০১ মে ২০১২, বুধবার, ০১:২৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে এবার বন্দুকধারীর গুলিতে তিন আইনশৃংলাবাহিনীর সদস্য নিহত ‘বিশেষ চাহিদা সম্পন্নদের প্রতিভা বিকাশে কোন ধরনের প্রতিবন্ধকতা রাখা যাবে না’ সরকার ও বেসরকারি উদ্যোগে দরিদ্রমুক্ত দেশ গড়ে উঠবে - আসাদুজ্জামান খান কামাল ৭০ শতাংশ মৃত্যু অসংক্রামক রোগে, বাজেটে বরাদ্দ বৃদ্ধির দাবি ‘বিদেশে দেশবিরোধী অপপ্রচারকারীদের বিরুদ্ধে স্থানীয় আইনে ব্যবস্থা নিন’ ভূল স্বীকার করে সরে দাড়ানোয় একজনের বহিস্কারাদেশ প্রত্যাহার বাফেলোতে সন্ত্রাসীদের গুলিতে দুই বাংলাদেশী নিহত ‘শেরে বাংলা আপাদমস্তক একজন পারফেক্ট বাঙালি ছিলেন’ বিএনপির বহিস্কৃতদের জন্য সুখবর! মে দিবসে নয়পল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ


দেশ’কে পূজা চেরি
প্রতিদ্বন্দ্বী শব্দটাই খুব অপছন্দ
আলমগীর কবির
  • আপডেট করা হয়েছে : ০৪-০৫-২০২২
প্রতিদ্বন্দ্বী শব্দটাই খুব অপছন্দ পূজা চেরি/ছবি সংগৃহীত


দুই বছর বিরতির পর এবারের ঈদে বিগ বাজেটের দুটি সিনেমা মুক্তি পেয়েছে। দুই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন পূজা চেরি। সিনেমার নাম গলুই ও শান। গলুইতে তার বিপরীতে দেখা যাবে শাকিব খানকে। শানে দেখা যাবে সিয়াম আহমেদকে। দুই সিনেমা ও ঈদ নিয়ে পূজা চেরি কথা বলেছেন নিউইয়র্ক থেকে প্রকাশিত জনপ্রিয় দেশ পত্রিকার সঙ্গে। 

প্রশ্ন: এক ঈদে দুটি বিগ বাজেটের ছবি মুক্তি পেল। দুই ছবিতে নায়িকা আপনি। অনুভূতি কেমন?

পূজা চেরি: অবশ্যই ভালো অনুভূতি। আগে যখন কোন তারকার এ কিতে তুই সিনেমা মুক্তি পেতে বা তার বেশি। তখন ভাবতাম আমার ক্ষেত্রেও যদি এমন হতো। এবার সেই ভাবনা গুলো সত্যি হলো। অবশ্যই অনেক ভালো লাগছে।

প্রশ্ন: বিগ বাজেটের দুই সিনেমা নিয়ে কোনো চাপ অনুভব করছেন?

পূজা চেরি: অবশ্যই চাপ অনুভব করছি। দর্শক আমার সিনেমা কিভাবে নেন সেটা এখানে অনেক বড় বিষয়। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি ভালো করার জন্য। এখন দর্শক মূল্যায়ন করবেন। তাই সব সময় মনের মধ্যে ভয় তো থাকেই।

প্রশ্ন: ঈদের বড় দুটি সিনেমার নায়িকা পূজা চেরি। তাহলে যা দাঁড়াচ্ছে, পূজার প্রতিদ্বন্দ্বী পূজা?

পূজা চেরি: আমি প্রতিদ্বন্দ্বী শব্দটাই খুব অপছন্দ করি। আমার সঙ্গে অন্য কারো ছবি এলেও সেটাকে প্রতিদ্বন্দ্বিতা মনে করি না। আমার ভালো লাগা কাজ করছে। যদি আরো বেশি সিনেমা মুক্তি পেত আরো ভালো লাগত। যেহেতু আমার দুটি সিনেমা আসছে, আমি এ দুই সিনেমা নিয়েই ঈদ উদযাপন করতে চাই।

প্রশ্ন: ঈদের দুই সিনেমা নিয়ে প্রত্যাশা কেমন?

পূজা চেরি: আমি যখন কোনো সিনেমায় কাজ করার সিদ্ধান্ত নিই, হ্যাঁ বলি, প্রত্যাশা রেখেই বলি। যত দিন যাচ্ছে তত ভালো লাগছে। গলুই ও শানের কথা মানুষের কাছে ছড়িয়ে যাচ্ছে। মানুষের কাছ থেকে যখন কোনো ফিডব্যাক পাই তখন প্রত্যাশা আরো বাড়ে।

প্রশ্ন: কোনটাকে এগিয়ে রাখবেন?

পূজা চেরি: শান যদি বাবা হয়, গলুই মা। আবার গলুই যদি বাবা হয়, শান আমার কাছে মা। একটা বাদ দিয়ে আরেকটা ভাবা যায় না।

প্রশ্ন: শান নিয়ে প্রত্যাশা কেমন?

পূজা চেরি: শান নিয়ে প্রত্যাশার লেভেল হাই। বিভিন্ন ধরনের কনটেন্ট দেখেছি। এগুলো যত দেখছি, প্রত্যাশা আরো বাড়ছে। আর যদি কোনো কিছু মন থেকে চাই, সেটা আসলেই হয়।

প্রশ্ন: শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন ছিল?

পূজা চেরি: ছবিটির শুরু থেকেই এক্সাইটেড ছিলাম। কারণ শাকিব খান দেশের শীর্ষ নায়ক। শুটিংয়ে তাকে দেখতে হাজার হাজার মানুষ দূর-দূরান্ত থেকে ছুটে এসেছে। ভয়ে ছিলাম তিনি আমাদের সঙ্গে মেশেন কিনা এসব ভেবে। কিন্তু দেখলাম খুব অল্প সময়ে শাকিব খান সবার সঙ্গে মিশে গেলেন। আমাদের সঙ্গে নিয়ে দারুণভাবে কাজ শেষ করলেন। শুটিংয়ে তার থেকে অনেক কিছু শেখাও হয়েছে আমার।

প্রশ্ন:সিনেমা মুক্তি পেয়েছে অথচ পাশে নায়ক নেই। শাকিব খানকে মিস করছেন?

পূজা চেরি:অবশ্যই এ সময়টায় শাকিব খানকে মিস করছি। যদি পাশে কেউ থাকে, ব্যাপারটা বেশি ভালো লাগে। তিনি পাশে থাকলে প্রমোশনে আগ্রহ আরো বাড়ত। তার পরও তিনি যুক্তরাষ্ট্র থেকে সাপোর্ট করছেন। কি হচ্ছে না হচ্ছে জানার চেষ্টা করছেন। ভালোই লাগছে।

প্রশ্ন: ঈদের দিন কি করলেন?

পূজা চেরি: সিনেমা নিয়ে সারাদিন ব্যস্ত ছিলাম। বিভিন্ন হলে গিয়ে শান এবং গলুই সিনেমার খবর নিয়েছি। 

প্রশ্ন: কোন কোন হলে গিয়েছিলেন?

পূজা চেরি: ব্লকবাস্টার, সিনেপ্লেক্স এবং মধুমিতায় গিয়েছিলাম। সবগুলো সিনেমা হলেই দর্শক উপস্থিতি প্রত্যাশার চেয়ে ভালো ছিল।

প্রশ্ন: গলুই না শান, কোন সিনেমাটা আগে দেখবেন? 

পূজা চেরি : এটা একটা চমক থাকুক।


শেয়ার করুন