১২ এপ্রিল ২০১২, বুধবার, ১০:৫৩:৩১ পূর্বাহ্ন


বাংলাদেশী আমেরিকান সোসাইটির ইফতার
দেশ ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৫-০৪-২০২৩
বাংলাদেশী আমেরিকান সোসাইটির ইফতার বক্তব্য রাখছেন মোহাম্মদ আলী


পবিত্র মাহে রমজান উপলক্ষে গত ৩১ মার্চ শুক্রবার জয়া হলে মূলধারার সংগঠন বাংলাদেশী আমেরিকান সোসাইটির এক ইন্টারফেইথ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মূলধারার ও অন্যান্য ধর্মের অনুসারীসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । সংগঠনের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিন মেহেদী বাবুর পরিচালনায় এবং ইমাম মাওলানা আবু সাঈদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে ইফতার ও দোয়া মাহফিলের অনুষ্ঠান শুরু হয়। ইফতারের দোয়া পরিচালনা করেন পীর শাহ মোঃ সাইফুল্লা সিদ্দিকী। বাংলাদেশী কমিউনিটিতে এই প্রথম কোন মূলধারার সংগঠনের আয়োজনে চার জন তরুণ কোরআনে হাফেজ ও একজন ইমাম, একজন মুফতি ও একজন পীর ও মাওলানাকে এসেম্বলী ওমেন জেনিফার রাজকুমারের পক্ষ থেকে এওয়ার্ড প্রান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউ ইয়র্কের বৃহৎ মানবিক সংগঠন ইউএ-৩ এর প্রেসিডেন্ট ডন হংক, জেনিফার রাজকুমারের চীফ অফ স্টাফ বিওলা, সিটি স্পিকার এডামের বাজেট ডাইরেক্ট্রর ক্যাটারিনা মুনী। সংগঠনের পক্ষ থেকে অতিথিদের ইসলামিক উপকরণ টুপি, জায়নামাজ ও হিজাব উপহার প্রদান করা হয়। উপহার সামগ্রী স্পন্সর করেন আমিন মেহেদী ও জেবিবিএ এর কার্যকরি সদস্য খালেদ আক্তার। কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মোর্শেদ আলম, সংগঠনের সিনিয়র উপদেষ্টা ও বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য কাজী আজহারুল হক মিলন, সিনিযর উপদেষ্টা ও সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম, সিনিয়র উপদেষ্টা ও সাবেক নির্বাচন কমিশনার আবু নাসের, সিনিয়র উপদেষ্টা ও বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আব্দুর রহিম হাওলাদার, সিনিয়র উপদেষ্টা ও কমিউনিটি বোর্ড মেম্বার শাহ নেওয়াজ, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, সাবেক সহ সভাপতি ফারুক হোসেন মজুমদার, সাবেক সাংস্কৃতিক সম্পাদক জামান তপন, এডভোকেট মজিবুর রহমান, সংগঠনের উপদেষ্টা মির্জা জামান শামীম, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা শফিক ইসলাম, উপদেষ্টা আব্দুল্লা আল মাহামুদ, উপদেষ্টা আবুল কাশেম চৌধুরী, বাংলাদেশ লীগ অব আমেরিকার সভানেত্রী শাহেদা হাই, অপটিমিস্টের সেক্রেটারী জেনারেল শামীম আহমেদ, বাংলাদেশ লায়ান্স ক্লাবের সভাপতি আহসান হাবীব, সাঃ সম্পাদক হাসান জিলানী, বিশিষ্ট রিয়েল এ্যাস্টেট ব্যবসায়ী নুরুল আজীম, কমিউনিটি লিডার সৈয়দ রাব্বী, নবাবগঞ্জ সমিতির সভাপতি উজ্জল বিপুল, বৃহত্তর কুমিল্লা সমিতি সাঃ সম্পাদক এম এ সিদ্দিক, নারায়ণগঞ্জ জিলা সমিতির সাঃ সম্পাদক মোস্তফা জামান শামিম ও প্রচার সম্পাদক খালেদ আক্তার। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সিনিয়র সহ সভাপতি সেলিম খান, সহ সভাপতি আমিন রুবেল, কোষাধ্যক্ষ ফয়সাল হক দোলান, সহ কোষাধ্যক্ষ অহিদুর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক ডিস্টিক্ট লিডার মোফাজ্জল হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক মিলন মোল্লা, সাংকৃতিক সম্পাদক মনিকা রয় চৌধুরী, কমিউনিটি বোর্ড মেম্বার আহসান হাবিব, পরিচালক মিয়া মোঃ দুলাল, বদরুল ইসলাম খান বাদল, ডিউক খান, ফয়েজ উল্যাহ, জিগারুল ইসলাম জুয়েল, মোঃ মুস্তাকিম আবিদ। সার্বিক সহযোগিতায় ছিলেন আহবায়ক তারিক আলম ও সদস্য সচিব মীর জাকির।

শেয়ার করুন