১৯ এপ্রিল ২০১২, শুক্রবার, ১১:৩৪:১৩ অপরাহ্ন


হোয়াইট হাউস ও স্টেট ডিপার্টমেন্টের সামনে ওয়াশিংটন ডিসি বিএনপির বিক্ষোভ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৪-১২-২০২২
হোয়াইট হাউস ও স্টেট ডিপার্টমেন্টের সামনে ওয়াশিংটন ডিসি বিএনপির বিক্ষোভ হোয়াইট হাউসের সামনে ওয়াশিংটন বিএনপির বিক্ষোভ


বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি গত ৯ ডিসেম্বর ওয়াশিংটন ডিসির উদ্যোগে এবং ভার্জিনিয়া ও ম্যারিল্যান্ড শাখার সহযোগিতায় বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, রাজনৈতিক মিথ্যা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদসহ অন্যান্য নেতাকর্মীকে গ্রেফতার এবং বিএনপি অফিসে হামলার প্রতিবাদে এবং বিচার দাবিতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির স্টেট ডিপার্টমেন্টে এবং হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সরকার কর্তৃক গুম, খুন এবং মানবাধিকার লঙ্ঘনের ছবি সংবলিত প্ল্যাকার্ড, ফেস্টুন ও ব্যানার নিয়ে বিপুলসংখ্যক নেতাকর্মী এ সমাবেশে অংশগ্রহণ করেন। সমাবেশ শেষে স্টেট ডিপার্টমেন্টের প্রতিনিধির কাছে স্মারকলিপি প্রদান করা হয়। সমাবেশে বক্তারা বাংলাদেশ সরকার কর্তৃক অব্যাহত গুম, খুন, হামলা, মামলা, মানবাধিকার লঙ্ঘনের বিস্তারিত বর্ণনা করে এর প্রতিকারের বিষয়ে মার্কিন প্রাশসনের হস্তক্ষেপ কামনা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বাংলাদেশে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান। সমাবেশে বক্তব্য প্রদান করেন বিএনপি ওয়াশিংটন ডিসি শাখার সভাপতি হাফিজ খান সোহায়েল, সাধারণ সম্পাদক জাকির হোসেন, বিএনপি ভার্জিনিয়া শাখার আহ্বায়ক জহির খান, সদস্য সচিব তোফায়েল আহমদ, ম্যারিল্যান্ড বিএনপির সভাপতি শাহীদ খান প্রমুখ।

সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপি ওয়াশিংটন ডিসি শাখার সহ-সভাপতি কাজি এম রহমান, মজনু মিয়া, জাহিদ খান, মো. মোশাররফ হোসেন, মুখলেসুর রহমান, সাংগঠনিক সম্পাদক দেওয়ান মইনুদ্দিন বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ সালেহ, পরশ, যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন ভুঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল মুক্তাদির ও জহিরুল ইসলাম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. শাহজাহান সিরাজ, পরিবেশ ও জলবায়ুবিষয়ক সম্পাদক মীর নাজিউর রহমান নিক্সন, রাশেদ কামার, মানবাধিকার সম্পাদক মো. মহসিন মিয়া, কবিরুল আলাম খান সবুজ, মো. শফিক মোল্লা, রেজাউল করিম, তালহা রহমান, সৈয়দ খান, আলী হায়দার, খালেদা খানম, মো. মোত্তালিব, ভার্জিনিয়া বিএনপির যুগ্ম আহ্বায়ক নেসার আহমেদ  কমিটির সদস্য মহিউদ্দিন আনোয়ার, কামরুন কতা, জাহিদ চৌধুরী, নুরুদ্দিন জামান, কাইয়ুম চৌধুরী, রুহুল ইসলাম, ইউনুস মিয়া, সজিব মোল্লা, গনি মিয়া, কবির খান, আব্দুল আল মামুন, ফরোজ খান, আহমেদ ফিরোজ, আবদুল্লাহ আজাদ, আব্দুল্লাহ আহাদ, তোফাজল শাকদার, শাকিল আহমেদ, জাহিদুর রহমান, ডালুয়ার সোসাইন, মামুনুর রহমান, ম্যারিল্যান্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আলবাব হোসেন সোহাগ ও খালেদ তফাদার।

শেয়ার করুন