২৭ এপ্রিল ২০১২, শনিবার, ১০:৩৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
‘শেরে বাংলা আপাদমস্তক একজন পারফেক্ট বাঙালি ছিলেন’ বিএনপির বহিস্কৃতদের জন্য সুখবর! মে দিবসে নয়পল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ উপজেলা নির্বাচনে অংশ নেয়ার জের, বিএনপির বহিস্কার ৭৬ থাইল্যান্ডের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগে পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান ‘ব্রাজিল থেকে জীবন্ত গরু আনা সম্ভব, তবে প্রক্রিয়া জটিল’ খালেদা জিয়ার সঙ্গে মির্জা ফখরুলের ঘন্টাব্যাপী সাক্ষাৎ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭ জানুয়ারির সংসদ নির্বাচনে গণতান্ত্রিক ধারাবাহিকতা প্রতিষ্ঠা হয়েছে - হাবিবুল মার্কিন পররাষ্ট্র দফতরের প্রতিবেদন অনুমান ও অপ্রমাণিত অভিযোগ নির্ভর- পররাষ্ট্র মন্ত্রনালয়


গোপালগঞ্জ ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৩-০৪-২০২২
গোপালগঞ্জ ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল গোপালগঞ্জ ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের ইফতারে অতিথিবৃন্দ


রমজান মাস সিয়াম সাধনের মাস। রহমত, বরকত ও মাগফিরাতের বার্তা নিয়ে পবিত্র কোরআন এ মাসে নাযিল হয়েছিল। এ মাসে সিয়াম সাধনের মাধ্যমে মানুষ আল্লাহর কাছে পাপ মার্জনার সুযোগ লাভ করে। গোপালগঞ্জ ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন আমেরিকা ইনফ এ পবিত্র মাস উপলক্ষে নিজেদের মধ্যে সৌহার্দ্য-সম্প্রীতি অটুট রাখতে গত ১৪ এপ্রিল জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গোপালগঞ্জ জেলা, কমিউনিটির সর্বস্তরের নেতৃবৃন্দসহ দেশের শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধারা অংশগ্রহণ করেন। 

সংগঠনের সভাপতি মোল্যা এম এ মাসুদের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্কস্থ কনসাল জেনারেল অব বাংলাদেশ ড. মো. মনিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি গাজী মেজবাউল হক সাচ্চু, ভাইস কনসাল জেনারেল নাজমুল আহসান, সংগঠনের উপদেষ্টা হিন্দাল কাদির বাপ্পা জাতিসংঘের স্থায়ী মিশনের প্রেস মিনিস্টার নুরে এলাহি মিনা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী রথীন্দ্র নাথ রায়, শিল্পী শহীদ হাসান।

সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মেরাজ। অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাগফেরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন বায়তুল আমান মসজিদের ইমাম মওলানা রহমত উল্লাহ।

প্রধান অতিথি কনসাল জেনারেল ড. মো. মনিরুল ইসলাম বলেন, আমি চার মাস যাবত নিউইয়র্কের দায়িত্বে এসেছি। এই প্রথম কোন জেলার সংগঠনের অনুষ্ঠানে আসার সুযোগ হয়েছে। আমি গর্বিত এমন একটি জেলার অনুষ্ঠানের মাধ্যমে কমিউনিটিতে কাজ শুরু কলাম যে জেলায় জাতির জনক বঙ্গবন্ধু জন্মগ্রহণ করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমানে বাংলাদেশের সকল সেক্টরে দ্রুত উন্নয়ন ঘটছে। পদ্মা সেতুসহ সকল মেঘা প্রকল্পের মাধ্যমে বাংলাদেশকে একটি শক্তিশালী অর্থনৈতিক দেশে পরিণত করবে। বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশ, ইনশাল্লাহ ২০৪১ সালে বাংলাদেশে উন্নত দেশে পরিণত হবে। তিনি সকল প্রবাসীদের দু’দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান। 

 ডেপুটি কনসাল জেনালে এ এস এম নাজমুল আহসান উপস্থিত সবাইকে গোপালগঞ্জ ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের সৌহার্দ্য-সম্প্রীতি অটুট রাখতে এ ধরনের কর্মকাণ্ডের প্রশংসা করেন। 

জাতিসংঘের স্থায়ী মিশনের প্রেস মিনিস্টার নুরে এলাহি মিনা বলেন, আমি গোপালগঞ্জের সন্তান, এ সংগঠন আমারই সংগঠন। শেখ হাসিনা ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে। তার নেতৃত্বে আমরা বাংলদেশকে এগিয়ে নেয়ার চেষ্টা করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ তার লক্ষ্যে পৌঁছতে সক্ষম হবে। সভাপতি মোল্যা এম এ মাসুদ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমান উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নূরুজ্জামান সর্দার, খন্দকার জাহিদুল ইসলাম, গোলাম কিবরিয়া, জাফর আহমেদ, গিয়াস উদ্দিন, ইকবাল হোসেন, কাজী আজিজুল হক খোকন, আহ্বায়ক এস এম আবুল হাসান, সদস্য সচিব নাফিকুর রহমান তুরান, সার্বিক তত্ত¡াবধানে ছিলেন মোহাম্মদ হাসান জিলানী। ইফতার পার্টিতে গোপালগঞ্জসহ কমিউনিটির সর্বস্তরের নেতৃবৃন্দ অংশগ্রহণ।

শেয়ার করুন