণকে মুক্ত করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে চলমান আন্দোলনকে প্রবাসে আরো বেগবান করতে উপস্থিত নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।

দ্বিতীয় পর্বে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বিএনপি ওয়াশিংটন ডিসি শাখার সাংস্কৃতিক সম্পাদক তারেকুর রহমান জনি ও প্রচার সম্পাদক রিজওয়ান আনসারি পল্লবের সার্বিক পরিচালনায় সংগীত পরিবেশন করেন মাহবুবা কাইয়ুম, জহিরুল ইসলাম, তালহা রহমান, হেলেনা আক্তার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাস্ট নিউজ সম্পাদক মুশফিকুল ফজল আনসারি, জাহিদ খান, মোশাররফ হোসেন, আরিফুল ইসলাম, মো. জাকির হোসেন, মো. শাহজাহান সিরাজ, জহিরুল ইসলাম, নূর বাহাদুর, মোহাম্মদ সালাহ উদ্দিন ভ‚ইয়া, কবিরুল আলম খান, আলী মোস্তাফিজুর রশিদ কাজল, রেজাউল করিম, মোহাম্মদ শফিক মোল্লা, মনিরুল ইসলাম, হাসান, ফারহানা মইনুদ্দিন প্রমুখ।

শেয়ার করুন