০১ মে ২০১২, বুধবার, ০৪:২৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্র ওমরাহ পালনকারীদের জন্য যে সুখবর দিলো সৌদি আরব যুক্তরাষ্ট্রে এবার বন্দুকধারীর গুলিতে তিন আইনশৃংলাবাহিনীর সদস্য নিহত ‘বিশেষ চাহিদা সম্পন্নদের প্রতিভা বিকাশে কোন ধরনের প্রতিবন্ধকতা রাখা যাবে না’ সরকার ও বেসরকারি উদ্যোগে দরিদ্রমুক্ত দেশ গড়ে উঠবে - আসাদুজ্জামান খান কামাল ৭০ শতাংশ মৃত্যু অসংক্রামক রোগে, বাজেটে বরাদ্দ বৃদ্ধির দাবি ‘বিদেশে দেশবিরোধী অপপ্রচারকারীদের বিরুদ্ধে স্থানীয় আইনে ব্যবস্থা নিন’ ভূল স্বীকার করে সরে দাড়ানোয় একজনের বহিস্কারাদেশ প্রত্যাহার বাফেলোতে সন্ত্রাসীদের গুলিতে দুই বাংলাদেশী নিহত ‘শেরে বাংলা আপাদমস্তক একজন পারফেক্ট বাঙালি ছিলেন’ বিএনপির বহিস্কৃতদের জন্য সুখবর!


নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের ইফতার
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৩-০৪-২০২২
নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের ইফতার নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের ইফতারে বক্তব্য রাখছেন রাফেল তালুকদার


পবিত্র রমজান মাস আল্লাহ তায়ালা কর্তৃক প্রেরিত সর্বশ্রেষ্ঠ নিয়ামক। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য-সম্প্রীতি স্থাপনে সারা বিশ্বের মুসলিম জাহানের সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে প্রবাসের অন্যতম বৃহত সংগঠন নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল গত ১৫ এপ্রিল জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়।

নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি রাফেল তালকুদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশরাফ ও ইফতার মাহফিল কমিটির সদস্য সচিব মনিরুল ইসলাম মনিরের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিউইয়র্ক সিভিল কোর্ট জাজ সোমা সাইয়েদ, বাংলাদেশ সোসাইটি অব নিউইয়র্কের সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক রাব্বী মোহাম্মদ খোকন, জয়নাল আবেদীন, সাংবাদিক ফজলুর রহমান, ডিস্ট্রিক্ট ২৪ ডেমোক্রেটিক প্রাইমারিতে এসেম্বলীম্যান পদপ্রার্থী মিজানুর রহমান, সাবেক সভাপতি আতোয়ারুল আলম, এম মতিন, সোসাইটির নির্বাচন কমিশনার রহুল আমিন সরকার, কমিউনিটি অ্যাকটিভিস্ট আবু কামাল পাশা, সিরাজগঞ্জ সমিতির ব্যবসায়ী কামরুজ্জামান কামরুল।

নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের ইফতার মাহফিলে নর্থ বেঙ্গলবাসীসহ কমিউনিটির সর্বস্তরের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। অন্যান্য সংগঠনের তুলনায় নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের ইফতার মাহফিল ছিলো ব্যতিক্রম। এই ইফতার মাহফিলে ছিলো সৌহার্দ্য-সম্প্রীতির উত্তম নিদর্শন। এটা সম্ভব হয়েছে সভাপতি রাফেল তালুকদার ও সাধারণ সম্পাদক আশরাফুজ্জামানের সুন্দর এবং যোগ্য নেতৃত্বের কারণে।

আলোচকবৃন্দ তাদের আলোচনায় নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের কর্মকাণ্ডের প্রশংসা করেন। তারা বলেন, আজকে নর্থ বেঙ্গল ফাউন্ডেশন ইফতারের আয়োজন করে আদর্শ নিদর্শন উপস্থাপন করেন। তাদের এই কর্মকাণ্ড আগামীতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

অনুষ্ঠান সফলে সহযোগিতায় ছিলেন- সিনিয়র সহ-সভাপতি আবু কামাল পাশা, সহ-সভাপতি ফাহাদ সোলায়মান, ফতেনূর আলম বাবু, হেলাল উদ্দিন, আজিজুর রহমান পাতা, মোহাম্মদ সাইফুল বারী শফি, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাব্বত আলী আকন্দ, সৌরভ প্রামাণিক, মোহাম্মদ মুসা মানিক, আফতাব উদ্দিন জনি, তানজীল আহমেদ আরিফ, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রুবেল হাসান মুন্সী, কোষাধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক মোস্তফা কামাল মামুন, সাহিত্য সম্পাদক আরিফা রহমান লাইজু, দপ্তর সম্পাদক মোহাম্মদ রুহুল আমিন, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ বকুল মিয়া, সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল আলিম, অপ্যায়ন সম্পাদক তালুকদার শামীম সবুজ, মহিলা সম্পাদক অধ্যক্ষ রোকসানা খানম, আন্তর্জাতিক সম্পাদক আবু জাহির আতিক, তথ্য সম্পাদক মাহবুব জামিল দুলু, কার্যকরি সদস্য আতোয়ারুল আলম, সোহেল হোসেন রানা, শাহ আফজাল হোসেন, প্রফেসর রেজাউল করিম, একে এম রশীদ, ফারুক হোসেন মিঠু, মনোয়ারুল ইসলাম, আব্দুল মোতালেব, মোহাম্মদ আব্দুল জলিল, তাসকিন এইচ বিলাল, শফি উল্যাহ, রেজোয়ানুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, বাকী বিল্লাহ ফরিদি, আব্দুস সালাম, মমিনুর রহমান, কামরুল ইসলাম জুয়েল, মঞ্জুরুল ইসলাম, মোফাজ্জল আলী হায়দার, ইয়াকুব মিঠু, মুজিবুল খান তপু, কাওছার আলী, ফজলুল রহমান, মোয়াজ্জেম হোসেন, ফারুক হোসেন রনি, জাতীয়তাবাদী ফোরামের সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম, সাবেক সভাপতি সরওয়ার খান বাবু, প্রধান উপদেষ্টা একেএম রফিকুল ইসলাম ডালিম, বারী হোম কেয়ারের আসেফ বারী টুটুল, ইঞ্জনিয়ার খালেক প্রমুখ।

হল ভর্তি অডিটোরিয়ামে ইফতার মাহফিলে পবিত্র কোরআন তেলাওয়াত ও সকল মুসলমানসহ বিশ্ববাসীর শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।

ইফতার মাহফিলকে সফল এবং সার্থক করার জন্য সভাপতি রাফেল তালুকদার ও সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেয়ার করুন