২৮ এপ্রিল ২০১২, রবিবার, ০৫:৪৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
‘শেরে বাংলা আপাদমস্তক একজন পারফেক্ট বাঙালি ছিলেন’ বিএনপির বহিস্কৃতদের জন্য সুখবর! মে দিবসে নয়পল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ উপজেলা নির্বাচনে অংশ নেয়ার জের, বিএনপির বহিস্কার ৭৬ থাইল্যান্ডের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগে পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান ‘ব্রাজিল থেকে জীবন্ত গরু আনা সম্ভব, তবে প্রক্রিয়া জটিল’ খালেদা জিয়ার সঙ্গে মির্জা ফখরুলের ঘন্টাব্যাপী সাক্ষাৎ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭ জানুয়ারির সংসদ নির্বাচনে গণতান্ত্রিক ধারাবাহিকতা প্রতিষ্ঠা হয়েছে - হাবিবুল মার্কিন পররাষ্ট্র দফতরের প্রতিবেদন অনুমান ও অপ্রমাণিত অভিযোগ নির্ভর- পররাষ্ট্র মন্ত্রনালয়


কক্সবাজারে উন্নয়নশীল অর্থনীতির দেশে উন্নীত হওয়ার উৎসব
সালেক সুফী
  • আপডেট করা হয়েছে : ০৬-০৪-২০২২
কক্সবাজারে উন্নয়নশীল অর্থনীতির দেশে উন্নীত হওয়ার উৎসব বিপুল সম্ভাবনাময় সমুদ্র সৈকত কক্সবাজার : ইন্টারনেট


কঠিন সময়েও উন্নয়নের ধারা বজায় রেখে অনুন্নত দেশ থেকে উন্নয়নশীল অর্থনীতির দেশে উন্নীত হবার জন্য উৎসব বাংলাদেশ করতেই পারে। তবে সময়টা সঠিক কি-না সেই বিষয়ে দ্বিমত থাকতে পারে। সন্দেহ নেই, সরকার কক্সবাজারের মতো সম্ভনাময় সাগর উপকূলের শহরে বিপুল সংখক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের সূচনা করে অত্যন্ত সাহসী এবং প্রশংসনীয় ভূমিকা রেখেছে। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের কক্সবাজার অবশ্যই প্রধানমন্ত্রীর প্রত্যাশা মোতাবেক প্রাচ্য-প্রাতীচ্যের মিলন মোহনা হয়ে গড়ে ওঠার সুযোগ রয়েছে। নিম্ন বর্ণিত অবকাঠামোগুলো উন্নয়ন শেষ হলে অবশ্যই সেই পর্যায়ে উন্নীত হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ, মাতারবাড়ি বহুমুখী বন্ধর উন্নয়ন, কয়লা, এলএনজি, এলপিজি টার্মিনাল, গভীর সমুদ্রবন্দর, বিদ্যুৎ জ্বালানি হাব, চট্টগ্রাম-কক্সবাজার রেলওয়ে যোগাযোগ, কর্তফুলী নদীর তলদেশের টানেল এবং মিরেরসরাই-পতেঙ্গা-কক্সবাজার মেরিন ড্রাইভ, বিশেষায়িত শিল্পাঞ্চল, শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামসহ পূর্ণাঙ্গ ক্রীড়া কমপ্লেক্স, বিদেশিদের জন্য বিশেষ বিনোদন অঞ্চল। 

স্মরণ করছি, ২০১৮ স্থানীয় একটি হোটেলে বিশেষ আয়োজনে একটি  অস্ট্রেলিয়ান কারিগরি কোম্পানির দুইজন শীর্ষ স্থানীয় কর্মকর্তা এবং বাংলাদেশের এনার্জি অ্যান্ড পাওয়ার পত্রিকার সম্পাদকের উপস্থিতিতে এতদাঞ্চলের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সংবাদিকদের জন্য একটি ওয়েবিনারে অংশগ্রহণ করার কথা। আমি কক্সবাজারে বাস্তবায়নাধীন সকল অবকাঠামো উন্নয়ন প্রকল্পসমূহের সুদূরপ্রসারি প্রভাব, চ্যালেঞ্জ এবং ঝুঁকি বিষয়ে উপস্থাপনা এবং প্রশ্নের জবাব দিয়েছিলাম। স্থানীয় সংসদ এবং সুধীজন উপস্থিত ছিলেন।

জানি, রোহিঙ্গা সমস্যা বিষফোঁড়া হয়ে আছে। জানি, ভূমি অধিগ্রহণ নিয়ে অনেক কথিত দুর্নীতির অভিযোগ আছে। জানি, মেজর সিনহা হত্যাকাণ্ডের বিশেষ কারণ আছে। তবুও সময় আছে সমন্বিত পরিকল্পনা করে সব কিছু গুছিয়ে নেয়ার। কিন্তু তড়িঘড়ি কিছু অবকাঠামো গড়ে তুলে কক্সবাজার শহরতলীকে ইতিমধ্যেই স্মার্ট সিটি হিসাবে গড়ে ওঠা বাধাগ্রস্ত করা হয়েছে। অন্যান্য উপকূলীয় দর্শনীয় শহর গোল্ড কোস্ট, সান সাইন কোস্ট, বন্ডাই, মানলির মতো প্রাকৃতিক বায়ু প্রবাহকে বাধাগ্রস্ত করা হয়েছে তবুও মেরিন ড্রাইভের দুই পাশে পরিকল্পিত বিনোদন অবকাঠামো তৈরি করে কক্সবাজারকে অবশ্যই আদর্শ পর্যটন স্বর্গ বানানো যাবে। নগরীতে রূপান্তর করে এতদ অঞ্চলের ক্রীড়া সংস্কৃতির পাদপীঠ হতে পারে কক্সবাজার। প্রয়োজন দুর্নীতি মুখ্য দেশপ্রেমী বাস্তবায়ন আর পরিচালন ব্যবস্থা। দুর্নীতিবাজ আমলা আর সুবিধাবাদী সিন্ডিকেটেদের নিয়ন্ত্রণ করা না হলে সকল প্রচেষ্টা ব্যর্থ হবে।


শেয়ার করুন