২৭ এপ্রিল ২০১২, শনিবার, ০৬:৩৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
‘ব্রাজিল থেকে জীবন্ত গরু আনা সম্ভব, তবে প্রক্রিয়া জটিল’ খালেদা জিয়ার সঙ্গে মির্জা ফখরুলের ঘন্টাব্যাপী সাক্ষাৎ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭ জানুয়ারির সংসদ নির্বাচনে গণতান্ত্রিক ধারাবাহিকতা প্রতিষ্ঠা হয়েছে - হাবিবুল মার্কিন পররাষ্ট্র দফতরের প্রতিবেদন অনুমান ও অপ্রমাণিত অভিযোগ নির্ভর- পররাষ্ট্র মন্ত্রনালয় ইউরোপে ভারতীয় ৫২৭ পণ্যে ক্যান্সার সৃষ্টিকারি উপাদন শনাক্ত বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে কড়াকড়ি বিএনপির আন্দোলন ঠেকানোই ক্ষমতাসীনদের প্রধান চ্যালেঞ্জ বিএনপিকে মাঠে ফেরাচ্ছে আওয়ামী লীগ উপজেলা নির্বাচন নিয়ে অদৃশ্য চাপে বিএনপি


রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের নির্বাচন কমিশন গঠন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৮-১১-২০২৩
রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের নির্বাচন কমিশন গঠন সাধারণ সভায় বক্তব্য রাখছেন সভাপতি ফখরুল ইসলাম মাছুম


প্রবাসের অন্যতম এবং আদর্শিক সংগঠন রূপসী চাঁদপুর ফাউন্ডেশন। প্রতিষ্ঠার পর থেকেই এই সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে সৌহার্দ্য সম্প্রীতি এবং ইস্পাত কঠিন ঐক্য অটুট। নির্বাচন বা সাংগঠন কর্মকাণ্ড নিয়ে মাঝে মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হলেও বা সামন্য তিক্তার সৃষ্টি হলেও নির্বাচন বা সাংগঠনিক কর্মকাণ্ড শেষে সবার মুখে হাসি যেন সৌহার্দ্য সম্প্রীতির অনন্য নিদর্শন। নেতৃত্বের মধ্যে ক্ষমতার লোভ নেই, সবার প্রত্যাশা এবং অঙ্গীকার যেন মিলেমিশে একটি পরিবার হয়ে এগিয়ে যাই।

সেই আদর্শ সংগঠনের পালে লেগেছে নির্বাচনী হাওয়া। গঠন করা হয়েছে তিন সদস্যের নির্বাচন কমিশন। আর এটি গঠন করা হয় সংগঠনের সাধারণ সভায়। গত ৩০ অক্টোবর সন্ধ্যায় সাধারণ সভাটি অনুষ্ঠিত হয় জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে। সংগঠনের সভাপতি মাওলানা ফখরুল ইসলাম মাছুমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নূরে আলম মনিরের পরিচালনায় অনুষ্ঠানে মঞ্চে উপবিষ্ট ছিলেন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি ও রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের সাবেক উপদেষ্টা নার্গিস আহমেদ, সাবেক সভাপতি ও উপদেষ্টা আমিন খান জাকির, সাবেক সভাপতি ও উপদেষ্টা বাবুল চৌধুরী, উপদেষ্টা প্রফেসর শাহাদাত হাসান, সাবেক সভাপতি ও উপদেষ্টা ফারুক হোসেন মজুমদার, সাবেক সভাপতি ও উপদেষ্টা মামুন মিয়াজী, অতিথি হিসেবে ছিলেন বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি ডা. এনামুল হক, বারী হোম কেয়ারের প্রেসিডেন্ট আসেফ বারী টুটুল, মুনমুন হাসিনা বারী, বৃহত্তর কুমিল্লা সমিতির সিনিয়র সহ-সভাপতি ইউনূস সরকার, সাধারণ সম্পাদক এ বি সিদ্দিক পাটোয়ারি।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বিপ্লব সাহা, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ কবীর হোসেন, আক্তার হামিদ, মাহবুবুর রহমান, সাইফুল ইসলাম লিটন প্রমুখ।

সাধারণ সভার শুরুতেই সবাইকে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন সভাপতি ফখরুল ইসলাম মাছুম। তিনি তার মেয়াদকালের কর্মকাণ্ডের তথ্য তুলে ধরেন এবং সভার কার্যক্রম শুরু করেন।

সাধারণ সভায় সাধারণ সম্পাদক নূরে আলম মনির তার রিপোর্ট পেশ করেন এবং অর্থ সম্পাদক মোহাম্মদ সাদেক আয়-ব্যয়ের হিসাব তুলে ধরেন। সেখানে উল্লেখ করা হয়, এই প্রথমবারের মতো ৩৬ হাজার ডলার, ৬০০ ডলার উদ্বৃত্ত করে নিউজার্সিতে চাঁদপুরবাসীর জন্য ৩৬টি কবর ক্রয় করা হয়। এছাড়াও সাধারণ সভায় সিদ্ধান্ত নেওয়া হয় আগামী ডিসেম্বরের মধ্যে চাঁদপুর জেলার ৮টি উপজেলায় মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে ৮ লাখ টাকার বৃত্তি প্রদান করা হবে। ভবিষ্যতে প্রবাসেও এই বৃত্তি প্রকল্প চালু করা হবে।

সভায় সর্বসম্মতিক্রমে তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। প্রধান নির্বাচন কমিশনার হলেন আমিন খান জাকির, দুই সদস্য হলেন-বাবুল চৌধুরী ও আলমগীর হোসেন।

সাধারণ সভায় সব প্রশ্নের উত্তর দেন সভাপতি ফখরুল ইসলাম মাছুম। সাধারণ সভাটি মোটামুটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শেষ হয়। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে সভাপতি সাধারণ সভার সমাপ্তি ঘোষণা করেন।

শেয়ার করুন