০৬ ডিসেম্বর ২০২৫, শনিবার, ৬:২২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্বকাপের ড্র অনুষ্টিত , সহজ গ্রুপে ব্রাজিল - যুক্তরাষ্ট্র ডি গ্রুপে স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া


প্রতিবন্ধী ব্যক্তি ভাতা ২০০০ টাকার দাবি
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ০২-০৪-২০২২
প্রতিবন্ধী ব্যক্তি ভাতা ২০০০ টাকার দাবি প্রতিবন্ধী ব্যক্তি ও সংগঠনের নেতৃবৃন্দ


প্রতিবন্ধী ব্যক্তি সংগঠনের নেতৃবৃন্দ বাজেটে প্রতিবন্ধী ব্যক্তি ভাতা নূন্যতম ২০০০ টাকার দাবি জানিয়েছেন । এর পাশাপাশি তারা অবিলম্বে প্রধানমন্ত্রী প্রতিশ্রুত প্রতিবন্ধী ব্যক্তিদের চাকরিতে নিয়োগ এবং কর্মসংস্থান নিশ্চিতকরণে বিশেষ নীতিমালা প্রণয়ণের দাবি জানান। 

বিভিন্ন প্রতিবন্ধী ব্যক্তি সংগঠনের নেতৃবৃন্দ আজ শুক্রবার শাহবাগস্থ জাতীয় জাদুঘরের সামনে একত্রিত হয়ে এই মানব বন্ধনে এদাবি জানান। মানব বন্ধনে বিভিন্ন প্রতিবন্ধী শিক্ষার্থী, অভিভাবক , বিভিন্ন পেশাজীবীরা অংশগ্রহণ করে এই দাবির সাথে একাত্বতা প্রকাশকরেন। 

কর্মসূচিতে বিভিন্ন প্রতিবন্ধী ব্যক্তি সংগঠনগুলোর পক্ষ থেকে আরো যেসব দাবি করা হয় তা হলো এবারের ২০২২-২৩ জাতীয় বাজেটেই শতভাগ প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি ও প্রতিবন্ধী ব্যক্তি ভাতা, উভয়ই নিশ্চিত করতে হবে। বাজেটেই বাণিজ্যিক প্রতিষ্ঠানসমূহে ১০ শতাংশ প্রতিবন্ধী মানুষদের নিয়োগে ৫ শতাংশ কর ছাড়ের নিয়মটি সংশোধন করে আনুপাতিক হারে ৫-৩ শতাংশ প্রতিবন্ধী কর্মী নিয়োগ দিলে ৩-১ শতাংশ কর ছাড়ের বিধান করতে হবে। সরকারি-বেসরকারি সকল সেবার তথ্যভান্ডারে প্রতিবন্ধিতা বিভাজিত তথ্য চাই।  অবিলম্বে প্রতিবন্ধী ব্যক্তি উন্নয়ন অধিদফতর বাস্তবায়ন করতে হবে। প্রতিবন্ধী ব্যক্তি সংবেদনশীল বাজেট বাস্তবায়নে মন্ত্রণালয় ভিত্তিক বরাদ্দ দিতে হবে।

এসব দাবি জানিয়ে বক্তারা বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কৌশল পত্রে ২০০০ সালের মধ্যে প্রতিবন্ধী ব্যক্তি ভাতা ১৫০০ টাকায় উন্নীত হওয়ার কথা থাকলেও তা ৭৫০ টাকায় আটকে আছে। বার বার বাজেটে প্রতিবন্ধী মানুষের উন্নয়নে মন্ত্রণালয় ভিত্তিক বরাদ্দ রাখার কথা বলা হলেও সরকার তা গ্রাহ্য করছে না। প্রতিবন্ধী ব্যক্তি অধিকার ও সুরক্ষা আইনের কর্মপরিকল্পনা অনুযায়ি বাজেটে কোন বরাদ্দ নেই।  করোনাকালিন পরিস্থিতিতে চাকরি চলে যাওয়া, চাকরির বাজারে প্রতিবন্ধী মানুষের সুযোগ আরও কমে যাওয়া, মুদ্রাস্ফীতি, দ্রব্যমূল্য বৃদ্ধি ইত্যাদি মিলিয়ে প্রতিবন্ধী মানুষের আজ নাভিশ্বাস অবস্থা। মানব বন্ধনে পিএনএসপি, এনসিডিডব্লিউ, এনজিডিও, বি-স্ক্যান, ডাব্লিউডিডিএফ, ডিসিএফ, ভিপস, এসডিএসএল, এইউডিসি, বিডিডিটি, ডিডিআরসি, সিবিডিসিপিও, বিএসডব্লিউএফডিসহ আরও অনেক প্রতিবন্ধী ব্যক্তি সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

শেয়ার করুন