২৮ মার্চ ২০১২, বৃহস্পতিবার, ১০:১৫:৪০ অপরাহ্ন


বাংলাবাজার জামে মসজিদের জন্য ১.৫ মিলিয়ন ডলারের চুক্তি
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২১-০৪-২০২২
বাংলাবাজার জামে মসজিদের জন্য ১.৫ মিলিয়ন ডলারের চুক্তি ব্রঙ্কসের বাংলাবাজার জামে মসজিদ


 নিউইয়র্কে বাঙালি অধ্যুষিত ব্রঙ্কসের বাংলাবাজার জামে মসজিদের বহুতল ভবন তৈরির লক্ষ্যে মসজিদের জন্য ১.৫ মিলিয়ন ডলারের জায়গা ক্রয়ে চুক্তিপত্র সম্পন্ন করা হয়েছে। বাংলাবাজার মসজিদ প্রকল্প সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষে একটি ফান্ড রেইজিং কমিটি গঠন করা হয়েছে। গত ১৫ এপ্রিল বাংলাবাজার জামে মসজিদের ফান্ড রেইজিং কমিটির নাম ঘোষণা করা হয়। ফান্ড রেইজিং কমিটির চেয়ারম্যান করা হয়েছে মোহাম্মদ এন মজুমদারকে এবং সেক্রেটারি করা হয় আসেফ বারী টুটুলকে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন ডা. মো. শাহ আলম, ডা. মো. হেলাল উদ্দিন, মো. আহসানুল হক সানী, সোনার বলাই, মোহাম্মদ বাসার, জাফর আহমেদ, মো. আলাউদ্দিন, মামুনুল হক ও ফারুক আমেদ। কার্যকরি কমিটির সভাপতি ডা. আবদুস সবুর ও সাধারণ সম্পাদক লালন আহমেদও পদাধিকার বলে এই কমিটির সদস্য।

ফান্ড রেইজিং কমিটির উপদেষ্টাদের মধ্যে রয়েছেন ফখরুল ইসলাম, অ্যাডভোকেট কায়্যূম চৌধুরী, আবদুর রব দলা মিয়া এবং মওলানা একেএম আব্দুন নূর। মসজিদে জুমা খুতবার পূর্বে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক লালন আহমেদের পরিচালনায় ফান্ড রেইজিং কমিটির নাম ঘোষণা করেন মসজিদ কমিটির সভাপতি ডা. আবদুস সবুর। এসময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাংলাবাজার জামে মসজিদের ইমাম ও খতিব মওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহইয়া, মসজিদের সহ-সভাপতি মো. আহসান রাসুল নাসির, সহ সাধারণ সম্পাদক মোতাশিম বিল্লাহ হোসেন তুষার, কোষাধ্যক্ষ ইকবাল হোসেন, সহ কোষাধ্যক্ষ মোহাম্মদ আবু সাঈদ, কার্যকরি সদস্য ওয়ালিউর রহমান, শামিম উদ্দিন, আক্তার খান রাজু ও সোহেল চৌধুরী।

পরে বাংলাবাজার জামে মসজিদ কমিটির কর্মকর্তারা পার্কচেস্টার জামে মসজিদে গিয়ে ডোনেশন কালেকশন করেন।

বাংলাবাজার মসজিদে আর্থিক সহযোগিতার জন্য প্রবাসীদের নিকট বিনীত অনুরোধ জানান হয়েছে। মসজিদে সাহায্য পাঠাবার ঠিকানা : বাংলাবাজার জামে মসজিদ ইনক্ ১৩৫১, ওডেল স্ট্রিট, ব্রঙ্কস, নিউইয়র্ক- ১০৪৬২, ফোন : ৩৪৭-২৯৩-৫৮৫৮.

বাংলাবাজার জামে মসজিদ ইনক্

ব্যাংক হিসাব নং : ১৭৮ ৭৩২ ৯০৬, রাউটিং নং : ০২১০০০০২১ এবং gofundme, Zelle.

উল্লেখ্য, নিউইয়র্কের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী মরহুম আলহাজ গিয়াস উদ্দিনের প্রচেষ্টায় ব্রঙ্কসে বাঙালিদের অন্যতম ব্যবসা কেন্দ্র স্টারলিং-বাংলাবাজার এলাকায় ২০১২ সালের ১৪ ডিসেম্বর ভাড়া বাড়িতে বাংলাবাজার জামে মসজিদের যাত্রা শুরু হয়। পরের বছরের মাঝামাঝি ৫ লাখ ১০ হাজার ডলার মূল্যে মসজিদের বর্তমান নিজস্ব ভবনটি ক্রয় করা হয়। এবার বাংলাবাজার জামে মসজিদের জন্য ১.৫২৫ মিলিয়ন ডলার ব্যয়ে মসজিদের পার্শ্ববর্তী ৫ হাজার স্কয়ারের খালি জায়গা ১.৫২৫ মিলিয়ন ডলার ব্যয়ে ক্রয় চুক্তিপত্র সম্পন্ন হলো।


শেয়ার করুন