১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ০৬:২২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
ইমাম নিহতের ঘটনায় টার্নারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন ম্যানহাটনে মুসলিম মহিলাকে ছুরিকাঘাত, আলবার্টকে ১১ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহত, প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ ট্রাম্পের কড়াকড়িতে অভিবাসী শ্রমিক কমলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শ্রমিকদের বেকারত্ব বেড়েছে ওয়াশিংটনের ন‍্যাশনাল প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে সভা মধ্যবর্তী নির্বাচন পরিচালনার নিয়ম বদলাতে মরিয়া ট্রাম্প জামায়াতের সাথে মার্কিন প্রতিনিধিদের বৈঠক নিয়ে নানা গুঞ্জন এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি বাংলাদেশ গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায় বাংলাদেশের সঙ্গেও ক্রিকেটে ভারতীদের ভূ-রাজনীতি


ফিরোজ সভাপতি, আলমগীর সা. সম্পাদক
সন্দ্বীপ সোসাইটি ইউএসএর নতুন কমিটি
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৫-১১-২০২৫
সন্দ্বীপ সোসাইটি ইউএসএর নতুন কমিটি সভাপতি ফিরোজ আহমেদ ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন


প্রবাসের অন্যতম বৃহৎ সংগঠন সন্দ্বীপ সোসাইটি ইউএসএর আগামী ২০২৬-২৭ সালের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন সন্দ্বীপ সোসাইটির নির্বাচন কমিশন।

এতে সভাপতি হিসেবে ফিরোজ আহমেদ ও সাধারণ সম্পাদক পদে আলমগীর হোসাইন পুনরায় নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশনের প্রধান ছিলেন আলহাজ গাজী মোদাচ্ছের মিয়া। কমিশনের সদস্যরা হলেন সানাউল্লাহ হাসান, মোহাম্মদ ফোরকান উদ্দিন, মোহাম্মদ মাকসুদুর রহমান ও আরিফ আর চৌধুরী। 

নতুন এ কমিটিতে আরো যারা আছেন, তারা হলেন- সিনিয়র সহ-সভাপতি মঞ্জুর কাদের সোহাগ, সহ-সভাপতি আব্দুস সালাম লাবু, সহ-সভাপতি আব্দুল মান্নান, সহ-সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন ফারুক, কোষাধ্যক্ষ মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, সহ-কোষাধ্যক্ষ মোহাম্মদ সোহেল, সমাজ কল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক নাজিম উদ্দিন সুজন, শিক্ষা ও সাহিত্য সম্পাদক মাহমুদুল হাসান রাজীব, ক্রীড়া ও স্বাস্থ্য সম্পাদক জোবাইদুল ইসলাম, প্রশিক্ষণ ও কর্ম সংস্থান সম্পাদক মোহাম্মদ আরিফ, প্রচার সম্পাদক ইমরুল হাসান আরফান, দফতর সম্পাদক আজমীর হোসাইন, মেইনস্ট্রিম ও আইনবিষয়ক সম্পাদক মোহাম্মদ আরিফুজ্জামান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক রেহান উদ্দিন সোহেল। কার্যনির্বাহী পরিষদ তাদের প্রথম সভায় ১৬ জন কার্যনির্বাহী সদস্য নির্বাচন করবেন। তখন কার্যনির্বাহী পরিষদ হবে ৩৫ সদস্যবিশিষ্ট। এই কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।

ফিরোজ আহমেদ তাকে পুনরায় সভাপতি নির্বাচিত করায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই সংগঠনকে আরো এগিয়ে নিতে সবার সহযেগিতা কামনা করেন।

শেয়ার করুন