২৭ এপ্রিল ২০১২, শনিবার, ১১:১৪:১৪ অপরাহ্ন
শিরোনাম :
‘শেরে বাংলা আপাদমস্তক একজন পারফেক্ট বাঙালি ছিলেন’ বিএনপির বহিস্কৃতদের জন্য সুখবর! মে দিবসে নয়পল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ উপজেলা নির্বাচনে অংশ নেয়ার জের, বিএনপির বহিস্কার ৭৬ থাইল্যান্ডের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগে পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান ‘ব্রাজিল থেকে জীবন্ত গরু আনা সম্ভব, তবে প্রক্রিয়া জটিল’ খালেদা জিয়ার সঙ্গে মির্জা ফখরুলের ঘন্টাব্যাপী সাক্ষাৎ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭ জানুয়ারির সংসদ নির্বাচনে গণতান্ত্রিক ধারাবাহিকতা প্রতিষ্ঠা হয়েছে - হাবিবুল মার্কিন পররাষ্ট্র দফতরের প্রতিবেদন অনুমান ও অপ্রমাণিত অভিযোগ নির্ভর- পররাষ্ট্র মন্ত্রনালয়


ফাউন্ডেশন ফর বেটার ওয়ার্ল্ডের কর্মশালা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২১-০২-২০২৪
ফাউন্ডেশন ফর বেটার ওয়ার্ল্ডের কর্মশালা সার্টিফিকেট হাতে বেটার ওয়ার্ল্ডের কর্মশালায় অংশগ্রহণকারীরা


ফাউন্ডেশন ফর বেটার ওয়ার্ল্ডের মানসিক স্বাস্থ্যবিষয়ক চতুর্থ কর্মশালা গত ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। খারাপ আবহাওয়াতেও নারী-পুরুষের ছিল প্রায় শতভাগ উপস্থিতি। 

নিউইয়র্ক হেলথ ডিপার্টমেন্টের কমিউনিটি ট্রেনিং স্পেশালিস্ট মি. ম্যাথিউ মিত্র সেমিনারে মানসিক স্বাস্থ্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন। মানুষ মাত্রই মানসিক সমস্যায় ব্যাধিগ্রস্ত। কিন্তু সেই সমস্যা থেকে নিজেকে কীভাবে ওভারকাম করা যায়, কী কী পন্থা অবলম্বন করলে সুস্থ থাকা যায়, তা নিয়ে দীর্ঘ আলোচনা করা হয় এই সেমিনারে।

সেমিনারের আয়োজক ফাউন্ডেশন ফর বেটার ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান বলেন, আমরা অত্যন্ত সফলতার সঙ্গে ইংরেজি ও কম্পিউটার কোর্সের পর মানসিক স্বাস্থ্য নিয়ে কর্মশালা পরিচালনা করলাম। কারণ শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক সুস্থতাও যে প্রয়োজন তা আমরা অনেক সময় উপলব্ধি করতে পারি না। আজকের সেমিনারে তা স্পষ্ট যে, আমরা অনেক সময় এসব নিয়ে কথা বলতেও দ্বিধাবোধ করি। আমরা চাই এখানে মানুষ আসুক। এখানে এসে যদি কিছু মানুষের চিন্তা-চেতনার পরিবর্তন হয় জীবনে, তাতেই আমাদের সার্থকতা।

সেমিনারের গেস্ট স্পিকার ছিলেন ক্রিকলিন এ এসকন্দো (প্রজেক্ট ডিরেক্টর, নিউইয়র্ক ডিপার্টমেন্ট অব হেলথ অ্যান্ড মেন্টাল হাইজিন)। তিনি ফাউন্ডেশনের এমন সেবামূলক কাজের জন্য অভিনন্দন জানান এবং ভবিষ্যৎ সফলতা কামনা করেন। আরো ছিলেন স্পেশাল গেস্ট মোহাম্মাদ এ সিদ্দিক (সিইও অব শেফার্ড হোম কেয়ার)। তিনি তার স্বল্প বক্তৃতায় মানসিক স্বাস্থ্য নিয়ে চমৎকার কথা বলেন এবং পরিশেষে সেমিনারে অংশগ্রহণকারী সবাইকে সার্টিফিকেট প্রদানের মাধ্যমে এই মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা শেষ হয়।

শেয়ার করুন