এগ হারবার টাউনশিপ স্কুলের কৃতী ছাত্রী নুসাইবা ইসলাম দ্বাদশ গ্রেডে তার অসামান্য কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ আইভি লীগের তিনটি বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয় ইয়েল, ইউপেন ও কর্নেল বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। জানা গেছে, নুসাইবা ইসলামের জন্ম যুক্তরাষ্ট্রে ২০০৫ সালে। তার বাবা জহিরুল ইসলাম বাবুল বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি এবং আটলান্টিক সিটির নগর কর্তৃপক্ষের মার্কেন্টাইল বিভাগের সহকারী পরিচালক ও মাতা আফসানা আনজুম বিশিষ্ট ব্যবসায়ী। চার ভাই-বোনের মধ্যে নুসাইবা ইসলাম দ্বিতীয়। তার দাদার নাম মরহুম হাজি আব্দুর রাজ্জাক চেয়ারম্যান ও দাদি মরহুমা সুফিয়া খাতুন। তার নানা আলাউদ্দীন আহমেদ ও নানি কামরুন নাহার। তাদের গ্রামের বাড়ি বাংলাদেশের কুমিল্লা জেলায়।
ছোটবেলা থেকেই মেধাবী নুসাইবা লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন সৃষ্টিশীল কাজে নিজেকে ব্যাপ্ত রেখেছিল। তার অবসর কাটে ভলান্টিয়ার কাজে আর বই পড়ে। তার প্রিয় ব্যক্তিত্ব হজরত মুহাম্মদ (সা.)। সে বিশ্বখ্যাত ইয়েল বিশ্ববিদ্যালয়কে উচ্চশিক্ষা লাভের জন্য বেছে নিয়েছে। পেশাগত জীবনে তার ইচ্ছা ডাক্তার হওয়ার। আর তা হতে পারলে তার অদম্য বাসনা বাংলাদেশের গরিব-দুঃখী মানুষদের ফ্রি চিকিৎসাসেবা দেওয়া। নুসাইবার অসামান্য কৃতিত্বের পেছনে তার মায়ের অবদানই সবচেয়ে বেশি। উত্তরসূরিদের উদ্দেশ্যে তার আহ্বান- সেরাটা দাও, সেরাটা পাবে।