১৮ এপ্রিল ২০১২, বৃহস্পতিবার, ০৮:৫৪:৩৮ অপরাহ্ন


মার্কিন নৌবাহিনীতে ধর্মীয় পোশাকের অনুমোদনের সুপারিশ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৯-০৯-২০২২
মার্কিন নৌবাহিনীতে ধর্মীয় পোশাকের অনুমোদনের সুপারিশ


মার্কিক প্রেসিডেন্সিয়াল কমিশন সুপারিশ করেছে যে নৌবাহিনী এবং মেরিন সদস্যদের জন্য মানসম্মত ইউনিফরম বিষয়ক নীতি গ্রহণ করা উচিত। তার অধীনে ধর্মীয় বিশ্বাসের স্থানগুলোকে ঠাঁই দেয়া উচিত। যেমন পাগড়ি, দাড়ি, হিজাব, মাথার টুপি এবং ইহুদিদের মাথার ইয়ারমুলক নামের টুপির ব্যবহার অনুমোদন দেয়া উচিত। এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। এশিয়ান আমেরিকান, নেটিভ হাওয়াইয়ান এবং প্যাসিফিক দ্বীপপুঞ্জ বিষয়ক প্রেসিডেন্টের এডভাইজরি কমিশন গত ২৩ সেপ্টেম্বর শুক্রবার এ বিষয়ে প্রথম রিপোর্ট প্রকাশ করেছে। তাতে বিস্তারিত সুপারিশ উপস্থাপন করা হয়েছে। এসব ১২ মে অনুমোদন দেয়া হয়েছে। ১৯৮১ সালে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ইউনিফরম গাইডলাইন্সে এসব পোষাক নিষিদ্ধ করা হয়। তবে ২০১৭ এবং ২০২০ সালে ইউনিফরম বিষয়ক পলিসি পরিবর্তন করে মার্কিন সেনাবাহিনী ও বিমান বাহিনী। তারা ওইসব সুপারিশ অনুমোদন করে।

কমিশন বলেছে, এখন যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী এবং বিমান বাহিনীতে এই নিয়মটি মানছেন শত শত সার্ভিস সদস্য। কিন্তু নৌবাহিনী এবং মেরিনদের এক্ষেত্রে সীমিত সুযোগ আছে। ফলে দেশের সেবা করতে গিয়ে তাদেরকে ধর্মীয় চর্চা লঙ্ঘন করতে হচ্ছে বাধ্যতামূলকভাবে।

শেয়ার করুন