২৯ এপ্রিল ২০১২, সোমবার, ০৯:৫৬:৫৬ পূর্বাহ্ন


অন্যপক্ষ বলছে কুচক্রীমহলের অপতত্পরতা
একপক্ষ বলছে ফোবানা কলঙ্ক মুক্ত হয়েছে
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৬-০৬-২০২২
একপক্ষ বলছে ফোবানা কলঙ্ক মুক্ত হয়েছে


 ফোবানা নিয়ে আবারো দু’পক্ষের লড়াই শুরু হয়েছে। এই লড়াই প্রত্যক্ষ রূপ নিয়েছে। ফোবানার এই অংশ দু’ভাবে বিভক্ত হয়ে পড়েছেন। এই বিভক্তিকে কেন্দ্র করে কমিউনিটিতে কাদা ছোড়াছুড়ি শুরু হয়েছে। যারাই এক সময়ের বন্ধু, তারাই এখন শত্রুতে পরিণত হয়েছে। নেতৃত্বের লড়াইকে কেন্দ্র করে দুই পক্ষের বিভক্তির কারণে এক পক্ষ আরেক পক্ষকে ঘায়েলে বক্তৃতা এবং বিবৃতি দেয়া শুরু করেছেন। নব গঠিত আহ্বায়ক কমিটি বলছে ফোবানা কলঙ্ক মুক্ত হয়েছে। আরেক পক্ষ বলছেন ফোবানাকে অপতত্পরতা শুরু হয়েছে।

আহ্বায়ক কমিটি

আহ্বায়ক কমিটির পক্ষ থেকে বলা হচ্ছে- দীর্ঘ প্রতীার পর অবশেষে ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকার (ফোবানা) কার্যকরি কমিটিকে কলঙ্ক ও কলুষ মুক্ত করা হল। গঠিত হলো পূর্ণাঙ্গ নতুন কমিটি যাতে রযেছেন বিভিন্ন সংস্কৃতিক, সামাজিক ও মানবিক ব্যক্তিত্ব। এই কমিটিতে নেই কোনো অপশক্তি ও দুর্নীতিবাজদের প্রভাব, নেই কোনো আদালতে সাজাপ্রাপ্ত মানুষের ছোয়া। বেশ কয়েক বছর ধরে ফোবানা একটি অপশক্তি দ্বারা জিম্মি হয়ে ছিল এবং এর পরিত্রাণের বহু প্রচেষ্টা সত্তে¡ও এই রাহু থেকে বের হওয়া যাচ্ছিলো না। দিনে দিনে অপশক্তির দৌরাত্ম্য বাড়তে থাকে এবং সংগঠনের গলার ফাঁস হয়ে আটকে ছিল। বহুবার প্রস্তাব উত্থাপনের পরও ফোবানার কার্যকরি কমিটি থেকে আদালতে সাজাভুক্ত ব্যক্তিবর্গ ও ভুয়া সংগঠনের সিন্ডিকেট হোতাদেরকে বাদ দেয়া সম্ভব হয়নি। অবশেষে গত পহেলা জুন ফোবানার সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম এজিএমের দুই-তৃতীয়াংশ সদস্যের মতামতের ভিত্তিতে ফোবানার নির্বাহী কমিটি বিলুপ্ত করে একটি অ্যাডহক কমিটি গঠনের মাধ্যমে ফোবানাকে তার মূলধারায় পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়। সম্প্রতি একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করে ফোবানা কনভেনশন ২০২২ সহ ফোবানার সকল কার্যক্রম চালিয়ে যাওয়ার উদ্যোগ নেয়া হয়। বিগত কয়েক বছর ধরে ফোবানার কিছু সংখক সিন্ডিকেট নেতারা ফোবানার মেম্বারশিপ কমিটিকে দখল করে রাখেন। তারা বিভিন্ন অনিয়ম ও দলীয়করণের মাধ্যমে ফোবানার ভোটিং মেম্বারদের তালিকা নিয়ন্ত্রণ করে আসছিলো এবং এতে অনেক সংগঠন ভোটার অধিকার থেকে বঞ্চিত হচ্ছিলো। আরো জানা গেছে যে, এই কতিপয় নেতার ফোবানাকে নিজের ব্যক্তিগত ও ব্যবসায়িক কাজে ব্যবহার করে নিজের স্বার্থ হাসিল করার প্রচেষ্টায়রত ছিলেন ও আছেন। ইতিমধ্যে জানা গেছে যে ফোবানার শীর্ষস্থানীয় কতিপয় নেতারা মাত্র ৬৫০ জনের শিকাগো ফোবানা কনভেনশন হলের জন্য তিনশো হাজার ডলারের ভুয়া বাজেট বানিয়ে ঢাকাসহ বিভিন্ন জায়গায় বেপরোয়া চাঁদাবাজি, আদম ব্যবসা ইত্যাদিতে লিপ্ত হন। এই স্বাধীনতাবিরোধী অপশক্তি গত বত্সর স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের ফোবানা সম্মেলনটি বানচাল করার অপচেষ্টা করেছেন। আরো বিভিন্ন সাংগঠনিক অনিয়ম, মিটিং থেকে সামান্য কারণে মাইক বন্ধ করে বাক স্বাধীনতার অধিকার হরণ, মিটিংয়ে প্রশ্ন না করতে দেয়ার ধৃষ্টতাসহ আরো বিভিন্ন অসাংগঠনিক কর্মকাণ্ডের মাধ্যমে ফোবানার সুস্থ পরিবেশ বিনষ্ট করে আসছেন। এসব বিবেচনা করে ফোবানার সাধারণ সদস্যদের দুই-তৃতীয়াংশ এই অপশক্তিতে ভরপুর নির্বাহী কমিটিকে অব্যাহতি দিয়ে একটি পূর্ণাঙ্গ অ্যাডহক কমিটি গঠন করে এবং শিকাগোর ফোবানা সম্মেলনকে বাতিল ঘোষণা করে ফোবানাকে সঠিক দিকে পরিচালিত করার ঘোষণা দেন।

ফোবানার গঠিত এই অ্যাডহক কমিটির চেয়ারম্যান আতিকুর রহমান (নাট্যব্যক্তিত্ব-আবৃত্তিকার), ভাইস চেয়ারম্যান জাহিদ হোসেন (সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও আইন বিশেষজ্ঞ), এক্সিকিউটিভ সেক্রেটারি ড. রফিক খান (ইঞ্জিনিয়ার ও সংগীতশিল্পী), জয়েন্ট এক্সিকিউটিভ সেক্রেটারি মুহাম্মদ কবির কিরন (আবৃত্তিকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব), ট্রেজারার লতিফুল রেজা তুষার (মনোনিক সংগঠনের নেতা) আউটস্টান্ডিং মেম্বারদের মধ্যে রয়েছেন জাকারিয়া চৌধুরী, ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, বেদারুল ইসলাম বাবলা, জিআই রাসেল, শিব্বীর আহমেদ, সাদেক খান, এমডি মনিরুজ্জামান (কানাডা), আরিফ আহমেদ আশরাফ এবং রহিম নেহাল। এক্সিকিউটিভ মেম্বার অর্গানাইজেশনগুলো হচ্ছে: হোস্ট অ্যাসোসিয়েশন (আলোচনা চলছে), বাংলাদেশ লিগ অব আমেরিকা (নিউইয়র্ক), এনআরবি ইউএসএ (নিউইয়র্ক), কারিগর প্রোডাকশন অ্যান্ড কালচারাল সোসাইটি (ফোরিডা), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব লস অ্যাঞ্জেলেস (ক্যালিফোর্নিয়া), বৈশাখীমেলা (ক্যালিফোর্নিয়া), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মন্ট্রিয়াল (কানাডা), রাইটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যালিফোর্নিয়া), বিডি সুরছন্দ (নিউইয়র্ক), ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ডিএমভি (ভার্জিনিয়া), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব স্যান এন্টোনিও (টেক্সাস), জর্জিয়া এশিয়ান বিজনেস নেটওয়ার্ক (জর্জিয়া), বঙ্গ ফাউন্ডেশন (টেক্সাস), গ্লোবাল ইয়ুথ লিডারশিপ অর্গানিজশন (ক্যালিফোর্নিয়া), বাংলাদেশ ফাউন্ডেশন অব ফোরিডা (ফোরিডা), শতদল ইনক (নিউজার্সি), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পিটাসবার্গ পেনসিলভানিয়া।

ফোবানা ঘিরে কুচক্রীমহলের অপতত্পরতা 

যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের প্রাণের মিলনমেলা ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন্স ইন নর্থ আমেরিকাকে (ফোবানা) কেন্দ্র করে আবারো সক্রিয় হয়ে উঠেছে ফোবানাবিরোধী একটি কুচক্রীমহল। মহলটি বর্তমান কেন্দ্রীয় কমিটিকে জড়িয়ে ফোবানার নতুন আহ্বায়ক দেখিয়ে নানাধরনের অপপ্রচার চালিয়ে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের মাঝে বিভ্রান্তি ছড়িয়ে কমিটির সুনাম ক্ষুণ্ন বিভাজন সৃষ্টির পাঁয়তারা করছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ফোবানা চেয়ারম্যান রেহান রেজা ও এক্সিকিউটিভ সেক্রেটারি মাসুদ রব চৌধুরী স্বারিত উক্ত বিজ্ঞপ্তিতে বলে হয়, গত ২ জুন কয়েকটি সংবাদমাধ্যমে ফোবানা এবং ফোবানার কেন্দ্রীয় কমিটি বিরোধী কিছু ব্যক্তি দ্বারা ফোবানার নতুন অ্যাডহক কমিটি সংক্রান্ত এক ভুয়া সংবাদ প্রচার করা হয়েছে, যা কোনোক্রমেই সত্য নয় এবং অসাংবিধানিকভাবে ফোবানার নিয়মনীতির প্রতি অশ্রদ্ধা দেখিয়ে এই অপচেষ্টা চালানো হচ্ছে। ফোবানার সুনাম ক্ষুণু করার জন্য এবং ফোবানায় বিভাজন সৃষ্টি করার জন্য এটা করা হচ্ছে। গত ২৯ মে ফোবানার কেন্দ্রীয় কমিটির সভায় যেসব ব্যক্তিদের তাদের অগ্রহণযোগ্য আচরণের জন্য সভা থেকে বহিষ্কার করা হয়েছে, তা ফোবানার নিয়মনীতি মেনেই করা হয়েছে। তাই প্রতিশোধ গ্রহণ করার ঘৃণ্য স্পৃহায় সেসব ব্যক্তি কেন্দ্রীয় কমিটি এবং ফোবানার সংবিধানের বিরুদ্ধে গিয়ে নতুন আহ্বায়ক কমিটি গঠন করার অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। সাধারণ মানুষকে বিভ্রান্ত করার ব্যর্থ চেষ্টা করে যাচ্ছেন। যারা অসাংবিধানিভাবে ফোবানার কেন্দ্রীয় কমিটি বাতিল করার মতো বিষয় উপস্থাপন করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করার ধৃষ্টতা দেখাচ্ছেন। ভাবতে অবাক লাগে, তাদের চক্রান্তমূলক সভায় অংশগ্রহণকারী যেসব সংগঠনের কথা বা যে সংখ্যা উল্লেখ করা হয়েছে তা সম্পূর্ণ ভুয়া এবং অসত্য। আমরা দ্বিধাহীনভাবে সবার দৃষ্টি আকর্ষণ করে জানাতে চাচ্ছি, ফোবানার কেন্দ্রীয় কমিটি এখনো ফোবানার সংবিধান অনুযায়ী বহাল রয়েছে এবং ফোবানার সকল কার্যক্রম অব্যাহত রাখার জন্য ফোবানার বর্তমান কেন্দ্রীয় কমিটি অটল ভ‚মিকা পালন করে যাবে।

উল্লেখ্য, চলতি বছরের সেপ্টেম্বর ২-৪ তারিখে ৩৬তম ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগো শহরে। স্বাগতিক সংগঠন হিসেবে কাজ করছেন বাংলাদেশ অ্যাসোশিয়েশন্স অব শিকাগোল্যান্ড। সাম্পতি গণমাধ্যমে ফোবানা বিরোধী উক্ত কুচক্রীমহলের ভুয়া তথ্য ও সংবাদে বিভ্রান্ত না হবার জন্য আহ্নান জানান ফোবানা কর্তৃপক্ষ।

শেয়ার করুন