২৭ এপ্রিল ২০১২, শনিবার, ১০:২০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
‘শেরে বাংলা আপাদমস্তক একজন পারফেক্ট বাঙালি ছিলেন’ বিএনপির বহিস্কৃতদের জন্য সুখবর! মে দিবসে নয়পল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ উপজেলা নির্বাচনে অংশ নেয়ার জের, বিএনপির বহিস্কার ৭৬ থাইল্যান্ডের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগে পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান ‘ব্রাজিল থেকে জীবন্ত গরু আনা সম্ভব, তবে প্রক্রিয়া জটিল’ খালেদা জিয়ার সঙ্গে মির্জা ফখরুলের ঘন্টাব্যাপী সাক্ষাৎ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭ জানুয়ারির সংসদ নির্বাচনে গণতান্ত্রিক ধারাবাহিকতা প্রতিষ্ঠা হয়েছে - হাবিবুল মার্কিন পররাষ্ট্র দফতরের প্রতিবেদন অনুমান ও অপ্রমাণিত অভিযোগ নির্ভর- পররাষ্ট্র মন্ত্রনালয়


ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাবে- মির্জা ফখরুল
‘বিএনপি এক এগারোর দিবা স্বপ্ন দেখে না’
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২০-১০-২০২২
‘বিএনপি এক এগারোর দিবা স্বপ্ন দেখে না’ বুধবার চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বিএনপি মহাসচিব/ছবি সংগৃহীত


বিএনপি আরেকটা ১/১১ সৃষ্টির দিবাস্বপ্ন দেখছে- আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,‘ এটা (১/১১) ওরা (আওয়ামী লীগ) করেছে তো। সেই অভ্যাস তাদের আছে। সে জন্য তারা এই কথা মনে করে। আমরা কোনো দিবা স্বপ্ন দেখিনা। আমরা স্বপ্ন দেখি, একটা গনতান্ত্রিক বাংলাদেশের, মানুষের ভোটাধিকার নিশ্চিত করার, সত্যিকার একটা বাংলাদেশ প্রতিষ্ঠা করার।’ 


বুধবার বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে প্রথমে জাতীয়  দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা ও এরপর ইসলামিক পার্টির চেয়ারম্যান আবু তাহের চৌধুরীর সঙ্গে দলীয় নেতাদের নিয়ে দ্বিতীয় দফায় সংলাপ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে উক্ত কথা বলেন বিএনপি মহাসচিব। 


চট্টগ্রামে বিএনপি'র সমাবেশে বিপুল জনসমাগমের পর ময়মনসিংহেও ব্যাপক মানুষের উপস্থিতি ঘটে। এবার খুলনা মহাসমাবেশের পালা। এতে ব্যাপক লোক সমাগমের নানা উদ্যোগ নিচ্ছে বিএনপি। সাথে সাথে এটা প্রতিরোধ করারও উদ্যোগ গ্রহণ করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ এমন অভিযোগ করছে বিএনপি। কিন্তু বিএনপি মহাসচিব বলেছেন, কোন প্রতিবন্ধকতা বিএনপি খুলনা বিভাগ ও সমাবেশের জনস্রোতকে রুখতে পারবে না।




মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, ‘ময়মনসিংহে আপনারা দেখেছেন, কিভাবে মানুষ জনসমাবেশে এসেছে। খুলনাতেও দেখবেন। তারা যত গাড়ি বন্ধ করুন, যা কিছু করুক না কেন একইভাবে জনগণ গণতন্ত্রের দাবিতে খুলনাতেও উপস্থিত হবে ইনশাল্লাহ।’ ১৫ অক্টোবর (ময়মনসিংহ) প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘দেখেছেন ট্রলারে করে নৌকায় করে বিভিন্ন উপায় মানুষ সমাবেশে এসেছে। একইভাবে রিক্সা করে রিক্সাওয়ালারা মানুষজন নিয়ে এসেছেন, তারা ভাড়া পর্যন্ত নেননি- এটাই হচ্ছে জনগণের অংশগ্রহণ। আমরা কোন প্রতিবন্ধকতা, হরতাল, বাধা মানবো না। আমরা কোন কারফিউ মানবো না। আমরা সেখানে উপস্থিত হব হবোই।’


২২ অক্টোবর খুলনা সোনালী ব্যাংক চত্বরে বিভাগীয় সমাবেশ করে বিএনপি এই সমাবেশ সামনে রেখে পরিবহন মালিক শ্রমিক সংগঠনগুলো ২১ ও ২২ অক্টোবর খুলনা থেকে সব বাস চলাচল বন্ধ করে সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, তারা আজ পর্যন্ত কথা দিয়ে কথা রাখতে পেরেছে? পারেনি। কারণ তারা যা বলে করে সেটার উল্টোটা। তাদের বিশ্বাস করার কোনো কারন নেই। 


আওয়ামী লীগও রাজপথে নামবে এমন ঘোষনায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ওখানে তো কোন আপত্তি নাই। উনাদের গণতান্ত্রিক অধিকার আছে, রাজপথে নামতে পারেন। কিন্তু একই সঙ্গে বিরোধী দলের সব অধিকার নিশ্চিত করতে হবে। এটা সরকার হিসেবে তাদের দায়িত্ব।’ 


শেয়ার করুন