২৫ এপ্রিল ২০১২, বৃহস্পতিবার, ১১:২৬:৪১ পূর্বাহ্ন


করোনা সর্তকতায় প্রফেসর ডা. এবিএম আব্দুল্লাহ
করোনা আবারো বাড়ছে তবে আতংকের কিছু নেই
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ৩০-০৬-২০২২
করোনা আবারো বাড়ছে  তবে আতংকের কিছু নেই প্রফেসর ডা. এবিএম আব্দুল্লাহ/ ফাইল ছবি


বাংলাদেশে নতুন সঙ্কটের নাম করোনা। ক্রমশ বাড়ছে করোনা সংক্রামণ। ইতিমধ্যে স্বাস্থ্যমন্ত্রনালয় এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। মানুষের সমাগম হয় এমন স্থানে নতুন নির্দেশনা জারি করেছে। মসজিদে নামাজ পড়ার ক্ষেত্রে নির্দেশনা ছাড়াও স্কুলে বাধ্যতামূলক মাক্সপরিধান করা হয়েছে। আসলে দেশে দিন যত যাচ্ছে ফের করোনার প্রকোপ ততই যেন বাড়ছে। করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যে দৈনিক শনাক্ত দুই হাজার ছাড়িয়ে যাচ্ছে। 

গত ২০ এপ্রিল করোনায় মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এরপর টানা ৩০ দিন করোনায় মৃত্যুশূন্য দিন পার করে বাংলাদেশ। সম্প্রতি করোনায় মৃত্যু বেশি না হলেও আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। যা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। 

করোনাভাইরাসের নতুন ধরন সম্পর্কে সতর্ক করেছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও ইমেরিটাস প্রফেসরডা. এবিএম আব্দুল্লাহ। করোনাভাইরাসের চতুর্থ ঢেউ মোকাবিলায় মাস্ক পরার কোনো বিকল্প নেই বলেও জানিয়েছেন তিনি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আয়োজিত ‘করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও করণীয়’ শীর্ষক সেমিনারে ডা. এবিএম আব্দুল্লাহ বলেন, সবাইকে হাত ধোয়ার অভ্যাস চর্চা ও সামাজিক দূরুত্ব বজায় রাখাসহ যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

 করোনাভাইরাসের নতুন ধরন দ্রুত এবং ব্যাপকভাবে ছড়ায় এবং আক্রান্ত ব্যক্তি প্রায় ১০ জনকে সংক্রমিত করতে পারে বলে জানান এই ইমেরিটাস অধ্যাপক। তবে সংক্রমণের হারে বৃদ্ধি পেলেও আতঙ্কিত হওয়ার কিছু নেই। করোনাভাইরাসের চতুর্থ ঢেউ মোকাবিলায় লকডাউনের মতো পদক্ষেপের প্রয়োজন পড়বে না উল্লেখ করে তিনি বলেন, তবে বেপরোয়াভাবে চলাচল বা স্বাস্থ্যবিধি অমান্য করা যাবে না।’

এদিকে গত ২৮ জুন মঙ্গলবার সর্বশেষ তথ্য অনুসারে বাংলাদেশে আগের ২৪ ঘণ্টায় দেশে ২ হাজার  ৮৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। ফলে ওই সংখ্যা এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৬৯ হাজার ৩৬১ তে।  মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় তিনজনের মৃত্যু হয়েছে। ফলে মোট মারা যাওয়ার সংখ্যা বেড়ে ২৯ হাজার ১৪৫ জনে দাঁড়িয়েছে। মারা যাওয়া দুজন চট্টগ্রামের এবং একজন ঢাকার বাসিন্দা। এর মধ্যে দুজন নারী, একজন পুরুষ। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৪৮৯টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৫ দশমিক ৪৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২০০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭ হাজার ৬৭ জন।


শেয়ার করুন