২৯ মার্চ ২০১২, শুক্রবার, ০৬:০৪:২৮ অপরাহ্ন


আইনজীবীর মন্তব্য
ট্রাম্পের দোষীসাব্যস্ত হওয়ার সম্ভাবনা বেশি
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৪-০৯-২০২২
ট্রাম্পের দোষীসাব্যস্ত হওয়ার সম্ভাবনা বেশি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প


হোয়াইট হাউসের সাবেক আইনজীবী টাই কভ বলেছেন, ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার ঘটনায় ডোনাল্ড ট্রাম্পের ভূমিকার কারণে তিনি দোষীসাব্যস্ত হতে পারেন বলে যথেষ্ট সম্ভাবনা রয়েছে। ওইদিন ট্রাম্পের হাজার হাজার সমর্থক বর্তমান প্রেসিডেন্ট বাইডেনের সার্টিফিকেশনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ক্যাপিটল হিলের সামনে জড়ো হন। তারা এক পর্যায়ে ক্যাপিটল ভবনে হামলা চালান।

সাবেক স্পেশাল কাউন্সেলে রবার্ট মুলারের বিরুদ্ধে যে তদন্ত হয় সে সময় টাই কভ হোয়াইট হাউজের প্রতিনিধিত্ব করেছিলেন। টাই কভ সিবিএস নিউজকে বলেছেন, ক্যাপিটল হিলে হামলার ঘটনায় উসকানি দেওয়ার কারণে ডোনাল্ড ট্রাম্প আইনি শাস্তির মুখে পড়তে পারেন এবং এ সম্ভাবনা অনেক বেশি।

চলতি সপ্তাহে অন্য এক পোস্টে টাই কভ বলেন, ফ্লোরিডার মার-আ-লাগো বাড়তি যেসব গোপন নথি পাওয়া গেছে তাতে শাস্তির মুখে পড়ার চেয়ে অনেক বেশি সম্ভাবনা রয়েছে ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার ঘটনায় উসকানি দেওয়ার জন্য।

ওই ঘটনায় ট্রাম্পের বিরুদ্ধে জর্জিয়া, অ্যারিজোনা, পেন্সিলভানিয়া এবং মিশিগানের আদালতে আইনি প্রক্রিয়া চলছে। ২০২১ সালে ৬ জানুয়ারি হামলার ঘটনায় পাঁচজন নিহত হয়েছিল। সম্প্রতি ট্রাম্পের মার-আ-লাগো বাড়িতে এফবিআই বিপুল পরিমাণ গোপন নথিপত্র ও রাষ্ট্রীয় রেকর্ড উদ্ধার করে। এ নিয়ে মার্কিন রাজনীতিতে তোলপাড় চলছে।

শেয়ার করুন