২৭ এপ্রিল ২০১২, শনিবার, ১১:৩৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
‘শেরে বাংলা আপাদমস্তক একজন পারফেক্ট বাঙালি ছিলেন’ বিএনপির বহিস্কৃতদের জন্য সুখবর! মে দিবসে নয়পল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ উপজেলা নির্বাচনে অংশ নেয়ার জের, বিএনপির বহিস্কার ৭৬ থাইল্যান্ডের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগে পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান ‘ব্রাজিল থেকে জীবন্ত গরু আনা সম্ভব, তবে প্রক্রিয়া জটিল’ খালেদা জিয়ার সঙ্গে মির্জা ফখরুলের ঘন্টাব্যাপী সাক্ষাৎ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭ জানুয়ারির সংসদ নির্বাচনে গণতান্ত্রিক ধারাবাহিকতা প্রতিষ্ঠা হয়েছে - হাবিবুল মার্কিন পররাষ্ট্র দফতরের প্রতিবেদন অনুমান ও অপ্রমাণিত অভিযোগ নির্ভর- পররাষ্ট্র মন্ত্রনালয়


ফয়জুল করিমের ওপর হামলা গণতান্ত্রিক ধারাকে ব্যহত করবে- রওশন এরশাদ
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১৪-০৬-২০২৩
ফয়জুল করিমের ওপর হামলা গণতান্ত্রিক ধারাকে ব্যহত করবে- রওশন এরশাদ


বরিশাল সিটি করর্পোরেশন নির্বাচনে হাতপাখার মেয়র প্রার্থী ফয়জুল করিমের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন জাতীয় পার্টির প্রধান পৃষ্টপোষক বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ। এক বিবৃতিতে বেগম রওশন এরশাদ বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী মুফতী সৈয়দ ফয়জুল করিমের ওপর হামলা গণতান্ত্রিক ধারাকে ব্যহত করবে। এই হামলা গনতন্ত্র ও গণতন্ত্রকামী জনগনের উপর হামলার সামিল। বেগম রওশন এরশাদ এই হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে আরো বলেছেন, যে সকল দুস্কৃতিকারীরা ফয়জুল করিমের ওপর হামলা চালিয়েছে সুষ্ঠ তদন্তের মাধ্যমে অবিলম্বে তাদের বিচার করতে হবে। 


বিরোধী দলীয় নেতা আরো বলেন, যে মুহুর্তে সকল দলের, সকল মতের ও জনগনের দাবী উঠেছে স্থানীয় ও জাতীয় নির্বাচন যেন সুষ্ঠ, অবাধ ও নিরপেক্ষ হয়। আর সেই মুহুর্তে এই হামলা সুষ্ঠ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে। গতকাল বরিশাল সিটি করর্পোরেশন নির্বাচন চলাকালীন দুপুর ১২টায় তার ওপর হামলা করার পর তিনি আহত হন। যা দুঃখজনক এবং অপ্রত্যাশিত। ২২ নং ওয়ার্ডে হাতপাখার ভোটারদের ঢুকতে দেওয়া হয়নি। প্রার্থী পুলিশ কমিশনার ও রির্টানীং অফিসারের কাছে লিখিত অভিযোগ করেন। বিরোধী দলীয় নেতা আশা করেন, অবিলম্বে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। রাজনীতিতে সকল দলের নেতা কর্মীদের ধৈর্যধারন ও সহনশীল হওয়ার আহবান জানিয়েছেন বেগম রওশন এরশাদ। 

শেয়ার করুন