২৮ এপ্রিল ২০১২, রবিবার, ০৩:৪৩:৩০ অপরাহ্ন
শিরোনাম :


জেবিবিএ’র ইফতারে সৌহার্দ্য সম্প্রীতির জয়গান
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২১-০৪-২০২২
জেবিবিএ’র ইফতারে সৌহার্দ্য সম্প্রীতির জয়গান জেবিবিএ’র ইফতারে বক্তব্য রাখছেন কনসাল জেনারেল মনিরুল ইসলাম


জ্যাকসন হাইটস বাংলাদেশি ব্যবসায়ীদের সংগঠন জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের (জেবিবিএ) ইফতার মাহফিল গত ১৩ এপ্রিল উড সাইডের গুলশান টেরেসে অনুষ্ঠিত হয়েছে। জেবিবিএ’র এই ইফতার মাহফিল সত্যিকার অর্থেই সৌহার্দ্য-সম্প্রীতির ইফতার মাহফিলে পরিণত হয়েছে। জেবিবিএ’র ইফতার মাহফিলটি অন্যান্য সংগঠনের ইফতার মাহফিল থেকে কিছুটা ভিন্ন ছিলো। কারণ এই ইফতার মাহফিলে মূলধারার রাজনীতিবিদরা ছিলেন, বাংলাদেশের প্রতিনিধি ছিলেন, বিভিন্ন ব্যবসায়ী ছিলেন। সেই সাথে ছিলেন কমিউনিটির সর্বস্তরের গণ্যমান্য নেতৃবৃন্দ। যেখানে বিরাজ ছিলো সৌহার্দ্য-সম্প্রীতির জয়গান। বিভিন্ন ধর্ম এবং বর্ণের মানুষজহন জেবিবিএ’র ইফতার মাহফিলে যোগ দিলেও রাজাদারদের প্রতি সকলেরই ছিলো সহমর্মিতা।

জেবিবিএ’র সভাপতি হারুল ভুইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়মানের পরিচালনায়, আহ্বায়ক সেলিম হারুন, সদস্য সচিব মাহমুদ হোসেন বাদশা এবং চিফ কো-অর্ডিনেটর মাসুদ রানা তপন, চেয়ারম্যান সাজেদা উদ্দিনের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুইন্স বরো প্রেসিডেন্ট ডোনাবান রিচার্ড, নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটের কন্সাল জেনারেল মনিরুল ইসলাম, নিউইয়র্ক সিটির মেয়র অফিসের ডেপুটি কমিশনার দিলিপ চৌহান, কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মিলিন্ডা ক্যাটর্জ, স্টেট সিনেটর জন ল্যু, ১১৫ পুলিশ প্রিসেক্টের কমান্ডিং অফিসার জামিল আল তাহেরি, কমিউনিটি অ্যাফেয়ার্স কমান্ডার ম্যানকো, কমিউনিটি বোর্ড থ্রি’র চেয়ারম্যান ফ্রাঙ্ক টেইলর, ডিস্ট্রিক্ট -২৮ থেকে অ্যাসেম্বলিম্যান প্রার্থী অ্যাটর্নি ইটেন ফিল্ডার, ডিস্ট্রিক্ট ৩৭ থেকে অ্যাসেম্বলিম্যান প্রার্থী ব্রেন্ট ওলিয়ারি, জেবিবিএ’র চিফ অ্যাডভাইজার এম আজিজ, বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম হাওলাদার, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম, বিশিষ্ট ব্যবসায়ী এ কে এম ফজলুর রহমান, মইনুল ইসলাম, খামারবাড়ি বিল্ডিংয়ের মালিক আব্দুল মজিদ, তার সন্তান আদিল মজিদ।


ইফতার মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেবিবিএ’র উপদেষ্টা কাজী মন্টু, জেবিবিএ’র সহ-সভাপতি বাবু খান, মোহাম্মদ আলম নমি, জেবিবিএ’র সাবেক সভাপতি আবুল ফজল দিদারুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল, এলিট কাবের প্রেসিডেন্ট আব্দুর রব দিলিপ, কামরুজ্জামান বাচ্চু, ফেমড রকি, বিশিষ্ট ব্যবসায়ী বিলাল চৌধুরী, মইনুজ্জামান চৌধুরী, স্মার্ট একাডেমিয়ার আইটি বিশেষজ্ঞ আব্দুস সোবহান, কমিউনিটি অ্যাকটিভিস্ট কাজী শাখাওয়াত হোসেন আজম, কমিউনিটি বোর্ড মেম্বার আহসান হাবিব, সৈয়দ রাব্বি, বাপার কোষাধ্যক্ষ পুলিশ অফিসার রাশেক মালিক, বাংলাদেশ সোসাইটির শিক্ষাবিষয়ক সম্পাদক আহসান হাবিব, শো-টাইম মিউজিকের প্রেসিডেন্ট আলমগীর খান আলম, রাফাত রহমান, ড. রফিক আহমেদ, শাখাওয়াত বিশ্বাস, শিল্পী আফতাব জনি, শিল্পী রোকসানা মির্জা, শিল্পী ত্রিনিয়া হাসান, এ এফ মিসবাহউজ্জামান, আব্দুর রব দিলিপ, আব্দুর রশিদ বাবু, বিশিষ্ট ব্যবসায়ী নূরুল আজিম, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আজাদ, রোকেয়া আক্তার, বিশিষ্ট ব্যবসায়ী ইশতিয়াক রুমি, মোহাম্মদ মুসা, শাহাদাত হোসেন রাজু, সাদেক খান, আবু সাইদ আহমেদ, বিশিষ্ট রাজনীতিবিদ মাকসুদুল হক চৌধুরী, রহিম মিয়া, হাসান জিলানী প্রমুখ।

অনুষ্ঠানে মূলধারার রাজনীতিবিদরা জেবিবিএ’র বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করেন। তারা বলেন, জেবিবিএ’র কারণেই প্রবাসে থেকেও বাঙালিরা দেশের স্বাদ পাচ্ছেন। অন্যদিকে এসব ব্যবসায়ীই নিউইয়র্কসহ আমেরিকার অর্থনীতিকে সমৃদ্ধ করছে।


কন্সাল জেনারেল মনিরুল ইসলাম, প্রবাসের পাশাপাশি ব্যবসায়ীদের দেশে বিনিয়োগের আহবান জানান। তিনি বলেন, বর্তমান শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের অধীনে প্রবাসী বাংলাদেশি এবং বিনিয়োগের সুবর্ণ সুযোগ রয়েছে। তিনি বলেন, বিনিয়োগের স্বার্থেই দেশে অর্থনৈতিক জোন ঘোষণা করা হয়েছে।

অনুষ্ঠানকে সফল এবং সার্থক করার জন্য সংগঠনের সভাপতি হারুণ ভ‚ইয়া এবং সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়মান সবাইকে ধন্যবাদ জানান।

শেয়ার করুন