২৬ অক্টোবর ২০২৫, রবিবার, ৬:৪৩:৪৬ পূর্বাহ্ন


কমিশনের তফসিল ঘোষণা
নোয়াখালী সোসাইটির নির্বাচন ২৬ অক্টোবর
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৭-০৯-২০২৫
নোয়াখালী সোসাইটির নির্বাচন ২৬ অক্টোবর নির্বাচনের তফসিল ঘোষণা করছেন প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ সোহেল


প্রবাসের অন্যতম আঞ্চলিক ও আদর্শিক সংগঠন বৃহত্তর নোয়াখালী সোসাইটির নির্বাচন আগামী ২৬ অক্টোবর। গত ১৪ সেপ্টেম্বর সন্ধ্যায় ব্রুকলিনের নোয়াখালী সোসাইটির ভবনে প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ সোহেল হেলাল নির্বাচনের তফসিল করেন। এই আরো উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সদস্য মোহাম্মদ ফারুক আহমেদ, একেএম ইব্রাহিম চৌধুরী, মোহাম্মদ মোস্তাক হোসেন মোশাররফ, মোহাম্মদ আব্দুল মান্নান, বৃহত্তর নোয়াখালী সোসাইটির সভাপতি নাজমুল হাসান মানিক, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কার্যকরি কমিটির সদস্য জাহিদ মিন্টু, ভাইস প্রেসিডেন্ট তাজু মিয়া, ট্রাস্টি বোর্ডের সদস্য রফিকুল ইসলাম, উপদেষ্টা পরিষদের সদস্য মাইনুল উদ্দীন মাহবুব, সহ-সাধারণ সম্পাদক সালেহ আহমেদ চৌধুরী রুবেল, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম বাবু, সহ-কোষাধ্যক্ষ জামাল উদ্দিন, দফতর সম্পাদক গোলাম কিবরিয়া মিরন, সদস্য মাহমুদুল হক প্রমুখ।

প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ সোহেল হেলাল বলেন, নির্বাচনে কার্যকরি পরিষদের ১৭টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচিত কার্যকরি কমিটির চার বছরের জন্য ক্ষমতায় থাকবেন। ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৬ অক্টোবর বোরবার। ব্রুকলিনের ১৭৯ স্কুল অডিটোরিয়ামে নির্বাচন অনুষ্ঠিত হবে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত। নির্বাচন শেষে ওইদিন নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হবে। মনোনয়নপত্র বিতরণ করা হবে আগামী ২১ সেপ্টেম্বর সন্ধ্যা ৮টা থেকে রাত ১০টা সমিতির ভবনে। মনোনয়ন পত্র দাখিল আগামী ২৩ সেপ্টেম্বর সন্ধ্যা ৮টা থেকে রাত ১০টা সমিতির ভবনে। মনোনয়নপত্র বাছাই আগামী ২৪ সেপ্টেম্বর সন্ধ্যা ৮টা থেকে রাত ১০টা সমিতির ভবনে। মনোনয়নপত্র প্রত্যাহার আগামী ২৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৮টা থেকে রাত ১০টা সমিতির ভবনে। চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা আগামী ২৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত সমিতির ভবনে।

তফসিল অনুযায়ী প্রত্যেক প্রার্থীকে নগদ ১৫০ ডলার (অফেরতযোগ্য) দিয়ে মনোনয়নপত্র এবং ১৫০ ডলার (অফেরতযোগ্য) দিয়ে ভোটার তালিকা সংগ্রহ করতে হবে। ১৭টি পদের জন্য ফি নির্ধারণ করা হয়েছে- সভাপতি ২২০০ ডলার, সহ-সভাপতি দুজন প্রতি জন ১৯০০ ডলার, সাধারণ সম্পাদক ২০০০ ডলার, সহ-সাধারণ সম্পাদক ১৬০০ ডলার, অর্থ সম্পাদক ১৫০০ ডলার, সহ-অর্থ সম্পাদক ১৩০০ ডলার, সাংগঠনিক সম্পাদক ১৪০০ ডলার, প্রচার সম্পাদক ১৩০০ ডলার, ধর্ম ও সমাজকল্যাণ সম্পাদক ১৩০০ ডলার, ক্রীড়া, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক ১৩০০ ডলার, দফতর সম্পাদক ১৩০০ ডলার। কার্যকরি পরিষদের সদস্য পাঁচজন, প্রত্যোকের জন্য ফি ৬০০ ডলার।

সভাপতি ও সাধারণ সম্পাদকের ক্ষেত্রে প্রার্থীদের আমেরিকার বৈধ রেসিডেন্সি থাকতে হবে। প্রার্থীদের মনোনয়নে ফি নগদে জমা দিতে হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার জানান, এবার মোট ভোটার সংখ্যা ২ হাজার ৪০৬ জন। যার মধ্যে লাইফ মেম্বারও রয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে সবার সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন