২৯ এপ্রিল ২০১২, সোমবার, ০৮:৬:০৭ পূর্বাহ্ন


মেগা প্রজেক্টে পরিবেশ দূষণ বিষয়ে উদাসীন সরকার
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ০৩-০৪-২০২২
মেগা প্রজেক্টে পরিবেশ দূষণ বিষয়ে উদাসীন সরকার ২য় ডাটা ভ্যালিডেশন কর্মশালা


সরকার বিভিন্ন ধরণের মেগা প্রজেক্টের প্রজেক্টসমূহের কারণে পরিবেশ দূষণ বিষয়ে উদাসীন। তবে জনগন কে সম্পক্ত করে পরিবেশ দূষণ নিয়ে কাজ করতে হবে। এর পাশাপাশি পরিবেশ রক্ষায় সুশাসন নিশ্চিত করতেও হবে। 

ওয়াটারকিপার্স বাংলাদেশ কনসোর্টিয়াম এর ২য় ডাটা ভ্যালিডেশন কর্মশালায় এসব কথা উঠে আসে। শনিবার ওয়াটারকিপার্স বাংলাদেশ কনসোর্টিয়াম এর আয়োজনে ঢাকা শহরের পানি, বায়ু ও শব্দ দূষণবিষয়ক পরিবীক্ষণ কার্যক্রমের অংশ হিসাবে ২য় ডাটা ভ্যালিডেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালাটি স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর সিদ্ধেশ্বরী ক্যাম্পাস মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

কনসোর্টিয়ামের দূষণ পরিবীক্ষণ কার্যক্রমের অংশ হিসাবে একটি স্টেট অব ঢাকা এনভায়রনমেন্ট রিপোর্ট প্রস্তুতের লক্ষ্যে ওয়াটারকিপার্স বাংলাদেশ কনসোর্টিয়াম এপ্রিল, ২০২১ থেকে ঢাকা শহরের গুরুত্বপূর্ণ দশটি এলাকা থেকে শব্দ এবং বায়ু মানের নমুনা সংগ্রহ করে আসছে। এছাড়াও বুড়িগঙ্গা এবং ধলেশ্বরী নদীর ডায়িং, নৌযান এবং ট্যানারি দূষণের চারটি এলাকা থেকে পানির নমুনা সংগ্রহ করে পরীক্ষা করেছে। সাথে সাথে নদী পাড়ের সাধারণ মানুষ ও নাগরিক সমাজের মতামত গ্রহণ ও এ সংক্রান্ত নীতি, আইন ও উচ্চআদালতের নির্দেশনা পর্যালোচনা করে আসছে। এসকল বিজ্ঞানভিত্তিক গবেষণায় প্রাপ্ত তথ্য-উপাত্ত ও মতামত সমূহ গুলোকে ডাটা ভ্যালিডেশন কর্মশালায় উপস্থাাপন করা হয়। 

ওয়াটারকিপার্স বাংলাদেশ’র সমন্বয়ক শরীফ জামিল এর সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠিতব্য কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক মোহাম্মদ আলী নকী এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন ন্যাকম এর নির্বাহী পরিচালক ড: মুনজুরুল হান্নান খান। কর্মশালায় সংগৃহীত গবেষণালব্ধ তথ্য-উপাত্ত উপস্থাাপন করেন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জমান মজুমদার এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক মোঃ নূরুল ইসলাম, পিএইচডি। এছাড়া আইনী বিশ্লেষণের বাস্তবায়ন ফাঁক ও আদালতের নির্দেশনার উপর তথ্য উপাত্ত উপস্থাাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মাদ গোলাম সারোয়ার। কর্মশালায় আলোচনা করেন আরো কাউন্টারপার্ট ইন্টারন্যাশনাল এর বাংলাদেশ প্রধান মইনুদ্দিন আহমেদ। 

কর্মশালায় উপস্থাাপিত প্রতিবেদনের উপর বিশেষজ্ঞ মতামত প্রদান করেন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড: মোহাম্মদ ইউনুস মিয়া, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড: কে এম শরিফুল হুদা, জাতীয় নদী রক্ষা কমিশনের পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ মনির হোসেন চৌধুরী, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ এর সভাপতি এমএস সিদ্দিকী, পায়রা বন্দর কর্তৃপক্ষের পরিচালক(ট্রাফিক)এবং উপসচিব আতিকুল ইসলাম পিএইচডি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক প্রীতি কণা সিকদার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড: মনিরুজ্জামান, ঢাকা ওয়াসার ঢাকা ল্যাবরেটরির পরিচালক ড. আলমগীর হোসেন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মাহবুব হোসেন, ইংরেজী দৈনিক দ্য ডেইলি স্টারের সাংবাদিক মোস্তফা ইউসুফ প্রমূখ। 

শেয়ার করুন