২৯ মার্চ ২০১২, শুক্রবার, ০২:১২:৩৩ পূর্বাহ্ন


হাতে হাত ধরে
সুফিয়ান আহমদ চৌধুরী
  • আপডেট করা হয়েছে : ১৪-০৫-২০২২
হাতে হাত ধরে


ওই দূর পল্লীগাঁয়ে কুঁড়েঘরে, সরলতায় জীবন বাঁধে

ভালেবাসায় সংসার বাঁধে, মন-প্রাণে ভালোবাসায়

কিষাণ-কিষাণী সুখ দুখে, একসাথে থাকে কাছাকাছি

জীবন কাটায় দুইজনে মিলে, ভালোবাসার ছোট্ট ঘরে

সুখ দুখ ভাগাভাগি করে দুজনে চলে সংসার নিয়ে

সরল মনে জীবন চলে শান্ত পল্লীগাঁয়ের নীরবতায়

ধানের ক্ষেত চোখে, স্বর্ণালির সন্ধানে মন রয় উজালা

পান্তাভাতে আগামীর স্বপ্ন আঁকে ওরা রঙিন দিনের

মাটির মাঝে দেখে সোনার কাঠির ছবি ঝলোমলো

জীবনের গান ধরে কণ্ঠে কী যে মধুর গান আহা সুখ

সবুজের স্বাদ নেয় প্রাণ ভরে ভালেবাসায় কী যে ওরা

এগিয়ে চলে আগামীর পথে শক্ত করে হাতে হাত ধরে।


শেয়ার করুন