২৭ এপ্রিল ২০১২, শনিবার, ০২:২০:০৮ অপরাহ্ন
শিরোনাম :
‘ব্রাজিল থেকে জীবন্ত গরু আনা সম্ভব, তবে প্রক্রিয়া জটিল’ খালেদা জিয়ার সঙ্গে মির্জা ফখরুলের ঘন্টাব্যাপী সাক্ষাৎ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭ জানুয়ারির সংসদ নির্বাচনে গণতান্ত্রিক ধারাবাহিকতা প্রতিষ্ঠা হয়েছে - হাবিবুল মার্কিন পররাষ্ট্র দফতরের প্রতিবেদন অনুমান ও অপ্রমাণিত অভিযোগ নির্ভর- পররাষ্ট্র মন্ত্রনালয় ইউরোপে ভারতীয় ৫২৭ পণ্যে ক্যান্সার সৃষ্টিকারি উপাদন শনাক্ত বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে কড়াকড়ি বিএনপির আন্দোলন ঠেকানোই ক্ষমতাসীনদের প্রধান চ্যালেঞ্জ বিএনপিকে মাঠে ফেরাচ্ছে আওয়ামী লীগ উপজেলা নির্বাচন নিয়ে অদৃশ্য চাপে বিএনপি


গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর হামলা
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০২-০৮-২০২৩
গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর হামলা হামলায় আহত নুরুকে রিক্সাযোগে নিয়ে যাওয়া হচ্ছে /ছবি সংগৃহীত


গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরু (ভিপি নুরু) এর উপর হামলা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের সামনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর হামলা করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।


ছাত্র অধিকার পরিষদের একটি পূর্বঘোষিত কর্মসূচি অনুসারে মিছিলে এই হামলার ঘটনা ঘটে। বুধবার বিকালে শাহবাগ মোড় থেকে একটি মিছিল নিয়ে টিএসসি’র দিকে যাচ্ছিল ছাত্র ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। টিএসসি মোড়ে আগে থেকেই অবস্থানে ছিল ছাত্রলীগের নেতাকর্মীরা। ছাত্র অধিকারের মিছিলটি টিএসসি মোড়ে এলে ছাত্রলীগ নেতাকর্মীরা মোটরসাইকেল মহড়া দিয়ে গতিরোধ করে নুরের ওপর হামলা চালান।


এসময় তাকে বেরধক কিল ঘুষি এবং লাথি মারতে দেখা যায় বলে প্রত্যক্তদর্শীরা সংবাদ মাধ্যমকে জানিয়েছে। এক পর্যায়ে ছাত্র অধিকারের নেতাকর্মীরা বাংলা একাডেমির সামনের সড়ক দিয়ে ওই এলাকা ত্যাগ করেন।

পরে নুরুকে রিক্সাযোগে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় অন্তত কুড়িজনের মত আহত হয়েছে। যার মধ্যে ১০ জনকে ঢাকা মেডিকেলে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উল্লেখ্য, বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মীদের ওপর হামলা-মামলা, মানুষের জানমালের ক্ষতি ও হয়রানি এবং মাদ্রাসাছাত্র রেজাউল হত্যা ও বুয়েট শিক্ষার্থীদের গ্রেপ্তারের প্রতিবাদে ছাত্র অধিকার পরিষদের ডাকা বিক্ষোভ সমাবেশে অংশ নিতে ক্যাম্পাসে গিয়েছিলেন নুরুল হক। বিকেল চারটায় টিএসসির রাজু ভাস্কর্যের সামনে এই কর্মসূচি হওয়ার কথা ছিল।

শেয়ার করুন