২৫ এপ্রিল ২০১২, বৃহস্পতিবার, ০১:৩৭:৫৬ অপরাহ্ন


সাইকেল থেকে আচমকা পড়ে গেলেন বাইডেন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২২-০৬-২০২২
সাইকেল থেকে আচমকা পড়ে গেলেন বাইডেন সাইকেল থেকে পড়ে গেলেন বাইডেন


মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ডেলাওয়ার রাজ্যে তার সমুদ্রসৈকত ঘেঁষা বাড়ির কাছে সাইকেল চালাতে গিয়ে আচমকা পড়ে গেছেন। তবে সাইকেল থেকে পড়ে গেলেও অত আছেন তিনি। গত ১৮ জুন সকালের দিকে এই দুর্ঘটনা ঘটেছে বলে ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

একটি ভিডিওতে দেখা গেছে, ৭৯ বছর বয়সী প্রেসিডেন্ট সাইকেল থেকে পড়ে যাওয়ার পরপরই উঠে দাঁড়ান। এ সময় তিনি বলেন, ‘আমি ভালো আছি।’ ডেলাওয়ারের রেহোবোথ বিচ লাগোয়া নিজ বাড়ির কাছে ফার্স্টলেডি জিল বাইডেনকে সাথে নিয়ে বাইক চালাচ্ছিলেন জো বাইডেন। সৈকতের একটি পার্কের কাছে দর্শকদের সাথে কথা বলার সময় সাইকেল থামান তিনি। কিন্তু সাইকেল থামিয়ে শরীরের ভারসাম্য ধরে রাখতে ব্যর্থ হন এবং সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যান তিনি।

পরে সেখানে উপস্থিত শুভাকাক্সক্ষী এবং একদল সাংবাদিককে বাইডেন বলেন, বাইকের ক্লিপ থেকে এক পা বের করার চেষ্টার সময় ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন তিনি। হোয়াইট হাউস বলেছে, প্রেসিডেন্ট সাইকেল থেকে পড়ে গেলেও শরীরে কোনো ধরনের জখম হয়নি। হোয়াইট হাউসের একজন কর্মকর্তা বলেছেন, প্রেসিডেন্টের কোনো চিকিত্সার প্রয়োজন হয়নি। পরিবারের সাথে দিনের বাকি অংশ কাটানোর জন্য উন্মুখ হয়ে আছেন তিনি।

যুক্তরাষ্ট্রের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের স্বাস্থ্য নিয়ে মানুষের বেশ আগ্রহ রয়েছে। বিশেষ করে তিনি ২০২৪ সালে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচন করবেন কিনা তা নিয়ে জল্পনাও বেড়েছে।

নির্বাচনের পরপরই প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার আগে ২০২০ সালের নভেম্বরে পোষ্য জার্মান শেফার্ডের সাথে খেলতে গিয়ে নিজের একটি পা ভেঙে ফেলেছিলেন জো বাইডেন। এর এক বছর পর ২০২১ সালের নভেম্বরে বাইডেন পুরোপুরি সুস্থ এবং সবল হিসেবে ঘোষণা দেন তার চিকিত্সকরা।

গত ১৮ জুন সাংবাদিকদের কয়েকটি প্রশ্নের জবাবে মার্কিন এই প্রেসিডেন্ট বলেন, তিনি মুদ্রাস্ফীতির চাপ কমানোর জন্য চীনা পণ্যের ওপর ট্রাম্প-যুগের কিছু শুল্ক শিথিল করার বিষয়ে ভাবছেন। শিগগিরই চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে কথা বলবেন বলেও জানিয়েছেন তিনি।

শেয়ার করুন