০৪ মে ২০১২, শনিবার, ০৫:৪৪:৪৪ পূর্বাহ্ন


যুক্তরাষ্ট্র আ’লীগের বিক্ষোভে ড. সিদ্দিক
যারা প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেয় তারা দেশের শত্রু
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৯-০৬-২০২২
যারা প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেয় তারা দেশের শত্রু বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণকারীরা


যারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয় তারা দেশের শত্রু। বাংলাদেশে তাদের থাকার কোন অধিকার নেই। তাদের প্রতিহত করতে হবে। প্রয়োজনে ধরে ধরে আইন প্রয়োগকারী সংস্থার হাতে তুলে দিতে হবে। এর জন্য অপেক্ষা করতে হবে। যারা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের পদ পদবী এবং ভিজিডিং কার্ড নিয়ে ঘুরছেন তারা আজকে কোথায়? পদ নিয়ে ঘুরবেন, লম্বা লম্বা কথা বলবেন- প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদ সভায় আসবেন না, তাতো হতে পারে না। মনে রাখেন সঠিকভাবে দায়িত্ব পালন না করলে, সময় মত রাস্তায় না থাকলে আগামীর কমিটিতে সুযোগ পাবেন না। এই কথাগুলো বলেছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ গত ৪ জুন সন্ধ্যায় জ্যাকসন হাইটসের ডাইভার সিটি প্লাজায় বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের পরিচালনায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান আরো বলেন, যারা প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়েছেন তারা দেশের শত্রু, দেশের জনগণের শত্রু। তাদেরকে অবিলম্বে গ্রেতার করে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে। তিনি বলেন, ৭৫ আর ২০২২ এক নয়। আমরা ভদ্র, কিন্তু অভদ্রের কিভাবে শায়েস্তা করতে হয় তা আমাদের ভালই জানা আছে। ড. সিদ্দিকুর রহমান বলেন, সাম্রাজ্যবাদী শক্তির সকল রক্তচু উপো করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ করে ২৫ জুন উদ্বোধন করতে যাচ্ছেন তখন সেতু বিরোধী পরাজিত শক্তি ঈর্ষান্বিত হয়ে প্রধানমন্ত্রীকে নিশানায় পরিণত করেছে। আমরা দেশের জনগণকে নিয়ে এই অপশক্তির দাঁতভাঙ্গা জবাব দেব। তিনি বলেন, ৭৫’র হাতিয়ার গর্জে ওঠুক আরেকবার’ এই শ্লোগান দিয়ে তারা প্রমাণ করেছে তারা প্রধানমন্ত্রীকে ঘ্যুা করতে চায়। তিনি আরো বলেন, একাত্তরের হাতিয়ার দিয়ে, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদের নেত্রীসহ স্বাধীন বাংলাদেশকে আমরা রা করব।  তিনি আরো বলেন, শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে বা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে ক্ষমতায় যাবার স্বপ্ন দু:স্বপ্নে পরিণত হবে। কারণ ২০৪০ সাল পর্যন্ত আওয়ামী লীগই ক্ষমতায় থাকবে। এ সময় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান দেশের সাথে সময় মিলিয়ে পদ্মা সেতু উদ্বোধনের মাহেন্দ্রণে ২৪ জুন ওয়াশিংটনে বিশ্ব ব্যাংকের সামনে আনন্দ সমাবেশের ঘোষণা দেন। সমাবেশ অনুষ্ঠিত হবে দুপুরে। তিনি এই সমাবেশে দল এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের যোগদানের আহবান জানান।

এ ছাড়াও তিনি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের কঠোর সমালোচনা করে বলেন, যারা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের পদ পদবী এবং ভিজিডিং কার্ড নিয়ে ঘুরছেন তারা আজকে কোথায়? পদ নিয়ে ঘুরবেন, লম্বা লম্বা কথা বলবেন- প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদ সভায় আসবেন না, তাতো হতে পারে না। মনে রাখেন সঠিকভাবে দায়িত্ব পালন না করলে, সময় মত রাস্তায় না থাকলে আগামীর কমিটিতে সুযোগ পাবেন না। শুধু শুধ সমলোচনা করবেন, আর কর্মসূচিতে আসবেন না, তাতো হতে পারে না। পদে থাকলে বা পদবী ব্যবহার করে সুযোগ সুবিধা নিলে কাজ করতে হবে।

প্রতিবাদ সমাবেশে আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন ধরনের স্লোগান দেন। যার মধ্যে অন্যতম মতায় আছি বলে আমরা রাজপথ ছাড়ি নাই। আমরা রাজপথে ছিলাম, রাজপথে আছি এবং রাজপথে থাকব। শেখ হাসিনার সরকার বার বার দরকার।

প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি সামসুদ্দিন আজাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুন, প্রচার সম্পাদক হাজী এনাম, প্রবাসী কল্যাণ সম্পাদক মো: সোলায়মান আলী, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সদস্য শাহানারা রহমান, খোরশেদ খন্দকার, আলী হোসেন গজনবী, উপ দপ্তর সম্পাদক আব্দুল মালেক, শাখাওয়াত বিশ্বাস, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মেরাজ, বীর মুক্তিযোদ্ধ আব্দুল মুকিত চৌধুরী, নিউইয়র্ক স্টেট সভাপতি মুজিবুর রহমান মিয়া, সহ সভাপতি মুনির হোসেন, রফিকুল ইসলাম, হুমায়ুন কবীর, যুগ্ম সম্পাদক স্বীকৃতি বড়–য়া, যুব লীগের আহবায়ক তারেকুল হায়দার, নূরুন নাহার গিনি, যুব লীগ নেতা সেবুল মিয়া, মোহাম্মদ ওয়াহিদ, রেহানুজ্জামান সুমন, রিন্টু লাল, রেজা আব্দুল্লাহ, গাজী লিটন, কামাল হাসান রাকিব, আশরাফ উদ্দিন, সৈয়দ কিবরিয়া, আল আমিন, সাইফুল আলম, জহিরুল ইসলাম, জে এ জয়, জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

শেয়ার করুন