২৭ এপ্রিল ২০১২, শনিবার, ১১:৪৭:০১ অপরাহ্ন
শিরোনাম :
‘শেরে বাংলা আপাদমস্তক একজন পারফেক্ট বাঙালি ছিলেন’ বিএনপির বহিস্কৃতদের জন্য সুখবর! মে দিবসে নয়পল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ উপজেলা নির্বাচনে অংশ নেয়ার জের, বিএনপির বহিস্কার ৭৬ থাইল্যান্ডের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগে পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান ‘ব্রাজিল থেকে জীবন্ত গরু আনা সম্ভব, তবে প্রক্রিয়া জটিল’ খালেদা জিয়ার সঙ্গে মির্জা ফখরুলের ঘন্টাব্যাপী সাক্ষাৎ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭ জানুয়ারির সংসদ নির্বাচনে গণতান্ত্রিক ধারাবাহিকতা প্রতিষ্ঠা হয়েছে - হাবিবুল মার্কিন পররাষ্ট্র দফতরের প্রতিবেদন অনুমান ও অপ্রমাণিত অভিযোগ নির্ভর- পররাষ্ট্র মন্ত্রনালয়


নিউইয়র্কে আলেম-ওলামাদের সমাবেশে আন্দোলনের হুঁশিয়ারি
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৯-০৫-২০২২
নিউইয়র্কে আলেম-ওলামাদের সমাবেশে আন্দোলনের হুঁশিয়ারি বক্তব্য রাখছেন মওলানা মীর্জা আবু জাফর বেগ


বাংলাদেশে ১১৬ জন বরেণ্য ওলামা-মাশায়েখ ও ১০০০ মাদরাসাকে গণকমিশন কর্তৃক মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে নিউইয়র্কে আলেম-ওলামারা সমাবেশ করেছেন। হাজিক্যাম্প হিসেবে পরিচিত নিউইয়র্কের জ্যামাইকায় প্রতিষ্ঠিত মসজিদ মিশন সেন্টারে গত ১৮ মে বাদ মাগরিব এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, ‘তথা কথিত গণকমিশন’ যে অভিযোগ তুলেছে তা মূলত একটি মহলের ইসলামের বিরুদ্ধে সুদূরপ্রসারি যড়যন্ত্র। তারা বাংলাদেশ থেকে ইসলামকে নিশ্চিহ্ন করতে চায়। বক্তারা বলেন, আলেম-ওলামাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এখন দেশ ও প্রবাসের সকল আলেমদের ঐক্যবদ্ধ হয়ে এই ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। প্রয়োজনে আরো একটি গণআদালত গঠন করে ইসলাম ও আলেম সমাজের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের মুখোশ খুলে দিতে হবে। সভায় যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ও জাতিসংঘ সহ আন্তর্জাতিক সকল মহলে প্রতিবাদ জানানো এবং কথিত গণকমিশনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত হয়। 

ইমাম অধ্যাপক মুহিব্বুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে নিউইয়র্ক সিটি ছাড়াও বাফেলো এবং নিউজার্সী রাজ্যের প্রায় অর্ধশত বাংলাদেশি ইমাম-ওলামা অংশ নেন। এছাড়াও বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি সমাবেশে যোগ দেন। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জ্যামাইকা মুসলিম সেন্টারের ইমাম ও খতিব মওলানা মির্জা আবু জাফর বেগ, প্রবীণ ইমাম মওলানা জালাল সিদ্দিকী, মওলানা দেলোয়ার হোসাইন, মওলানা মুফতি ইসমাইল হোসেন, মওলানা সাইদুর রহমান, মওলানা লুৎফুর রহমান কাসেমী, মওলানা বফির বেফায়ী, মওলানা আতাউর রহমান জালালাবাদী, মওলানা মুফতি আব্দুল মালেক আলমাদী, মওলানা মাসুক আহমেদ, মওলানা সাইফুল হুদা, মওলানা ইয়াসীন, ডা. জুন্নুন চৌধুরী, মানবাধিকার নেতা, সাংবাদিক ও শিক্ষক ইমরান আনসারী প্রমুখ। সভা পরিচালনা করেন মওলানা মুফতি আব্দুল মালেক এবং ধন্যবাদ জ্ঞাপন করেন মসজিদ মিশন সেন্টারের ইমাম হাফেজ রফিকুল ইসলাম। 

প্রতিবাদ সমাবেশে বক্তারা আরো বলেন, বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনে দেশের আলেম সমাজগণ যাতে কোন ভ‚মিকা রাখতে না পারে সে জন্যও গণকমিশন কর্তৃক ১১৬ জন বরেণ্য ওলামা-মাশায়েখ ও ১০০০ মাদরাসার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে। যে অভিযোগ সর্ববৈ মিথ্যা। বক্তারা ইসলাম ও আলেমদের মর্যাদা রক্ষায় ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের সুদৃষ্টি কামনা করেন অন্যথায় দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন।

শেয়ার করুন