২৫ এপ্রিল ২০১২, বৃহস্পতিবার, ০৬:০৬:৪২ অপরাহ্ন


মার্কিন যুক্তরাস্ট্রের ভিসা নীতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
‘কে আমাদের ভিসা দেবে না, কে স্যাংশান দেবে- সেটা মাথাব্যথা করে কোনো লাভ নেই
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ০৪-০৬-২০২৩
‘কে আমাদের ভিসা দেবে না, কে স্যাংশান দেবে- সেটা মাথাব্যথা করে কোনো লাভ নেই


‘কে আমাদের ভিসা দেবে না, কে স্যাংশান দেবে- সেটা নিয়ে আমাদের মাথাব্যথা করে কোনো লাভ নেই। ২০ ঘণ্টা প্লেনে জার্নি করে, আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ওই আমেরিকা না গেলে কিচ্ছু আসে যায় না। পৃথিবীতে আরো অনেক মহাদেশ আছে, তাদের সাথে আমরা যোগাযোগ বৃদ্ধি করব। আমাদের অর্থনীতি আরো মজবুত ও উন্নত হবে। আমরা নিজের পায়ে চলব, নিজের দেশকে গড়ে তুলব। কারও মুখাপেক্ষী হয়ে নয়।’ কথাগুলো বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার প্রধানমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতি ও নিষেধাজ্ঞার আশঙ্কা প্রসঙ্গে ওই কথা বলেন। 

শনিবার (৩ জুন) রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের নবনির্মিত কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। বিএনপির বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ করে আওয়ামী লীগ সভানেত্রী যুক্তরাষ্ট্রকে দলটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়ে বলেন, কানাডার হাইকোর্ট বিএনপিকে সন্ত্রাসী দল আখ্যা দিয়েছে। তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে, তারাই নাকি আবার আমেরিকার কাছে ধর্না দেয়। অথচ 'সন্ত্রাসী কর্মকাণ্ড ও দুর্নীতির কারণে আমেরিকা তারেক জিয়াকে ভিসা দেয়নি।'


প্রস্তাবিত ২০২৩-২৪ অর্থবছরের জাতীয় বাজেট নিয়ে বিভিন্ন মহলের সমালোচনার জবাবে আওয়ামী লীগ সভাপতি বলেন,  আমরা বাংলাদেশের মাটি ও মানুষকে চিনি। বাংলাদেশের মানুষ কল্যাণ কোথায় কি করলে ভালো হবে সেটা জানি। যারা এর সমালোচনা করছেন, তারা এটা প্রতি বছরই করেন এবং করতেই থাকবেন। আওয়ামী লীগ সরকার তার কাজ করেই যাবে।'

এর আগে শনিবার বিকেলে নবনির্মিত ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে পৌঁছে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় মোনাজাতে অংশ নেন তিনি।


শেয়ার করুন