৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ৬:৩৭:২৩ অপরাহ্ন


সন্দ্বীপ সোসাইটির বৃহত্তম পিকনিক অনুষ্ঠিত
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৭-০৭-২০২৪
সন্দ্বীপ সোসাইটির বৃহত্তম পিকনিক অনুষ্ঠিত বনভোজনে অতিথি ও নেতৃবৃন্দ


প্রবাসের অন্যতম বৃহত্তম সংগঠন সন্দ্বীপ সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল নর্থ আমেরিকার বৃহত্তম পিকনিক। প্রায় সাড়ে ৩ হাজারেরও বেশি সন্দ্বীপবাসী ও অন্য এলাকার মেহমান এতে অংশ নেন। আপ স্টেটের এফডিআর স্টেট পার্কে অনুষ্ঠিত এই পিকনিকে ২০টি বাস ও পাঁচ শতাধিক গাড়ি নিয়ে সন্দ্বীপবাসী অংশ নেন। পার্কের দুটি পার্কিং লট পূর্ণ হয়ে গেলে এক পর্যায়ে পার্ক পুলিশ পার্কিংয়ের নিয়ন্ত্রণ আরোপ করতে বাধ্য হয়। 

সকাল ৯টায় একযোগে ব্রুকলিন ও ওজনপার্ক থেকে ২০ বাস ও পর্যায়ক্রমে শত শত গাড়ি ছেড়ে যায়। সকালে একটু বৃষ্টি থাকলেও ১০টার দিকে রৌদ্রোজ্জ্বল আকাশ শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত থাকে। 

বেলা সাড়ে ১১টায় শুরুতে সন্দ্বীপ সোসাইটির সভাপতি ফিরোজ আহমেদের স্বাগত বক্তব্যের মাধ্যমে ও সেক্রেটারি আলমগীর হোসাইনের পরিচালনায় এই প্রথম আনুষ্ঠানিকভাবে পিকনিকের উদ্বোধন করেন সন্দ্বীপের প্রবীণ মুরব্বি ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মালেক। ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন মূলধারার রাজনীতিবিদ, বাংলা সিডিপ্যাপ ও আলাগ্রা হোম কেয়ারের প্রেসিডেন্ট ড. স্যার আবু জাফর মাহমুদ। 

সকাল থেকে তরমুজ বিতরণ করা হয় সবার মধ্যে। দুপুরে খাবার পর পায়েস পরিবেশন করা হয়। চা-পানও পরিবেশিত হয়। 

খেলাধুলায় ছেলেমেয়েদের জন্য মোট ১০টি প্রতিযোগিতা ছিল। ছিল আকর্ষণীয় পুরস্কার। যারা পিকনিকের টোকেন সংগ্রহ করেছেন, তাদের জন্য ছিল আকর্ষণীয় ১৫টি পুরস্কার। পিকনিক এ সন্দ্বীপের বিশিষ্ট ব্যক্তিরা প্রায় শতাধিক স্পনসর করেন। এছাড়া কয়েকজন বিশেষ স্পনসর ছিলেন। তারা হলেন-গ্র্যান্ড স্পনসর কাজী হায়াৎ নজরুল, ডায়মন্ড স্পন্সর শফিকুল আলম, প্ল্যাটিনাম স্পনসর জাহিদ মিন্টু, গোল্ড স্পনসর মোশারফ হোসাই, সিলভার স্পনসর আলতাফ হোসাইন। সম্পূর্ণ স্পোর্টসের স্পনসর ড. স্যার আবু জাফর মাহমুদ। 

নিউইয়র্ক ছাড়াও নিউজার্সি, মেরিল্যান্ড, ভার্জিনিয়া, বাফালো, আলবেনি, পেনসিলভানিয়া, আটলান্টাসহ বিভিন্ন অঙ্গরাজ্য থেকে সন্দ্বীপবাসী এই বৃহৎ মিলনমেলায় অংশ নেন। 

বিকালে পুরস্কার বিতরণ সভায় সভাপতিত্ব করেন সন্দ্বীপ সোসাইটির সভাপতি ফিরোজ আহমেদ ও সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক আলমগীর হোসাইন। মঞ্চে আরো আসন গ্রহণ করেন সোসাইটির সব সাবেক সভাপতি, সেক্রেটারি, ট্রাস্টি বোর্ড সদস্য, উপদেষ্টামণ্ডলী এবং বিভিন্ন স্পনসর। 

সভার শেষদিকে সভাপতি এ বিশাল আয়োজনে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সকলকে সন্দ্বীপ সোসাইটির পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। পাশাপাশি এতো বিশাল আয়োজন করতে গিয়ে হয়তো অজান্তে কোনো ভুলও হতে পারে। তাই ভুলগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান। কার্যনির্বাহী পরিষদের সবাইকে, অনেক মুরব্বি ও শুভাকাক্সক্ষীর অক্লান্ত পরিশ্রম করে পিকনিককে সফল করে তোলার জন্য প্রেসিডেন্ট ও সেক্রেটারি যৌথভাবে ধন্যবাদ জানান। 

বিকালের নাশতা পরিবেশনের মাধ্যমে পিকনিকের সমাপ্তি হয়। 

শেয়ার করুন