২৮ মার্চ ২০১২, বৃহস্পতিবার, ০৪:২৭:৩৫ অপরাহ্ন


ড. খন্দকার মোশাররফের গ্রন্থসমূহের মোড়ক উন্মোচন ২৯ জানুয়ারি
দেশ রিপোর্ট:
  • আপডেট করা হয়েছে : ২৭-০১-২০২৩
ড. খন্দকার মোশাররফের গ্রন্থসমূহের মোড়ক উন্মোচন ২৯ জানুয়ারি প্রকাশিত বই


বাংলাদেশের বর্ষীয়াণ রাজনীতিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, শিক্ষাবিদ, বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন রচিত গ্রন্থসমূহের মোড়ক উন্মোচন প্রদর্শনী অনুষ্ঠিত হবে আগামী ২৯ জানুয়ারি। জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে এই অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ছয়টায়। নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গ্রন্থসমূহের লেখক অধ্যাপক . খন্দকার মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাংবাদিক মুশফিক ফজল আনসারী, রাজনীতিক ডা. মজিবুর রহমান মজুমদার, বিশিষ্ট রাজনীতিবিদ জিল্লুর রহমান জিল্লু, বিশিষ্ট রাজনীতিক গিয়াস আহমেদ, বিশিষ্ট রাজনীতিবিদ মিজানুর রহমান ভূইয়া মিল্টন, রাজনীতিক আব্দুর সবুর, শরাফত হোসেন বাবু, জসিম উদ্দিন ভুইয়া। এই অনুষ্ঠানে সভাপতিত্বে করবেন সাবেক সিনিয়র জেলা জজ নূর মোহাম্মদ জাহাঙ্গীর সরকার। অনুষ্ঠানে সকল প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

 

শেয়ার করুন