২৮ এপ্রিল ২০১২, রবিবার, ০২:১৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‘শেরে বাংলা আপাদমস্তক একজন পারফেক্ট বাঙালি ছিলেন’ বিএনপির বহিস্কৃতদের জন্য সুখবর! মে দিবসে নয়পল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ উপজেলা নির্বাচনে অংশ নেয়ার জের, বিএনপির বহিস্কার ৭৬ থাইল্যান্ডের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগে পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান ‘ব্রাজিল থেকে জীবন্ত গরু আনা সম্ভব, তবে প্রক্রিয়া জটিল’ খালেদা জিয়ার সঙ্গে মির্জা ফখরুলের ঘন্টাব্যাপী সাক্ষাৎ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭ জানুয়ারির সংসদ নির্বাচনে গণতান্ত্রিক ধারাবাহিকতা প্রতিষ্ঠা হয়েছে - হাবিবুল মার্কিন পররাষ্ট্র দফতরের প্রতিবেদন অনুমান ও অপ্রমাণিত অভিযোগ নির্ভর- পররাষ্ট্র মন্ত্রনালয়


কুসিকে চলছে ভোট
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১৫-০৬-২০২২
কুসিকে চলছে ভোট


বর্তমান নির্বাচন কমিশনের প্রথম নির্বাচন কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন শুরু হয়েছে। কিছুটা উৎসবমুখর পরিবেশে কুমিল্লায় অণুষ্টিত হচ্ছে এ নির্বাচন। যা এ সিটির তৃতীয় নির্বাচন। এবারের নির্বাচনে মেয়র পদে প্রার্থী পাঁচজন। মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন গত দুবারের মেয়র স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক (টেবিল ঘড়ি) ও আওয়ামী লীগের আরফানুল হক (নৌকা)। অন্য তিনজন হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের রাশেদুল ইসলাম (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ নিজামউদ্দিন (ঘোড়া) ও কামরুল আহসান (হরিণ)।

এর মধ্যে মনিরুল হক বিএনপির ও নিজামউদ্দিন স্বেচ্ছাসেবক দলের নেতা ছিলেন। সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়ায় দুজনকেই বহিষ্কার করে বিএনপি। 

কুসিকের মত ছোট্ট একটা সিটির নির্বাচন হলেও এর গুরুত্বটা অনেক। বিশেষ করে নতুন নির্বাচন কমিশনের এটা এসিড টেষ্ট হিসেবেই দেখছেন অনেকেই। এ নির্বাচন নিয়ে বিএনপির কোনো মাথাব্যাথা না থাকলেও বিভিন্নমহলের দৃষ্টি রয়েছে। ইতিমধ্যে সিইসি হাবিবুল আউয়ালের একটি পদক্ষেপে প্রচন্ড ক্ষিপ্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় কিছু নেতা। সিইসি ওই এলাকার সংসদ সদস্যকে এলাকার বাইরে চলে যেতে বলেছিলেন।

কিন্ত সেটা আমলে নেয়নি স্থানীয় সাংসদ। এতে তিনি এ নির্বাচন প্রভাবমুক্ত হওয়ার ব্যাপারে শংকিত রয়েছেন। এক পর্যায় তিনি অসায়ত্বও প্রকাশ করেছেন। যদিও আইনগত দিক থেকে সিইসির এ পদক্ষেপ যৌক্তিক নয় বলে জানাচ্ছেন আওয়ামী লীগের নেতারা। কারন তিনি ওই এলাকার ভোটার। তারও আজ ভোট দানের অধিকার রয়েছে।  

শেয়ার করুন